খুনি

আলমগীর সরকার লিটন ১২ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ১১:৫৫:৪৪পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

======================
একদিন মৃত্তিকার গায়ে হরেক
রকম প্রণয়ের ফুল ফুটে ছিল;
কত স্বপ্ন রঙিন আশা ছিল-
যেন আকাশ সমূহ- তবুও মৃত্তিকার
জানাই ছিল না, প্রণয়ের আদুরে খুনি ছিল।

সমস্ত বাগান জুড়ে সু-গন্ধী ঘ্রাণ
যেনো এক অপরুপ সৌন্দর্যের পৃথিবী!
কখনো উত্তাপ- কখনো বিনম্র শ্রদ্ধা;
বুঝায় যায়নি অন্তরে খুন নামের নিঠুর বুলেট
তারপরও বুঝল না কেনো, কিছিল ষড়যন্ত্র?

কত স্নেহ মন, কত আদর করেছিল,
তবুও ওরা বুঝেনি- কেনো বুঝবে
ভিতরেছিল লাভ লালসা অহংকারী এক ইদুর মাটি-
এরাই পারে খুব সহজে খুন করতে,
শুধু আমি পারলাম না কারণ তীব্র প্রণয়ছিল
কি লাভ পেলে? ইতিহাসকে কলঙ্ক রেখে!
অতঃপর এখন সবই খুনি, তুমিও একটা খুনি।

২৮ ফাল্গুণ ১৪২৬, ১২ মার্চ ২০
———————————-

১১৭২জন ১০২৫জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ