গাধার বন্ধু গাধাই হয়

অরণ্য ১৮ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১০:১৮:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

আচ্ছা, বলোতো কানা ও বোবায় কথা বলে কিভাবে?
কোথায় গিয়ে তারা একসাথে মেলে?
আচ্ছা, কানা-বধির ওদের কি হাল?
এতো দেখছি আরও জটিল!
একটু বলোতো;
খুব খুঁজছি ক’দিন ধরে।
খুব! খুব! খুউব!

আচ্ছা, “সরিষার মধ্যেই ভুত”-এর এসিড টেস্ট বলতে পারো?
সেও ভাবছি মাঝে মাঝে।
আগেরটা দিয়ে আর কাজ নেই
একটু শুধু পরেরটা বলো।
আমাকে একটু চলতে শেখাও
আমি চলি, তুমিও চলো।
তুমি তাও পারো না।
আর পারবেই বা কেন
গাধার বন্ধু তো গাধাই হয়!

৬১৩জন ৬১২জন
0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ