গান-১৪৬

রকিব লিখন ৪ জানুয়ারি ২০১৪, শনিবার, ১১:৪৬:৩৯অপরাহ্ন সঙ্গীত ১০ মন্তব্য


চোখ যেন তোমার বহতা নদী
সে চোখে আমি হারাই যদি
দোষ কী তাতে বল প্রিয়া আমার
রচিব গান আমি ভালোবাসার

যত খেল চোরা পথে লুকোচুরি
কোন আকাশে উড়াবে মনের ঘুড়ি
সে আকাশ হবো আমি তোমার
আঁকি গো তোমার ছবি হৃদয়ে আমার

ছেড়ে যাবে আমায় কোন সুদূরে
ডেকে যাবো তোমায় অচিন সুরে
হৃদয় সাজাবো ছবিতে তোমার
রচনা করো না প্রিয়া সমাধি আমার

৬৪৩জন ৬৪৩জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ