
ঘুমভাঙা স্মৃতির পথ বেয়ে
———————————–
আমবাগানের শেষ মাথায় উঁচু কাশবন পেরিয়ে যে ধু ধু মাঠ, ওখান থেকে দূরে, সূর্য অস্ত যায় আকাশের শেষ সীমায়। টকটকে লালরঙের বিরাট থালার মতো সূর্যটাকে কেমন করে যেন ধীরে ধীরে গিলে ফেলে বহুদূরের কালো হয়ে আকাশের সাথে মিশে থাকা বৃক্ষের সারি। বিন্দুতে হারিয়ে যাওয়া পাখির ঝাঁক খুঁজে নেয় নীড়। ছিটেফোঁটা দিনের আলোটুকু একেবারে নিভে যাওয়ার পর আঁধারে ঢাকে ওই মাঠ, মাঠের এপারের গাঁ, গাঁয়ের প্রতিটি ঘর। পিদিমের শিখা দোল খায় মৃদু হাওয়ায়। সন্ধ্যাতারাটিকে ঘিরে একে একে জেগে ওঠে অজস্র তারা ওই আকাশের গায়ে। উঠোনের এককোণে সন্ধ্যামালতির ঝোপের ভেতর থেকে ভেসে আসে মাতাল করা সুবাস।
গভীরে…. হৃদয়ের নির্ধারিত একটি অংশে ঘুমিয়ে থাকে এমনই কিছু। মাঝে মাঝে সে ঘুম পাতলা হয়, জেগে উঠতে চায় পুরোপুরি আড়মোড়া ভেঙে। কখনও তোমার হাত ধরে হেঁটে যেতে চায়। আলতো করে, পরম মমতায় তোমার হাতের উষ্ণতাটুকু সঞ্চারিত হতে দাও।
হেঁটে যাও ঘুমভাঙা স্মৃতির পথ বেয়ে, দূরে বহুদূরে।
দেখবে, বেঁচে আছো…….ভীষণভাবে বেঁচে আছো।
২০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
শত স্রিতির মাঝে বেচে থাক, হৃদয়ে থাক বাচার মত স্বাস। নিশ্বাসে বিশ্বাসে হাত ছুয়ে থাক স্রিতির পাতায়। স্রিতির পাতায় অন্ধাকার রজনীর জোনাকির টিপ টিপ আলো। ঝিঝি পোকার ডাক থাক অন্তরে স্পস্ট ডাক। ভালবাসা জিয়ে থাক মনে।
রেহানা বীথি
ধন্যবাদ
তৌহিদ
এমন একটা পথের খোঁজ করছি বহুদিন থেকেই। আপনার লেখা পড়ে কিছুটা হলেও সে সাধ মিটলো।
দারুন লিখেছেন আপু। এমন পথ সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি।
ঈদ মোবারক।
রেহানা বীথি
ধন্যবাদ ভাই।
ঈদ মোবারক
জিসান শা ইকরাম
এমন ভাবে লিখলেন যেন দৃশ্যকল্প সামনেই দেখতে পেলাম।
বেঁচে থাকুক ধ্রুব তারা হয়ে।
শুভ কামনা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
শামীম চৌধুরী
লেখাটি খুব ভালো লাগলো।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
বেশ দারুণ লেখনী আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
ছাইরাছ হেলাল
আমার অঘুমের নির্বিকারতা পড়ে এসে কোথায় যেন অদৃশ্য সুতো দেখতে পাচ্ছি (ভুল হতে পারে)।
স্মৃতির আলপথ বেয়ে ভীষন ভাবেই আমরা আমাদের বাঁচিয়ে রাখি।
রেহানা বীথি
ধন্যবাদ অনেক
সঞ্জয় মালাকার
দারুণ লিখেছেন আপু। এমন পথ সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি।
ঈদের শুভেচ্ছা রইল আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
ঈদের শুভেচ্ছা আপনাকেও
আরজু মুক্তা
ছবির মতো বর্ণনা
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
শামীম চৌধুরী
হুম বুঝলাম।
বেঁচে থাকাটাই এখন হচ্ছে সবচেয়ে কঠিন কাজ।
রেহানা বীথি
জীবন কঠিন, বেঁচে থাকাও। তবুও আমরা সুখ খুঁজি কোনো না কোনোভাবে। এ খোঁজা আমাদের চিরন্তন। যখন পাই একটু সুখের খোঁজ, ভুলে যাই জীবনের কাঠিন্য।
সাবিনা ইয়াসমিন
ভালো লাগা অফুরন্ত দিলাম। ❤❤
রেহানা বীথি
আমিও ভালোবাসা দিলাম অফুরান