আগেও তোমার পরেও তোমার
মাঝে ছোট্ট জিন্দেগী
রঙ দুনিয়ায় পাঠাইয়া আবার
করতে বল কেন বন্দেগী
বাহাত্তুর কাতারে করিয়া দাড়
ফায়সালা তুমি করেছ তার
কে পাবে বেহেস্ত হাসি
কে হবে দোযখ বাসী
এখন কেন করতে বল
আমায় তোমার বন্দেগী
ও সাঁই আমার
বিধান তোমার আগেই আঁকা
রাখছো করে মাপা ঝোকা
রঙ দুনিয়ায় বসাইয়া মেলা
খেলছো তুমি শখের খেলা
যেমনে চলাও সেমনে চলি
তোমার তরেই এ জিন্দেগী
ও সাঁই আমার
২টি মন্তব্য
লীলাবতী
গানটি গেয়ে শুনালে পারতেন ভাইয়া.১৭০ বছর পরে দেখলাম আপনাকে 😀
নীলাঞ্জনা নীলা
গানের অডিও দেয়া হোক। 🙂