
ট্রেন ছুটে চলছে। সাথে দুজনের স্বপ্নও ছুটে চলছে। রাতে ডিনার করেনি, কিছুটা ক্ষুধা লাগলো দুজনেরই। রেস্টুরেন্টের এক বয় বিশাল এক পলিথিনের বস্তায় বিভিন্ন খাবার নিয়ে এসে নক করলো দরজায়। প্যাকেট করা খিচুড়ি,কেক, বিস্কিট, চিপস, সফট ড্রিংক্স। সাম্য তৃপ্তির দিকে তাকালে তৃপ্তি শুধু চিপস আর কোক নিলো। স্টেশন থেকে কেনা কেক আছে সাথে। খিচুড়ি খেতে ইচ্ছে করলেও রান্না কেমন হয় এসব ভেবে বাদ দিলো তা।
মাথার পাশেই কাচের জানালা। রুমের এসিতে কিছুটা অসচ্ছ হয়ে আছে। তারপরেও মাঝে মাঝে ছুটন্ত ট্রেনে দ্রুত বিভিন্ন গ্রামের বিদ্যুতের লাইট গুলোর আলো মুহুর্তের মধ্যে দ্রুত সরে যাচ্ছিল। কথা হচ্ছে দুজনের আর হালকা খাবার খাচ্ছিল।
* আমি প্রেম চাই তোমার কাছে সাম্য। প্রেম করার আগেই তোমার আমার বিয়ে হয়ে গেলো। আমার কি প্রেম পাওয়া হবে না এ জীবনে সাম্য?
** এমন কথা বলছ কেন তৃপ্তি? আমি তোমাকে প্রেমে পূর্ন করে দেব।
* বিয়ের পরে পুরুষ কি প্রেমিক হতে পারে? তুমি ভালোবাসা দিতে পারবে। কিন্তু প্রেম?
** আমি প্রেম ভালোবাসা দুটোই দেব তোমাকে। আচ্ছা প্রেম বড় না ভালোবাসা বড়ো? প্রেম আর ভালোবাসা কি এক নয়?
* প্রেম আর ভালোবাসা এক নয়। তুমি আমাকে ভালোবাসায় ডুবিয়ে রাখতে পারবে, জানি আমি। কিন্তু প্রেম?
** প্রেম হীন ভালোবাসা কি সম্ভব তৃপ্তি? ভালোবাসার মধ্যেই তো প্রেম থাকে।
* আর প্রেমের মধ্যে বুঝি ভালোবাসা থাকেনা?
** আমাকে বুঝিয়ে দিও তুমি সোনা, প্রেম কোনটা আর ভালোবাসা কোনটা। তোমাকে আমি অপূর্ন রাখবো না তৃপ্তি।
* শিউর? 🙂
** হ্যা শিউর 🙂
* আসো শুয়ে পরি এখন। লাইট নিভিয়ে দাও।
** লাইট নিভাতে হবে কেন? আর লাইট নিভালে দেখব কিভাবে তোমাকে?
* হু নিভাতে হবে। রুমের বাইরে প্যাসেজে দু একজন হাটাচলা করলে ছিটিকানির পাশ দিয়ে দেখতে পাচ্ছি। এর অর্থ হলো বাইরে থেকেও আমাদের দেখতে পাবে কেউ ইচ্ছে করলে। আর আমাকে দেখতে সমস্যা হবার কথা নয়তো। তুমিই তো বলো আমার মুখ নাকি জোছনার মত উজ্জ্বল। তা জোছনা দেখতে লাইটের প্রয়োজন আছে নাকি? নাকি মিথ্যে বলো আমাকে? 🙂
** আচ্ছা আচ্ছা নিভিয়ে দিচ্ছি লাইট।
* লাইট নিভিয়ে এত ছোট বেডে কেন? তুমি উপরের বেডে গিয়ে ঘুমাও। এই বেডে নো ভ্যাকান্সি।
** আজ তোমাকেই আমার বেড বানাবো সোনা।
বেশ কিছুক্ষন দুজনের হাসাহাসির শব্দ সহ অনেক কিছুই ট্রেনের ঘটাং ঘটাং শব্দে চাপা পরে গেলো।
ঘন্টা খানেক পরে দরজা খুলে দুজনেই বাইরে গিয়ে টয়লেট সেরে এসে শুয়ে পরলো বেডে। ট্রেনের দুলুনিতে মানুষ কিভাবে ফ্রেস হয় এটি একটি বিশ্ময় হয়ে রইল দুজনের কাছেই। তৃপ্তি নিচের বেডে আর সাম্য উপরের বেডে কিছুটা কসরত করে উঠে শুয়ে পরে কিছুক্ষনের মধ্যে ঘুমিয়ে পরলো। তৃপ্তি শেষ রাত পর্যন্ত জেগে রইল। মাঝে মাঝে দু একটা স্টেশনে ট্রেন থেমে গেলে বসে জানালা দিয়ে তাকিয়ে আধো আলোতে স্টেশন দেখতে লাগলো। আনন্দের অনুভূতি তার সমস্ত মন জুড়ে। শেষ রাতের দিকে কখন জানি ঘুমিয়ে গেলো তৃপ্তি।
সকাল ছয়টার দিকে ট্রেন চিটাগাং এসে পৌছালো। স্টেশনের হালকা কর্মচাঞ্চল্যের শব্দে সাম্য ঘুম থেকে জেগেই নীচে উকি দিয়ে দেখলো গভীর ঘুমে মগ্ন তৃপ্তি। কত নিস্পাপ উজ্জ্বল একটি মুখ। ঘুমন্ত তৃপ্তিকে এত সুন্দর লাগছে যা সাম্য ভাষায় প্রকাশ করতে পারছে না। নিজেকে খুব ভাগ্যবান মনে হলো। নীচে নেমে এলো সাম্য। গভীর মমতা আর ভালোবাসায় তৃপ্তির ঠোটে চুমু খেলো।
** তৃপ্তি ওঠো, চিটাগাং এসেছি।
তৃপ্তি তাকালো, মুখে পরিতৃপ্তির হাসি,
– চলমান
২৯টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আজও প্রথম হলাম 🙂
জিসান শা ইকরাম
প্রথম হওয়ার জন্য ♦♦ মেডেল নিন দুইটা 🙂
ফয়জুল মহী
বেশ মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
জিসান শা ইকরাম
ধন্যবাদ ভাই,
শুভ কামনা আপনার জন্যও।
সুপর্ণা ফাল্গুনী
চালিয়ে যান দাদা ভাই, সাথেই আছি, খুব ভালো লাগছে। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
জিসান শা ইকরাম
চলবে আর দুই পর্ব,
শুভ কামনা ছোটদি।
ইঞ্জা
বেশ রোমান্টিক পর্ব ছিলো আজ, কিন্তু লেখাটা খুবই ছোটো করে দিচ্ছেন ভাইজান, আফসোস রয়ে গেলো।
জিসান শা ইকরাম
এর বেশী রোমান্টিক দিলে সমস্যা ভাইজান। বুঝে নিতে হবে 🙂
শুভ কামনা।
তৌহিদ
ওয়াও, এরকম রোমান্টিকতা কে না চায়। এই যুগলের জীবন স্বার্থক। সামনে কি হবে জানিনা। আবেগের বসে এমন অনেক কিছুই হয় আবার এর উল্টোটাও হয়। যাক ভালোয় ভালোয় চট্টগ্রাম পৌঁছেছে তৃপ্তি সাম্য।
চলুক গল্প।
জিসান শা ইকরাম
গল্প চলবে আর দুই পর্ব,
রোমান্টিকতা বেশি হয়ে যাচ্ছে মনে হয়, কমাতে হবে 🙂
শুভ কামনা
তৌহিদ
ব্যাপারনা। রোমান্টিক গল্প এই করোনা বন্দীতে কাজে দেবে। ☺
জিসান শা ইকরাম
আচ্ছা, ভবিষ্যতের জন্য আপনার পরামর্শ গচ্ছিত রাখা হলো 🙂
ছাইরাছ হেলাল
পিজি রেটেড ছেনেমার মত লাগতেছে!
বেশ করোনা-প্রেম গল্প, চালু থাকুক।
জিসান শা ইকরাম
করোনায় কাজ কাম নাই, তাই এইসব উল্টা পাল্টা লেখা।
কি আর করা!
সাবিনা ইয়াসমিন
সাম্যের অফুরান ভালবাসা পেয়েও তৃপ্তি প্রেম চায়, আর সাম্য তার বউকে আকন্ঠ ভালোবাসায় ডুবিয়ে দিতে প্রেমিক হতে চায়! দুজনের চাওয়াই মিলে গেছে! এটাইতো প্রেম। প্রেমে ভালোবাসা থাকুক বা না থাকুক, ভালোবাসায় প্রেম থাকেই। ঐশ্বরিক প্রেমে আরও মজবুত হোক সাম্য তৃপ্তির ভালোবাসাময় ভুবন।
পরের পর্বের অপেক্ষায় রইলাম 😊😊
জিসান শা ইকরাম
এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যা ভালোবাসার মাঝে প্রেম থাকেই। প্রেমের মাঝে ভালোবাসা নাও থাকতে পারে।
পরের পর্বও দিয়ে দেব দ্রুত।
শুভ কামনা।
কামাল উদ্দিন
বেশ ভালোই তো ট্রেনে প্রেম চলোবাসা চলছে, আছি সাথেই গন্তব্য পর্যন্ত।
জিসান শা ইকরাম
দ্রুতই গন্তব্যে পৌছে যাবে সাম্য তৃপ্তি।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
প্রেম ভালবাসার পার্থক্যটা হয়নি এখনো জানো
তবু ও স্বাগতম সাম্য তৃপ্তিকে আমার প্রিয় চট্টলায়
জমিয়ে তুললেন মনে হয় শুভ কামনায়।
জিসান শা ইকরাম
পার্থক্যটা জটিলই আসলে বেশ।
ভালোবাসার মাঝে প্রেম থাকেই। প্রেমের মাঝে ভালোবাসা নাও থাকতে পারে।
ভালো থাকবেন দাদা।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ঠিকই তো জ্যোৎস্নার মতো উজ্জ্বল মুখ দেখতে লাইট লাগবে কেন?
এজন্যই ভেবে চিন্তে ঢপ দেওয়া উচিত 😛😛
দারুণ রোমান্টিক স্টোরি। পরের পর্বের অপেক্ষায় ব্যাকুল পাঠক হৃদয়।
জিসান শা ইকরাম
হ্যা, তৃপ্তির কথায় যুক্তি আছে 🙂
ধন্যবাদ ছোট আপু, নিয়মিত আমার অ-লেখা পড়ার জন্য।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আমি কিন্তু আপনার অনেক পুরোনো লেখাও পড়েছি ভাইয়া। আমি জানি আপনি নখ কাটতে পারেন না😛😛
জিসান শা ইকরাম
হা হা হা , নখ কাটতে এখনো পারিনা ছোটো আপু 🙂
ভালো থাকবেন।
নিতাই বাবু
সাম্য তৃপ্তিকে ভালো বেসে ভালোবাসা দিয়েছে। তৃপ্তিও সাম্যের ভালোবাসার মানুষ হতে পেরে কিছুটা ধন্য হয়েছে ঠিক, কিন্তু তৃপ্তির মনের আকাঙ্খা থেকে যায় প্রেমে।
তাহলে প্রশ্ন থেকে যায়,ভালোবাসা কী এবং প্রেম-ই-বা কী?
ভালোবাসা নিয়ে যতটুকু জানি বা বুঝি তাহলে; ভালবাসা হচ্ছে এক কথায় অদৃশ্য অথচ সচ্ছতায় তৈরি এক বস্তু, যা শ্রদ্ধা, আবেগ, সহানুভুতি, স্নেহ, বিশ্বাস এর সমন্বয়ে তৈরি। তবে এই পাচটি ভিত্তির ভেতরে একটি অন্যটির চেয়ে বেশি সত্যরুপে প্রকাশিত হতে পারে সময়, ব্যক্তি ও অবস্থানের ভিন্নতায়।
গল্পের নায়ক/নায়িকার কাছে আমার প্রশ্ন; প্রেম কী? প্রেম কি দুঃখ পাওয়ার অপর নাম ? প্রেম কি ব্যথায় ভরা বেদনা বিধুর এক আসমান ?প্রেম কি শোকাতুরে হৃদয়ের আকুতি ?প্রেম কি বেদনায় কাটানো কোন এক রাত্রী ?প্রেম কি অথৈই সাগরের উত্তাল ঢেউ ?প্রেম কি হৃদয় – হৃদয় দোটানা যুদ্ধের যোদ্ধা কেউ ?
পরের পর্বের অপেক্ষায় থাকলাম, শ্রদ্ধেয় গুরুতুল্য দাদা।
জিসান শা ইকরাম
অত্যন্ত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
ভালোবাসাকে সঠিক ভাবেই বর্ননা করেছেন আপনার মন্তব্যে।
প্রেম আর ভালোবাসার পার্থক্য করা আসলে কঠিনই। আমরা প্রেমকে আসলে সঠিক ভাবে উপলব্দি করতে পারিনা। এটি স্থায়ী নয় হয়ত, এসেই চলে যায়। ক্ষনে ক্ষনে বিশেষ মুহুর্তে আসে। আমি আসলে প্রেম আর ভালোবাসার পার্থক্য করতে পারিনা।
ভালো থাকবেন দাদা।
শুভ কামনা।
মাহবুবুল আলম
সাম্য ও তৃপ্তির জীবন ভালোবাসাময় এবং প্রেমময় হয়ে ওঠুক। আশা করি পরবর্তী পর্বগুলো আরও রোমাঞ্চকর হবে। পরবর্তী পর্ব পাঠের অপেক্ষায়।
ভাল থাকবেন। নিরন্তর শুভেচ্ছ।
জিসান শা ইকরাম
সাম্য ও তৃপ্তির জীবন ভালোবাসাময় এবং প্রেমময় হয়ে ওঠুক আমিও তা চাই।
পর্ব আর বেশি দেইনি। শেষ পর্ব দিয়েছি।
শুভ কামনা ভাই।
হালিম নজরুল
বেশ রোমান্টিক মনে হল।