চোখ যেন তোমার বহতা নদী
সে চোখে আমি হারাই যদি
দোষ কী তাতে বল প্রিয়া আমার
রচিব গান আমি ভালোবাসার
যত খেল চোরা পথে লুকোচুরি
কোন আকাশে উড়াবে মনের ঘুড়ি
সে আকাশ হবো আমি তোমার
আঁকি গো তোমার ছবি হৃদয়ে আমার
ছেড়ে যাবে আমায় কোন সুদূরে
ডেকে যাবো তোমায় অচিন সুরে
হৃদয় সাজাবো ছবিতে তোমার
রচনা করো না প্রিয়া সমাধি আমার
১০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
বাহ খুব সুন্দর…
স্বপ্ন নীলা
ভীষণ এবং ভীষণ সুন্দর
লীলাবতী
গান ভালো লেগেছে খুব ।
ছাইরাছ হেলাল
আপনি গেয়ে শোনালে মন্দ হত না ।
নীলকন্ঠ জয়
বরাবরের মতই সুন্দর। গান শুনতে চাই।
রিমি রুম্মান
মনে মনে গেয়ে ফেললাম… আহা মন ছোঁয়া গান একটা!
খসড়া
ভাল লাগল।
মোঃ মজিবর রহমান
ভালো লাগলো
বনলতা সেন
গান লিখে ফেলে গেলে তো হবে না ।
জিসান শা ইকরাম
ভালো হয়েছে গান ।