
লিখে রেখেছি/ফেলেছি অজস্র শব্দ
অক্ষরে অক্ষরে, আর-ও কত কী লিখতে
থাকবো বুননে বুননে, কে জানে!!
কাঁচ দেয়ালের আরশিতে রোদ বৃষ্টির আনাগোনা
মেঘেদের উঁকিঝুঁকি নিরন্তর,
জানালায় পাখি-ফুলের মনোরম কোলাহল
খুনসুটি, টানা বৃষ্টির মুখোমুখি;
মরুকরণের বিষণ্ণ নীরবতা এখানে ছুঁয়ে যায় না,
পাখিদের শিষে ঝুলে থাকে অ-নীরব কথামালা
ঘুঙুরের শব্দে শব্দে;
তবুও মানুশখেকো হারামি স্মৃতির শাপলারা
কড়া নাড়ে, দুলে ওঠা নোনা জলের ঘ্রাণে ঘ্রাণে;
ছবি নেটের।
১৪টি মন্তব্য
আরজু মুক্তা
মানুষ খেকোদের নীরব জ্বালা।
১০ লাইনে প্রকৃতির বর্ণনা ভালো লাগলো। স্মৃতিরা নিপাত যাক। নীরবে চোখের জল পড়ুক। ভালবাসাগুলো বাঁচুক।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
ভালোবাসা বাঁচলে আমরা বাঁচি।
আমাদের স্বপ্ন- ও বাঁচে। প্রকৃতি আমাদের বাঁচায়।
ভাল থাকুন, সুস্থ থেকে।
রেজওয়ানা কবির
আরও অনেককিছু লিখে রাখেন ভাইয়া,আপনার শব্দচয়ন, অসাধারন তাই হারিয়ে যাওয়ার আগেই অনেক কিছু লিখে রাখুন ভাইয়া। আমার মাঝে মাঝে শব্দ হারিয়ে যায় তাই বললাম বৈকি! প্রকৃতিকে মনে হয় অনেক কাছ থেকে দেখলাম আজ আবার এই লেখায়। শুভকামনা।
ছাইরাছ হেলাল
প্রকৃতি আমাদের বাঁচায়, আমরা বাঁচি। প্রকৃতি আমার ভালোলাগা ভালোবাসা।
লিখছি তো নিয়মিত, বেহিসেবি হয়েই।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
স্মৃতিরা সত্যিই মানুষ খায়। তানা হলে মানুষগুলো স্মৃতির মাঝে এভাবে বারবার হারিয়ে যেত না। আহ্ বৃষ্টির নূপুর বাজে সকাল দুপুর। খুব সুন্দর একটি কবিতা ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন নিরবধি
ছাইরাছ হেলাল
স্মৃতি খুব খারাপ, আবার সুখ-স্মৃতি হেভি আনন্দের।
প্রকৃতিতে বৃষ্টি, ের থেকে আনন্দের আর কী-ই-বা থাকতে পারে।
ভাল থাকুন।
জিসান শা ইকরাম
বৃষ্টি নিয়ে চমৎকার লিখলেন।
‘ স্মৃতিরা মানুষ খেকো ‘ – এমন উপমায় অবাকের উপর অবাক হইছি।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অবাক হলেও বাস্তবতা এর থেকে ভিন্ন কিছু নয়।
ধন্যবাদ।
তৌহিদুল ইসলাম
বৃষ্টি আমাকে আপ্লুত করে, আপনাকেও কি তাই? তবে বৃষ্টিতে আমার বড্ড ঘুম পায় কিন্তু।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
বৃষ্টি আমার কাছে ধরা দেয় নানা রূপে নানান ভাবে।
তাই তার প্রতিক্রিয়া ও হয় ভিন্ন ভিন্ন। ঘুম তো ভাল, ঘুমিয়ে পড়ুন/থাকুন।
ভাল থাকুন।
হালিমা আক্তার
মানুষখেকো স্মৃতিরা। অসাধারণ শব্দ চয়ন। সত্যিই স্মৃতিরা যেভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে একে ধরনের খাওয়াই বলা যায়। স্মৃতিরা বেঁচে থাকুক বেঁচে থাকি আমরা। শুভ কামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
স্মৃতির জ্বালাতন খুব অসহনীয়, আবার আনন্দ স্মৃতিও আমাদের ই থাকে।
খুব ই নিয়মিত পড়ার জন্য ধন্যবাদ।
সাবধানে থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা মানুষখেকো হারামী স্মৃতি। একদম। বড্ড জ্বালাতন করে এই স্মৃতিরা তবু পিছু ছাড়ে না।
শুভ কামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
খুব কিন্তু সাবধানে থাকতে হবে আপনাকে, যা ফালাফালি অবস্থা আপনার।
শুভেচ্ছা অবিরাম। ভাল থাকুন।