
নিঃসার্থতা কোথাও নেই!
পৃথিবীর মানুষের কাছেতো নেইই,
নেই স্রস্টা-
আল্লাহ ভগবান ঈশ্বরে কাছেও!
নিঃসার্থতা কোথাও নেই,
জলে স্থলে
সাগর-মহা সাগরে
প্রকৃতির মাঝে,
সাত আসমান গ্রহ নক্ষত্র,
বায়ু মন্ডলে!।
নিঃসার্থতা কোথাও নেই
শুধু সূর্য বিহনে,
সে শুধু বিলিয়ে যায় তপ্ত তাপ,
কখনো,-
সহ্য কখনো অসহনীয়!
বিনিময়ে চাওয়ার নেই কিছু তার,
আমি হবো তার মত,
বিলাবো দুহাতে ;
রেখে হাত পিছনে।
যেখানে রক্তক্ষয়ী হয়
সেখানে লোভ থাকে
আর লোভের রাজনীতিতে
মানবতা থাকে না
থাকে৴
দীর্ঘশ্বাস৴৴
নেই একজনও নেই যার মঝে লোভ নেই
উত্তরে দক্ষিনে পূর্ব পশ্চিমে
তার কোন সীমানা নেই৴
নিঃসার্থতা কোথাও নেই।।
ভালো মানুষ সমাজে অচল
মন্দের সাথে বসবাস
বোদাই আমরা মানি না কেন৴
নিঃসার্থতা কোথাও নেই।।
ছবি৴অনলাইন হতে
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
নির্স্বার্থতা আছে আপনিও লিখে গেলেন লেখায় স্বার্থহীনতায়।
সত্য বচনে সবাই বেচার, স্বার্থ সবাই অগ্রগামী। সুন্দর প্রকাশ মমি ভাই।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
তা ঠিক তবে ভাল মানুষ আছে বলে পৃথিবী আছে
মনির হোসেন মমি
হুম।সহমত।ধন্যবাদ কবি।
সুপর্ণা ফাল্গুনী
লোভে ভরে গেছে সবার অন্তর এটাই বাস্তবতা। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
মনির হোসেন মমি
আপনাকেও ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
সূর্যের মতো হোক জীবন
ঝরুক আলো সবার তরে।
সুন্দর উপলব্ধিতে অনন্য সৃজন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
অসম্ভব কে চেয়ে পাওয়া খুব কঠিন, সবসময়।
হালিম নজরুল
ভাললাগা জানালাম ভাই।
হালিমা আক্তার
নিঃস্বার্থতা নেই, তবুও মনে হয় আছে। এ আশা বুকে নিয়ে পৃথিবী সাজে। খুব সুন্দর লিখেছেন।