তা তা থৈ থৈ
খুকু গেল কই
সারাপাড়া কাঁদে যেন
করে হইচই।
থৈ থৈ তা
রং করা গাঁ
ফুল পাখি নদীমাখা
তুলতুলে পা।
তা থৈ তা থৈ
খুকু নাচে ঐ
সাথে নাচে মিউমিউ
পায়রার সই
চোখ পেতে রই
আহা চোখ পেতে রই।
তা তা ধিন তা
ময়ুরের ছা’
খুকুদের সাথে সাথে
মিল রাখে পা।
তা ধিন তা ধিন
জীবনের বীন
বেজে ওঠে স্বপ্নেতে
হোক না রঙিন।
ধিন তাক তাক
গ্লানি মুছে যাক
মানুষের মত খুকু
মানুষ হয়ে যাক।
২৩টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
রাত দুপুরে
মন কাড়ানো
লেখা পাব কই ?
কবি ভাইজান
লিখে গেলেন
পড়ল হৈ চৈ।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
হা হা হা এমন প্রেরণা কজন পায়!
আমি গর্বিত।
ফয়জুল মহী
অসাধারণ দারুণ প্রকাশ । বাহ
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি
শিশুতোষ ছড়া।আমাদের সময়টায় শিশুদের নিয়ে শিশুদের পাঠযোগ্য আনন্দময় ছড়া অসংখ্য ছিলো।তখন আমরা মনের আনন্দে ছড়া বলতাম আর লেখা পড়ায় উৎসাহ পেতাম।এখনো পাঠ্য বইয়ে শিশুতোষ ছড়া আছে তবে তা শিশুদের মনে আমাদের মত দাগ কাটেনা আনন্দ জাগে না। গানের তালে এ ছড়াটি বেশ উপভোগ্য।খুব ভাল লাগল।
হালিম নজরুল
অন্তহীন শুভকামনা ভাই। প্রেরণার জন্য ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার ছড়া। শিশুতোষ ছড়া আমার খুব ভালো লাগে। খুকুমনির নাচ দেখে তা ধিন ধিন তা নাচতে ইচ্ছে করছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সকাল
হালিম নজরুল
আচ্ছা ঠিক আছে। আগামী মিলনমেলায় নাচ দেখব।
ইঞ্জা
খুকু মানুষ হয়ে যাক।
চমৎকার লিখেছেন ভাই। 👍
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ইঞ্জা
শুভকামনা
শামীম চৌধুরী
বাহ।
চমৎকার ছন্দের নৃত্য।
এমন ছন্দ নৃত্যে খুকুমনি না নেচে পারেই না।
দারুন উপভোগ করলাম ছড়াকারের ছড়া।
হালিম নজরুল
ভালবাসা রইল।
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার ছড়া অনেক শুভ কামনা কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
রেজওয়ানা কবির
অনেকদিন পর এমন অসাধারণ ছড়া পড়লাম।
হালিম নজরুল
আপনার প্রেরণা আমাকে শক্তি যোগাবে। ধন্যবাদ।
আরজু মুক্তা
ছন্দের মিল, মনে হলো আমিও ছোট হয়েই পড়ছি।
হালিম নজরুল
প্রেরণার জন্য ধন্যবাদ আপু।
রোকসানা খন্দকার রুকু
বাহ্! ছন্দে ছন্দে ছড়া। সবাই পারেনা।
ছোটবেলায় মায়ের কোলে লুকিয়ে পড়তাম।
***আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
ঢাক ঢোল ঝান্ঝর বাজে****
শুভ কামনা ভাই।
হালিম নজরুল
অন্তহীন শুভকামনা আপু।
তৌহিদ
শিশুদের জন্য লিখিত ছড়ায় বড়দের জন্যেই বিশুদ্ধ বিনোদন থাকে। আপনার চমৎকার এই লেখাটিতে তারই ছোঁয়া পেলাম।
ভালো থাকুন ভাই। নিয়মিত আপনার লেখা চাই।
হালিম নজরুল
অবশ্যই চেষ্টা করব ভাই।