
ধূলোপড়া ডায়েরীর পাতায় দম বন্ধ হতে হতে- বিবর্ণ গোলাপটির আত্নচিৎকার থেমে গেছে সে-ই বহুবছর আগের বিষন্ন গোধূলি মাখা সন্ধ্যার আবিরে। তারপর বহু দিন গেছে, রাত গেছে, সাঝের মায়া হারিয়ে গেছে অতলে; বুক-পাঁজরের ক্ষতটা বেড়েই চলেছে কর্কট রোগের আনুরূপ্য।
সময়ের বিবর্ণতা বয়সের ভারে নুয়ে পড়েছে সজনে ডাটায়; দেবদারু জুড়ে স্মৃতির পাতাগুলো জড়ো হয়ে আছে কালের সাক্ষী হয়ে। সন্ধ্যেরা ভীড় করে প্রতিনিয়ত ঘড়ির কাঁটার পেন্ডুলামে; নক্ষত্রেরা দলছুট হয়ে ঝরে পড়ে মর্ত্যলোকে গভীর আলিঙ্গনের আশে।
গ্রাফিতি জুড়ে ভয়ংকর বাস্তবতা প্রস্ফুটিত তুলির আখরে; বাস্তব/পরা-বাস্তবের আজন্ম লড়াই মনের আঙ্গিনায়। কলমিলতায় ভেসে রয় সহস্র আত্নহননের কাব্যকথন; নিঃসঙ্গতা আঁকড়ে ধরে অশরীরী অবয়বে দুঃস্বপ্নের করাল থাবায়; প্রণয়িনীর নাগিন দংশনে পুল-সিরাত সহজেই আলিঙ্গনে জড়িয়ে নেয়।
ছবি – নিজস্ব
২৪টি মন্তব্য
হালিমা আক্তার
বিবর্ণ গোলাপটির আত্মচিৎকার থেমে গেছে , সত্যি কী গেছে থেমে | তাহলে সে কেন আজ আমায় পিছু ডাকে বারে বারে | আপনার প্রতিটি কবিতার শব্দ চয়ন মুগ্ধতা ছড়ায় | শুভ কামনা | ভালো থাকবেন |
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও ভালোবাসা। প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন 💓💓। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে যাই বারবার। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
শামীনুল হক হীরা
অনন্য ভাবনায় জাস্ট অসাধারণ একটা লেখা উপহার দিলেন।।কোন কথা হবেনা।
হার্দিক শুভেচ্ছা জানবেন সতত সম্মানিত।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিয়মিত পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞ কবি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
ডায়েরির ভাঁজে গোলাপের দম বন্ধ হয়ে মরে যাবারই কথা, সেতো বাগানের ঐশ্বর্য, তার রং-রুপ উদারতা সব প্রকৃতির মাঝেই। তবে হ্যা, কিছু গোলাপ ডায়েরির ভাঁজেই সুন্দর। স্মৃতির মণিকোঠায় অতুলনীয় এক রত্ন হয়ে থাকে।
জানি না কি বুঝলাম! আপনার লেখা আমাকে আমার নিরক্ষতা তিব্রভাবে স্বরণ করিয়ে দেয় 🙁
এখানেও পুলসিরাত!!!!
সুপর্ণা ফাল্গুনী
আপনি অনেকটাই ধরতে পেরেছেন। কে বলে আপনি নিরক্ষর যে বলে সে-ই আসলে নিরক্ষর। আমিতো এই প্রথম পুলসিরাত শব্দটি ব্যবহার করেছি যতদূর মনে পড়ে। 💓💓💓 ভালোবাসা অবিরাম। শুভ সকাল
বন্যা লিপি
কলমীর লতায় জড়িয়ে আছে সহস্র আত্মহনন…. আমরা মুখোমুখি হই কখনো কখনো আত্মদর্পনে। খুটে খুটে দেখি ভারবাহী গোটা একটা বাৎসরিক ডায়রী বহন করে চলে নিজস্ব শুকনো গোলাপের আর্তচিৎকার(এখানে আপনার লেখায় এসেছে -আত্মচিৎকার। তাই আমার মন্তব্যের ভাষাও আমি আমার মত করে দিলাম) এ কবিতা পড়ে বুকে ধাক্কা লাগলো। ভালো থাকবেন যেখানেই থাকুন না কেন।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু ওটা টাইপ মিস্টেক হয়েছে, এডিট করে দিয়েছি। আপনার মন্তব্য পাওয়াটাই আমার লেখার অনেকখানি সার্থকতা। এটা একান্ত অনুভূতির বহিঃপ্রকাশ এটাকে আমি ঠিক কবিতা বলতে চাই না। আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত। শুভ সকাল
ছাইরাছ হেলাল
বীণ বাজানো দ্রুত শিখে নিন, সব ফকফকা হয়ে যাবে।
লেখার ভিন্ন/নূতন আঙ্গিনা ভাল লেগেছে।
চালু থাকুক।
সুপর্ণা ফাল্গুনী
সাপুড়িয়া কৈ পাই, কে শিখাবে ?? অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ দুপুর
রোকসানা খন্দকার রুকু
কারও কারও তিন নম্বর চলছে। চারটের ঘরে কি আপনার পা দেয়া যায়!!!
ট্রাই মারতে পারেন নাকি নাউযুবিল্লাহ্!!!
রোকসানা খন্দকার রুকু
কে যেন পুলসিরাত বলল!!
আসলেই আপনাদের দুজনের কবিতা মানেই মনে করিয়ে দেয় কেমনে পার হমু। আল্লাহ তুমিই ভরসা।
শুভ কামনা দি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ওরে আপুরে কি যে বলেন না!! নিয়মিত মন্তব্য দিয়ে, অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞ ও ধন্যবাদ। যেভাবেই হোক মন্তব্য পাওয়াটাই অনেক বেশি আনন্দের। ভালো থাকুন নিরাপদে থাকুন সবসময়
পপি তালুকদার
“কলমিলতা্য় ভেসে রয় সহস্র আত্মহননের কাব্যকথন”
লাইনটা মনে দাগ কেটে গেল।
চমৎকার একটা কবিতা।
ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
নিয়মিত পড়ার জন্য অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত
আরজু মুক্তা
শুকনো গোলাপ কিন্তু অনেকদিন থাকে। তাজা গোলাপ দ্রুত ঝরে যায়। মাঝে মাঝে ডায়রির পাতা এভাবেই স্মৃতিকে নাড়িয়ে দেয়।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু 💓💓। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদুল ইসলাম
বুচ্ছি, আশেপাশে আর ভেড়া ঠিক হইবেনা। দাঁত ভাইঙ্গা যাইতে আছে।
ডায়েরির শুকনো গোলাপ আর কলমিলতায় ভেসে থাকা আত্মহনন দু’টোতেই রয়েছে জীবনের অন্তিম উপাখ্যান। গ্রাফিতিকে যে যেভাবে দেখছে সেটাই তার কাছে সেভাবে ধরা দেয়, জীবনের মতন করে।
চমৎকার অনুভব! শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
দাঁত ভাইঙ্গা যায়!! শরম দেন ক্যান?? চমৎকার বিশ্লেষণ করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সতত
তৌহিদুল ইসলাম
ভালো থাকুন আপনিও।
সৌবর্ণ বাঁধন
ছোট্ট লেখায় অসাধারণ প্রকাশ। কয়েক লাইনে যেন পুরোটা জীবন। অনেক শুভকামনা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ভাই। ভালো থেকো সুস্থ থেকো শুভ কামনা নিরন্তর।
আশরাফুল হক মহিন
গোলাপ আমার প্রিয় ফুল অপূর্ব লিখেছেন প্রিয় কবি
শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আপনার জন্য
সুপর্ণা ফাল্গুনী
আপনার মন্তব্য পড়ে দারুন অনুপ্রাণিত হলাম। আশা করি নিয়মিত পাশে পাবো। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম