
ভালবাসাবিনে রাত্রি ও দিনে
খুন হয় কত লোক,
ভালবাসা-প্রেমে অন্তর ফ্রেমে
খুন হয় শত শোক।
খুনরাঙা পথে ভালবাসা রথে
পৃথিবী পদ্যময়,
আমি খুনে রাজী ধরি তাই বাজী
তুমি কেন রাজী নয়!
এসো ছিপ ফেলি খুনোখুনি খেলি
আমাতেই-তোমাতেই,
শিল্পীত খুন-শিহরিত খুন
ইতিহাসে যাহা নেই।
শুধু ভালবাসো,খুন করি আসো
মনে আছে যত পাপ,
সততার ভরে পৃথিবীর পরে
কমে যাবে উত্তাপ।
এসো প্রিয়া তবে খুন হোক সবে
মনের প্রতিটি ঠোঁটে,
যেই খুনে হায় অমাবশ্যায়
পূর্ণিমা জেগে ওঠে।
————————————————–
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভালো কিছুর জন্য, ভালোবাসার জন্য হোক তাহলে এমন খুনোখুনি। শুভ কামনা
হালিম নজরুল
শুভকামনা রইল।
সুপায়ন বড়ুয়া
“ভালবাসাবিনে রাত্রি ও দিনে
খুন হয় কত লোক,
ভালবাসা-প্রেমে অন্তর ফ্রেমে
খুন হয় শত শোক।”
দুটার কোনটাই কাম্য নয়।
আসুন সবাই বাসি ভালো
সাস্থ্যবিধি মেনে চলি।
নিজে বাঁচি অন্যকে বাঁচতে দিন।
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা।
নৃ মাসুদ রানা
মহামারী চলছে, এখন খুনোখুনির দরকার নেই…
হালিম নজরুল
হা হা হা
ফয়জুল মহী
কমনীয় ভাবনা। সৃজনশীল লেখা।
হালিম নজরুল
শুভকামনা ভাই।
নীরা সাদীয়া
কী এক ভালোবাসা
জীবনে টের পেলাম না তার
যাওয়া আসা।
ভালো থাকুন। শুভ কামনা।
হালিম নজরুল
শুভকামনা রইল।
ছাইরাছ হেলাল
সারাক্ষণ পূর্ণিমা কিন্তু ভালো নাও লাগতে পারে,
যদিও আমরা তা চাই প্রাণে-মনে।
হালিম নজরুল
শ্রদ্ধা ও ভালবাসা রইল ভাই।
জিসান শা ইকরাম
মনের পাপকে খুন করাই যায়,
ভালো আর সাবধানে থাকুন প্রিয় হালিম ভাই,
শুভ কামনা।
হালিম নজরুল
কবিতার সঠিক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
তৌহিদ
নিজে ভালো থাকার জন্য আর প্রিয়জনকে ভালো রাখার জন্য আমরা কতকিছুইতো করি। চমৎকার লেখা ভাই।
হালিম নজরুল
একরাশ ভালবাসা ও শুভকামনা ভাই।