চকলেট ডে’র শুভেচ্ছা

পর্তুলিকা ৯ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ১০:০৪:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

আজ ছিল চকলেট ডে 🙂
ছিলো না এখনো আছে।
যারা বিশ্ব ভালবাসা দিবস উদযাপনের উদ্যেশ্য নিয়ে পুরো সপ্তাহ পার করার কথা ভাবেন, তারা চকলেট আদান প্রদান করেন এইদিনে।

গোলাপ প্রপোজের পর প্রেমিক/ প্রেমিকার মন ফুরফুরে হয়ে যায়। তখন তারা একটু মিষ্টিমুখ করতে লাইক করেন। সেই হিসেবে চকলেট জিনিসটা বেস্ট। চকলেটকে বিদেশি মিষ্টি বলা হয়। ভালবাসা দিবসের প্রচলন এসেছে পাশ্চাত্যের আধুনিক দেশগুলো থেকে। তাদের দিবস যদি আপন করা যায়, তাহলে তাদের মিষ্টি কেন নয়!

সহজে বহন করা যায়, অল্প খেলেই মন ভরে। আবার দামের দিক থেকেও পছন্দমত অপশন থাকে। এক টাকা থেকে শুরু করে অগুণতি টাকায় পাওয়া যায় এই ভিনদেশী মিষ্টি।

যারা আজকে চকলেট ডে পালন করে ফেলেছেন তাদের শুভেচ্ছা। যারা এখনো পালন করেননি, তারা চকলেট নাইট পালন করতে পারেন। শুভ কামনা থাকলো।

চকলেট ডে / নাইট শুভ হোক।
হ্যাপি চকলেট ডে 🙂

১২৩৭জন ১১৩৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ