খুজি তারে

মনির হোসেন মমি ২১ নভেম্বর ২০২১, রবিবার, ১২:৩৬:২০পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

নিঃসার্থতা কোথাও নেই!
পৃথিবীর মানুষের কাছেতো নেইই,

নেই স্রস্টা-

আল্লাহ ভগবান ঈশ্বরে কাছেও!
নিঃসার্থতা কোথাও নেই,

জলে স্থলে
সাগর-মহা সাগরে

প্রকৃতির মাঝে,
সাত আসমান গ্রহ নক্ষত্র,

বায়ু মন্ডলে!।

নিঃসার্থতা কোথাও নেই
শুধু সূর্য বিহনে,

সে শুধু বিলিয়ে যায় তপ্ত তাপ,
কখনো,-

সহ্য কখনো অসহনীয়!
বিনিময়ে চাওয়ার নেই কিছু তার,

আমি হবো তার মত,
বিলাবো দুহাতে ;
রেখে হাত পিছনে।

যেখানে রক্তক্ষয়ী হয়
সেখানে লোভ থাকে

আর লোভের রাজনীতিতে
মানবতা থাকে না

থাকে৴
দীর্ঘশ্বাস৴৴

নেই একজনও নেই যার মঝে লোভ নেই

উত্তরে দক্ষিনে পূর্ব পশ্চিমে

তার কোন সীমানা নেই৴

নিঃসার্থতা কোথাও নেই।।

ভালো মানুষ সমাজে অচল

মন্দের সাথে বসবাস

বোদাই আমরা মানি না কেন৴

নিঃসার্থতা কোথাও নেই।।

 

 

ছবি৴অনলাইন হতে

১৮৬৩জন ১৭৬৬জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ