
হুট-হাট চেনা/অচেনা অগ্রবর্তী বিষুদবার, কবি এখন/তখন তুমুল/বিপুল সমুদ্র স্নানে, সমুদ্রে স্নানে, কবিতাকে বগলের ব্যাগে পুড়ে; বগলে চেপে; পক্ষকালে, মাসে মাসে, সপ্তাহে-সপ্তাহে সপ্তাহান্তে, কবিতার সাথে ভাও এবার হবেই। হতেই হবে। একদম যে হয় না, তা কিন্তু না, হয় হয়, খুব হয়, খুউব গোপনে। চমক বিদ্যুতের মত মুহূর্তের চিলিক/ঝিলিকেই মিলিয়ে যায়।
কবি ছুটে চলেন মনের আনন্দে, আনন্দের দাবদাহে, হাঁটু-জল থেকে বুক জলে, কখন-ও ডুব সাঁতারে ভয়-দিয়ে/ভয়-নিয়ে, যদি-বা কবিতা লেগে যায় শরীরী-স্পর্শকাতরতায় জলৌকার বেশে!! কখন-ও ছুটতে থাকে ঝানু তীরন্দাজের নিশানা-বাজিতে। লোনা-জল-তোড়ে কবিতা ছটে পালিয়ে যায়, দূরে ভেসে ওঠে, টিটকারি/টিসকারী দেয়/মারে।
আহা কবি!! আহা কবির কবিতা!!
টাক-চুল বেয়ে ফোটা ফোটা সমুদ্দুর জল নেমে আসে খুব ধীর লয়ে, কবি ভাবে এই তো কবিতা, তবে ধরা যাক দু’য়েকটা, আবার ভিজে আসে, ভিজিয়ে আসে, সেলফি-স্টিক গুটিয়ে রেখে আকাশে বুক-মুখ রেখে কবি চিৎ হয়ে শুয়ে থাকে, চুন মুখে, ক্ষুধিত প্রাণের মনে, ক্ষুধা পেটে!! হারামি কবিতা উঁক্কিঝুঁক্কি দেয়, মজা লয়, দেয় না। কবিতা উচ্ছন্নে যাক, কবি মুক্তি পাক।
হঠাৎ বালুকা বেলায়, কবি কুড়িয়ে পায় এক নিস্তেজ বিষণ্ণ হাইড্রা, কবিতার মায়ায়/ছায়ায় বুকে জড়িয়ে নেয় কবিতা ভেবে!! কবিতা সে লিখবেই। একদিন সে ঠিকই মিনি ম্যারাথনে মহাকাব্য এই সোনা-সোনেলাকেই উৎসর্গ করবে, কবি সে হবেই। নিশ্চিত সে (কবিতা) একদিন বেজায় খুন হবে কবির মিষ্টি-প্রাণ-হৃদয়-হাতে, আমরাও অপেক্ষায় একটি সফল/সার্থক পূর্বজন্মের, একটি টকটকে-টসটসে নাদুস- নুদুস মিষ্টি কবিতার জন্য।
বিশ্বাস করুন,
কবিতার হাতে খুন হতে ইচ্ছে করে, বিদ্ধ হতে ভোঁতা তীরে বা হেমলকে।
কবিতা ফিরে এসো খুনির বেশে, তাও।
২৫টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ফার্স্টু!
ছাইরাছ হেলাল
ছালাম, ভাইয়া!!
শুন্য শুন্যালয়
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
বানান ভুল হইলে মাফ করি দিয়েন।
ভাইজানের শরীরডা ভালা?
কবিতা কিন্তু অলরেডি আপনেরে খুন কইরা ফালাইছে ভাউ। আমরা দেখছি কবির কবিতাদেহ।
ছাইরাছ হেলাল
আপনি মহান, মহান আপনার শকুন-চোখ।
এই না হলে কবি-চৌখ!!
শুন্য শুন্যালয়
পরে পড়বো লেখা, আগে হেসে নেই। টাক চুল বেয়ে গড়িয়ে পড়া সমুদ্রের জল কে কবি কবিতা ভাবে!!! হাহাহা। আমার মাথায় আসতেছে সমুদ্রের জল টাক মাথা বেয়ে নামার সময় উষ্ণ নাকি শীতল থাকে!!!
ছাইরাছ হেলাল
এই কষ্ট-কষ্ট-ক্ষণে হাসবেন!! হাসুন, তবে শব্দে না নিঃশব্দে তা কিন্তু বলেন-নি, ভাই।
ছাইরাছ হেলাল
ইয়ে, মানে একজন কবি কে ডাকছিলেন, তাই দেখে হু হু হৃদয় উথলে উঠলে
দায় কিন্তু আপনাকেই নিতে হবে।
শুন্য শুন্যালয়
ডাক শুনেই একদম ঝট করে পটপটিয়ে নামিয়ে ফেললেন? আপনাকে বৈজ্ঞানিক উপায়ে পেটানোর ভয় দেখালে কিন্তু তখন আমি আপনাকে চিনিনা।
ছাইরাছ হেলাল
দেখুন, আপনি কোন কাজে/কর্মে পরিবৃত্ত/পরিব্যাপ্ত হলে সেখানে সত্ত্বর উপস্থিত থাকা/হওয়া
পবিত্র দায়িত্ব ও কর্তব্য।
আপনি কবি!! কবিদের কাছে শুনেছি/জেনেছি কবিরা হৃদয়বতী হয়।
সাবিনা ইয়াসমিন
মহারাজ ! আপনি আবার কবি/ কবিতার পিছনে লেগেছেন ?
ছাইরাছ হেলাল
নাহ্, তো, পেছনে লাগার মত সাহস বা দুঃসাহস জড়ো করতে পারিনি।
কবিতার সামনে বুক মেলে/চিতিয়ে দাঁড়িয়েছি, বিদ্ধ হতে বিষ-বিষে।
সাবিনা ইয়াসমিন
হু, তাতো দেখতেই পাচ্ছি। যেভাবে বুক মেলে দাঁড়িয়েছেন, দেখবেন কবি-কবিতার ভয়ে হৃৎপিন্ড আছড়ে পড়ে না যায়।
আমি কিন্তু এই সমুদ্র-কবিকে চিনি। সে আসলেই বিষ নিয়ে নাড়াচাড়া করেন। প্রাচীনযুগে আর্সেনিক বিষ খুবই জনপ্রিয় ছিলো রাজদরবারে। বিষ বেশি চাই চাই না করার পরামর্শ দিয়ে রাখলাম, পরে কিন্তু বলতে পারবেননা, সোনেলায় আপনার শুভাকাঙ্খিরা ঘুমিয়ে থাকে 😂😂
ছাইরাছ হেলাল
বিষে বিষ ক্ষয়ে ক্ষয়ে সোনার ঘুঘু গান গেয়ে গেয়ে পাড়া বেড়াতে
বের হবে সে প্রত্যাশা করি।
জিসান শা ইকরাম
সমদ্র জল, মাথা হতে চুইয়ে পরা জল
এসবই কবিতার অংশ হবে একদা,
প্রস্তুত কবিতা।
ছাইরাছ হেলাল
এত সব জিনিস পাতির খবর পেয়ে গেলেন কেমনে কে জানে!!
জিসান শা ইকরাম
আমরা এসব পাই,
খবরের সোর্চ খুব নির্ভরযোগ্য যে।
ছাইরাছ হেলাল
আমাদের তো তাহলে অপেক্ষা করতেই হচ্ছে।
নাসির সারওয়ার
কবিতা, এ আবার এমন কি! শুধু নামানো বাকি, এইতো। হয়ে যাবে!
আমার মনে হয় কবিদের আনন্দের মাঝে থাকতে হয়। না হলে নাকি ছন্দ লুকিয়ে থাকে। তাইতো জল জলার মাঝে হাপুস তাপুস মারে। তবে টাক নিয়ে মশকরা, নাহ একদম ঠিকনা।
কবি আছে, কবি থাকবে, কবিতাও আসবে।।।
জিসান শা ইকরাম
” কবি আছে, কবি থাকবে, কবিতাও আসবে।।।”
এইত চাই, এইত চাই,
কবিতার কোন মৃত্যু নাই।
ছাইরাছ হেলাল
কবিতার খুন চালু থাকবে।
ছাইরাছ হেলাল
ঠিক ঠিক, ঠিক-ই।
হয়ে যাবে মানে!! হয়ে গেছে, শুধু আমাদের কাছে এসে পৌঁছেনি।
অবশ্যই কবিদের কেঁদে-কেটে লোনাজল ঘেটেঘুটে ছন্দকে পাজা পাজা করে চেপে ধরতে হবে, হোক।
নাহ্ কবিরাই শুধু টাউক্কা হয়, তাদের নিয়ে মস্করা করা ঠিক না। কবিতা ছুটে পালিয়ে যেতে পারে।
কবিতাকে বগলদাবা করে রাখতে হবে।
অবশ্যই কবিতা আছে/ছিল/থাকবে, এবং কবিতার কাছে খুনের আর্তি চালু থাকবে।
মন্তব্যটি কী কবিতায় দিলেন!! কব্বি!!
তৌহিদ
কবির ইচ্ছে পূর্নতা পাক, বাংলা ১৪২৬ এর প্রথম মন্তব্যকারী হিসেবে এই প্রার্থনা করি।
ছাইরাছ হেলাল
আপনি ও এই বর্ষে আনন্দময়তা নিয়েই যাপন করুন তা চাই।
ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
বহু আগেই মৃত্যু ঘটেছে আমার, আত্মঘাত্মী কবিতায়।
সে দিব্যি বেঁচেবর্তে আছে কালি ও কলমে,
কবির আঙুলে লেগে আছে একেকটি খুনী অক্ষর।
অথচ কবিতার আত্মা প্রতিদিন আমাকেই দংশন করে
খুন হয়েও মরে আছি জেগে থাকা কবিতায়।
ছাইরাছ হেলাল
আপনিও বেঁচে আছেন/থাকবেন শাঁক-চুন্নির বেশে!!
কবিতা লিখবেন এপারে-ওপারে ভাঙ্গা কলমের কালি-ঝুলি মেখে।
কবিরা খুন হয় না খুন করে নিত্য অভ্যাসে!!
আপনি কবি তাই ভয়ে থাকি, রক্ত পানের!!