ক্ষুধা

ইসিয়াক ১৮ মে ২০২০, সোমবার, ০৪:৪৫:৩৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

এক মুঠো ভাত দেবেগো মা ?পেটে বড্ড ক্ষুধা ।

পয়সা হলেও অসুবিধা নেই, দাও না গো দাদা।

দুদিন ধরে খেয়েছি কেবল, পানি আর একমুঠো মুড়ি।

অনেক তো আছে কমবেনা দিলে,বাসি ভাত তরকারী।

রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, নেই তাতে কোন দুখ।

ক্ষুধা জ্বালা বড় জ্বালা, অসহ্য মারাত্মক অসুখ।

দালান চাই না ,চাইনা গো ভাই, তোমাদের দামি পোষাক।

দু”মুঠো দাও, তাতেই খুশি, সুখ তোমাদেরই থাক।

#সামনে ইদ আমরা কি ভাবছি এসব ছিন্নমুল মানুষের কথা।

৫৬৬জন ৪৫৪জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ