
আজ ছিল চকলেট ডে 🙂
ছিলো না এখনো আছে।
যারা বিশ্ব ভালবাসা দিবস উদযাপনের উদ্যেশ্য নিয়ে পুরো সপ্তাহ পার করার কথা ভাবেন, তারা চকলেট আদান প্রদান করেন এইদিনে।
গোলাপ প্রপোজের পর প্রেমিক/ প্রেমিকার মন ফুরফুরে হয়ে যায়। তখন তারা একটু মিষ্টিমুখ করতে লাইক করেন। সেই হিসেবে চকলেট জিনিসটা বেস্ট। চকলেটকে বিদেশি মিষ্টি বলা হয়। ভালবাসা দিবসের প্রচলন এসেছে পাশ্চাত্যের আধুনিক দেশগুলো থেকে। তাদের দিবস যদি আপন করা যায়, তাহলে তাদের মিষ্টি কেন নয়!
সহজে বহন করা যায়, অল্প খেলেই মন ভরে। আবার দামের দিক থেকেও পছন্দমত অপশন থাকে। এক টাকা থেকে শুরু করে অগুণতি টাকায় পাওয়া যায় এই ভিনদেশী মিষ্টি।
যারা আজকে চকলেট ডে পালন করে ফেলেছেন তাদের শুভেচ্ছা। যারা এখনো পালন করেননি, তারা চকলেট নাইট পালন করতে পারেন। শুভ কামনা থাকলো।
চকলেট ডে / নাইট শুভ হোক।
হ্যাপি চকলেট ডে 🙂
১২টি মন্তব্য
সুরাইয়া পারভীন
চকলেট ডে অথবা নাইট কোনোটাই হবে উদযাপন
চকলেট বড্ড অপছন্দের তালিকায় স্থান পেয়েছে
পর্তুলিকা
অনেক সময় অপছন্দের তালিকায় থাকা খাবার খেতে ভালো লাগে।যদি সেটা প্রিয়জনের কাছ থেকে পাওয়া হয়। চকলেট ডে/ নাইটের শুভেচ্ছা আপনাকে।
জিসান শা ইকরাম
আমার চকলেট তো আগেই বিতরণ করা হয়ে গিয়েছে, অত্যন্ত স্নেহের এবং ভালোবাসার মানুষের মাঝে।
আমার চকলেট ডে হয়ে গিয়েছে আগেই 🙂
তারপরেও আগামীতে আবার চকলেট গিফট করার ইচ্ছে আছে।
আপনাকে চকলেট দিবসের শুভেচ্ছা।
শুভ কামনা।
কামাল উদ্দিন
বিছানায় শোয়ার পর এই পোস্ট দেখলাম, এখন চকলেট কোথায় পাই বলুন তো।
সাবিনা ইয়াসমিন
ভ্যালেন্টাইন সপ্তাহে আপনিও লিখলেন!
শুভ হোক আপনার হ্যাপি ভ্যালেন্টাইন ডে 🙂
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
নারে আপু ভ্যালেন্টাইন নাই, চকোলেট ডে ও নাই☹️☹️☹️☹️। আপনার ভ্যালেন্টাইন ও চকোলেট ডে শুভ হোক
সঞ্জয় মালাকার
চমৎকার চকলেট ডে, শুভ কামনা দিদিভাই,
ছাইরাছ হেলাল
আপনাকে তো পাক্কা বিশেষজ্ঞ মনে হচ্ছে।
আপনার চকোর অবস্থা তো বুঝতে পারলাম না।
নিতাই বাবু
আবার নতুন করে কারোর প্রেমে পড়ে চকলেট দিবসে প্রেমিকার বন্ধুবান্ধবদের মাঝে চকলেট বিতরণ করতে হবে। শুভ চকলেট দিবস। শুভ হোক সবার প্রেম।
ফয়জুল মহী
🍬🍬🍬🍬
মনির হোসেন মমি
সহজে বহন করা যায়, অল্প খেলেই মন ভরে। আবার দামের দিক থেকেও পছন্দমত অপশন থাকে। এক টাকা থেকে শুরু করে অগুণতি টাকায় পাওয়া যায় এই ভিনদেশী মিষ্টি
কোথায় কোথায় পাওয়া যায় তাতো লিখলেন না!!!
শুভ হউক লজেন্স ডে …।
ইসিয়াক
শুভকামনা রইলো।