আচ্ছা, বলোতো কানা ও বোবায় কথা বলে কিভাবে?
কোথায় গিয়ে তারা একসাথে মেলে?
আচ্ছা, কানা-বধির ওদের কি হাল?
এতো দেখছি আরও জটিল!
একটু বলোতো;
খুব খুঁজছি ক’দিন ধরে।
খুব! খুব! খুউব!
আচ্ছা, “সরিষার মধ্যেই ভুত”-এর এসিড টেস্ট বলতে পারো?
সেও ভাবছি মাঝে মাঝে।
আগেরটা দিয়ে আর কাজ নেই
একটু শুধু পরেরটা বলো।
আমাকে একটু চলতে শেখাও
আমি চলি, তুমিও চলো।
তুমি তাও পারো না।
আর পারবেই বা কেন
গাধার বন্ধু তো গাধাই হয়!
৪৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ, সহজে এত্ত সুন্দরের প্রকাশ
ইচ্ছে করে শিখতে খুউব, শিখিনি
শেখালো না বলে কেউ,
শেখাবেন? দিব্বি দিচ্ছি,
মনোযোগী ছাত্র এবার হবো ই।
অরণ্য
ছাইরাছ ভাই, কি প্রকাশ করেছি জানিনা; তবে খুব দুশ্চিন্তায় আছি। কেন জানি মনে হচ্ছে আমি ভুতের মধ্যে বাস করছি অথচ ভুতকে ধরতে পারছি না। এ ভুত বড় বিপদজনক। সারাদিনই মেজাজ খারাপ নিয়ে কাটালাম অফিসে। উত্তরণের পথ খুঁজতে হবে। এখনও পাইনি।
লীলাবতী
আনমনে একা একা বিড়বিড় করে কি সব বলে গেলেন,কাকে বললেন কিছুই বুঝলাম না 🙂 অথবা বুঝেও না বুঝার ভান করলাম :p
অরণ্য
লীলাবতী, আপনার মন্তব্যের পরেরটুকুই নিলাম। এমন কথা ডাকাতরা বলে।
অনেক সাহসী আপনি। অনেক নাম আপনার লিস্ট করতে হবে ঠিক মতো বলতে গেলে। নতুন একটা যোগ করতে পারেন ‘দস্যি মেয়ে’। 🙂
লেখাটি অবশ্য বিড়বিড়ানি থেকেই লেখা। 🙂
কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার… বুঝেও না বোঝার ভান! জানা থাকলে সরিষার মধ্যে ভুতের টেস্ট কিভাবে করা যায় ঝট করে জানান। আমি খুবই কৃতার্থ হব। ^:^ আপনার দখল সকল দিকে আমি জেনেছি।
লীলাবতী
‘দস্যি মেয়ে’ ওয়াও,ডাকুন ডাকুন,এভাবে কেউ ডাকেনি আমাকে \|/ ভাইয়া সরিষাকে চেপে ধরুন ভালোভাবে,কৈ মাছ কাটে কিভাবে জানেন তো,হাতে ছাই মেখে যাতে পিছলে যেতে না পারে।এমনি করে ধরুন।ভুত পালিয়ে গিয়ে তেল বের হবে 😀
অরণ্য
“সরিষাকে চেপে ধরুন ভালোভাবে” – নিলাম কথাটি। হাসতে হাসতেও কিন্তু মন্দ বলেননি। ;? এ জন্যই আপনি লীলাবতী। (y)
লীলাবতী
জি,একারণেই আমি লীলাবতী 🙂 নিন কথাটি এবং প্রয়োগ করুন,বিফলে মূল্য ফেরত 🙂
অরণ্য
লীলাবতী, আমি কিন্তু সিরিয়াসলি পয়েন্টটা নিয়েছি। মিলালাম – ঠিকই বলেছেন। (y)
থ্যাঙ্ক ইউ। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জীবনকে জীবনের নিয়মে চলতে দেয়াই বেটার তাতে মনে চোট কম পড়বে যাই হোক বলতে হবে এইতো বেশ ভাল আছি -{@
বিশেষ ভাবে কৃতজ্ঞ প্রিয় ভাল থাকবেন।
অরণ্য
ধন্যবাদ মনির ভাই। ভাল থাকবেন। অনেক শুভ কামনা।
খেয়ালী মেয়ে
আচ্ছা, বলোতো কানা ও বোবায় কথা বলে কিভাবে?
কোথায় গিয়ে তারা একসাথে মেলে?
আচ্ছা, কানা-বধির ওদের কি হাল?
“সরিষার মধ্যেই ভুত”-এর এসিড টেস্ট বলতে পারো?——————-উত্তরগুলো কি জানা যাবে?নাকি________________
অরণ্য
উত্তর খুঁজছি এখনও।
কিন্তু এই নাকি লিখে টান দেবার মানে কি?
খেয়ালী মেয়ে
না মানে জানতে চাচ্ছিলাম, ঐযে বললেন না গাধার বন্ধু তো গাধাই হয়, মানে আপনি নিজের কথা কিছু বলেননি তো আবার 🙂
অরণ্য
😀 কেন, নিজের কথা বললে আপত্তি কোথায়? নিজেকে মাঝে মাঝে অবশ্য গাধাই মনে হয়। আমি কিন্তু একটা গানের রিকুয়েস্ট পাঠিয়ে রেখেছি ইন এডভান্স। 🙂 ভাল থাকবেন।
খেয়ালী মেয়ে
হুমমম দেখেছি সেটা…
ভালো থাকবেন আপনিও…
জিসান শা ইকরাম
” আমাকে একটু চলতে শেখাও
আমি চলি, তুমিও চলো।” — ইচ্ছে পুরন হোক আপনার,আন্তরিক ভাবে চাচ্ছি 🙂
(y)
অরণ্য
ধন্যবাদ জিসান ভাই।
ভাল থাকবেন।
মেহেরী তাজ
একি ভাইয়া নিজেকে কি গাধা বললেন নাকি?? ;?
অরণ্য
আয়নায় তো তাই দেখলাম!
আর তোর ভাইয়াটা গাধাই বটে!
তোর কি মন খারাপ হলো?
মেহেরী তাজ
না মন খারাপ হয় নি।
আমার ভাই ভালো হলেও আমার গাধা হলে আরো বেশি আমার।
অরণ্য
বেশ বললি তো! 🙂
তোর ভাইয়াটা ভালই আছে। কিছু না হলেও মাঝে মাঝে নিজের গাধামি টের পায় ইদানিং। তোর তাতেই খুশি থাকা উচিত।
শুন্য শুন্যালয়
দুইটা গাঁধার ছবি এড করে দিতে ইচ্ছে করছে পোস্টে 😀
কি লিখছেন আমি কিন্তু কিচ্ছু বুঝি নাইক্কা। :p
অরণ্য
আপনার ইচ্ছেটা দারুন।
আপনার “দুইটা গাঁধার ছবি” ভিতরে উচ্চারিত হতেই একটা গান মনে পড়ল।
“দুইটি দোয়েল পাখি চুপচাপ দাঁড়িয়ে
কত রোদ বৃষ্টি ঝড়ে।
সেইখানে শুয়ে ছিল একটি মানুষ
সে কি আজ ফিরেছে ঘরে?”
অথচ এর কোন মিল নেই। 😀
আর, লীলাবতী একটু বুঝেছে বলে মনে হলো। 🙂 আর এতোকিছু বুজতে কে বলেছে আপনাকে?
শুন্য শুন্যালয়
লীলাবতী সব বোঝে আমি ক্যান বুঝিনা ;( এতো কিছু থাকতে ভূত কেন সরিষার মধ্যে গিয়ে ঢোকে তাও তো আমি বুঝিনা 🙁
অরণ্য
গ্রামের স্কুল শিক্ষকে সম্পদ সহজে ছোঁয় না। ও ভাবনা ও শিক্ষকের হয়ও না। সবাইকে সবকিছু পেতে নেই। আমি নিজেই উত্তর খুঁজছি।
আপাতত অফিস আমার সোনেলাকে ব্লক মেরেছে। কি হাস্যকর। সাথে ইউটিউবও – এই জামানায়। :D)
শুন্য শুন্যালয়
😀 ভালো হইছে, বেতন খেয়ে ব্লগিং আর গান !!
:D)
অরণ্য
নাহ্, মোটেও তা ভাল করেনি তারা। এটি আমার প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে। এন্ড ইট্স ট্রু। মজার ব্যাপার ফাঁক একটা রয়ে গেছে – অফিসের দেয়া ডংগল আছে। সিটিসেল জুম। কিন্তু সে শামুক। 😀
অরণ্য
অবশেষে আমার সবই ফেরত দিয়েছে তারা। সাথে একটা বোধ নিজের মধ্যে – অফিস টাইমে সোনেলায় কম আসা উচিৎ। 🙂 এবার দেখার বিষয় কতটা পারি। 🙁
মরুভূমির জলদস্যু
শিরনামটাই পছন্দ হইছে মেলা। :D)
অরণ্য
আমার বন্ধুও বলেছে। এবং সে তা মেনে নিয়ে কি হাসি। 😀
আমিও হাসলাম।
গতরাতে পিতা-পুত্র বসেছিলাম চিড়িয়াখানা দেখব একসাথে। দুঃখ হলো নেট এতো স্লো ছিল যে পুত্র শেষে ঘুমিয়েই পড়ল। 🙂
আপনার চিড়িয়াখানা পোস্টটি পিচ্চিদের নিয়ে দেখে মজা। (y)
ব্লগার সজীব
গাধার বন্ধু তো গাধাই হবে।গাধার বন্ধু ঘোড়া হয়েছে,এমন কথা আমি শুনিনি কোনদিন 😀
অরণ্য
😀 হয়, হয়।
নীলাঞ্জনা নীলা
গাধার বন্ধু গাধা হয় বুঝি!!! আজ জানলাম।
মনের ভেতর যেনো সুপ্ত আগ্নেয়গিরি! ঘটনা কি?
এই গানটা শুনুন আগুণ নিভবে না শুধু মনে বর্ষা নামবে। -{@
https://www.youtube.com/watch?v=c1SxSUq9goQ
অরণ্য
নীলা আপু ভাল বলেছেন… আগুণ নিভিবে না কিন্তু বর্ষা নামিবে। (y)
আমার আরেকটি নামও রহিয়াছে মনে পড়িল – আগুন।
“আগুণ হয়ে ছড়িয়ে যাব
দিয়ে যাব কিছু ভস্ম – স্মৃতি।” 🙂
অরণ্য
নীলা আপু, আপনি ঠিক বলেছেন। আগুণ নেভেনি কিন্তু বর্ষা নেমেছে। আজ শুনছি এবং প্রথম শুনছি। দারুন। (y)
অরুনি মায়া
আমিও এসেছি গাধা হতে। না মানে আপনাদের বন্ধু হতে। কি আর করা গাধার বন্ধু তো গাধাই হয় 🙂
অরণ্য
😀 বেশ বলেছেন আপনি। “গাধার বন্ধু গাধাই হয়” তা হয়তো ঠিক। কিন্তু আমার সোনেলা বন্ধুদের বা পাঠককে গাধা বলতে চাইনি। ওভাবে ভাবতেও নেই। বি কনফিডেন্ড আপনি গাধা নন। 🙂 প্রথম পরিচয় আজ আপনার সাথে।
অরুনি মায়া
ঠিক আছে নিজেকে আর কষ্ট করে গাধা ভাবলাম না। আজ থেকে আমি আপনাদের আরুনি মায়া 🙂
অরণ্য
দ্যাটস গুড। স্বাগত সোনেলায়। -{@
এবার মন্তব্যের পাশাপাশি কিছু লিখুন অরুনি মায়ার পোস্ট করে। আপনার কিছু মন্তব্য চোখে পড়েছে। আপনি ভাল লিখেন। 🙂
অরুনি মায়া
জি লিখব। আগে কিছুদিন আপনাদের লেখা পড়ে নিতে চাই 🙂
অরণ্য
আবার কিছুদিন বলছেন কেন? এব মধ্যেই অনেক পড়ে ফেলেছেন। আমরা দেখেছি। বেশি পড়ে লিখতে গেলে অনেক সময় লেখাগুলো ‘কনফাইন্ড’ হয়ে যায়। আমরা তা চাইনা। লিখে ফেলুন।
শুভ কামনা।
নীতেশ বড়ুয়া
এহহ! তাহলে আমরা সবাই গাধা এখানে, কারণ সোনেলার সবাই একে অপরের বন্ধু :p
অরণ্য
ওহ নো! নীতেশ দা। 🙂
অনেক দিন পরে আপনার চেহারা দেখছি। ছিলেন কই এতদিন? আপনার মন্তব্য পেয়ে অবশ্য আমার বেশ ভাল লাগছে। ভাল থাকবেন।