দু’দিন হলিডে গেলো। বিকেলে বাচ্চাদের নিয়ে পার্কে যাই। ওরা খেলা করে। আমি বসে থাকি বেঞ্চিতে। মানুষ দেখি। হাস্যোজ্বল মানুষ। হাসি আনন্দে খেলা করা ছোট ছোট শিশু। ফ্যালফ্যাল করে ভাবলেশহীন চোখে চেয়ে থাকি। অন্যদিনের মতো ভালোলাগায় ছেয়ে থাকে না মন। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘ দীর্ঘ শ্বাস …
সন্ধ্যা ঘনিয়ে এলে খেলা শেষে পাশের শপিংমলের ফুডকোর্টে বসি। ছেলেদের খাবার দিয়ে চারিদিকে চোখ বুলাই। কোলাহল, হৈচৈ। হাসি, ঠাট্টা’র শব্দ ভেসে আসে কানে। আজ শব্দগুলো কামান দাগার মতো বিঁধে কর্ণকুহরে। ছেলেদের তাগাদা দেই। অস্থির, অশান্ত হয়ে বেরিয়ে আসি। এস্কেলেটরে পা দিয়েই দ্রুত পায়ে উপরে উঠে আসি।
রাতটুকু মধ্যরাত অবধি কাটিয়ে দেই প্রিয় জায়গায়। লং আইল্যান্ড সিটি। নদীর ধারে অদ্ভুত এক মনোরম দৃশ্য। এপারে রেলিং ধরে দাঁড়িয়ে থাকি। ওপাড়ে আলো ঝলমলে ম্যানহাটন। এম্পায়ার স্টেট বিল্ডিং আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে। এপার থেকে ওপাড়ের দৃশ্য যতো দেখি, ততোই ভালোলাগে। মুগ্ধতা নিয়ে দেখি। বরাবরই সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই এমন জায়গা দেখবার, সময় কাটানোর সুযোগ পেয়েছি বলে।
কিন্তু আজ এখানে দাঁড়িয়ে বিষাদে ছেয়ে আছে মন। সারাদিন কেবলই মনে হচ্ছিলো কেউ আমার বাংলাদেশকে নৃশংসভাবে পিটিয়ে আহত করছে। মার খেতে খেতে মুখ থুবড়ে নিস্তেজ পরে আছে সে। আমার বাংলাদেশ যেন অশ্রুজলে আর্তনাদ করে করে বলছে___” আমি মরি যাইরাম… আমারে কেউ বাঁচাও রে বা ” ভিডিওতে শুনা ছেলেটির কান্নার শব্দ, আর্তি, আর্তনাদ__ এসব কোনভাবেই ভুলে থাকতে পারি না। এক মুহূর্তের জন্যেও না। বেঁচে থাকবার তীব্র আকুতি নিয়ে হুহু করে কেঁদে যাওয়া ছেলেটি আর আমার রিয়াসাত যে একই বয়সী !
ক্ষমা করিস রাজন। ক্ষমা করিস। আমরা এপারের মানুষেরা মানুষ নই। পশুও নই। জানোয়ারের চেয়েও নিকৃষ্টতম কিছু। ওপাড়ে এর চেয়ে ঢের ভাল থাকবি। সৃষ্টিকর্তা মহান…
৩৪টি মন্তব্য
ইমন
🙁
রিমি রুম্মান
🙁
নুসরাত মৌরিন
স্তব্ধ হয়ে আছি।ভাষা নাই…
রিমি রুম্মান
নির্ঘুম জেগে আছি… ঘুম নেই 🙁
আদিব আদ্নান
দেখে যাওয়া ছাড়া কিছুই করার নেই।
রিমি রুম্মান
আমরা আসলেই অসহায়… 🙁
মিথুন
সত্যিই কিছু বলবার নেই 🙁
রিমি রুম্মান
ভাল থাকুন … নিরাপদ থাকুন
স্বপ্ন নীলা
যতবার মনে হচ্ছে ততবারই মনে হচ্ছে আমরা মানুষেরা কতটাই নিষ্ঠুর, কতটাই দয়ামায়াহীন যে পিটিয়ে একজন শিশুকে মেরে ফেলা হয়
রিমি রুম্মান
পিটিয়ে মেরে ফেলা হয়েছিলো আগেও আরও অনেককে। সাভারে আমিন বাজারে কিছু ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। কিন্তু এবার আমরা ভিডিও তে দেখতে পেলাম, তাই নাড়া দিয়ে গেল প্রবল ভাবে।
জিসান শা ইকরাম
অনেক বার চেষ্টা করেও ভিডিও টা দেখতে পারিনি ভয়ে
বার বার আমার ছোট ছেলের কথা মনে পরে যাচ্ছিল।
ভালো লাগছে না কিছু আর।
রিমি রুম্মান
আমি কিছুক্ষন দেখেছি। পুরোটা দেখিনি যদিও, তবুও চোখের পাতা এক করতে পারছিনা দুদিন । আমার ছেলেটির কথা মনে পরে কেবলই।
ব্লগার সজীব
ভিডিও দেখে আতংকে নীল হয়ে গিয়েছি আপু। এর কঠিন বিচার চাই।
রিমি রুম্মান
বিচার হবে। খুনিরা ধরা পরেছে। আমি আশাবাদী খুব।
স্বপ্ন
কিভাবে এমন পারে মানুষ?কোন দেশে বাস করছি আমরা?
রিমি রুম্মান
আমার দেশ সব সম্ভবের দেশ। খুনিরা ধরা পরেছে, এটাই আপাতত সান্তনা।
ছাইরাছ হেলাল
আমার সাহস হয়নি ভিডিওটি দেখার। এ নির্মমতার এটিই যেন শেষ ঘটনা হয়।
আল্লাহ্ রাজনকে বেহেশত নসীব করুণ।
রিমি রুম্মান
নিস্পাপ নিরপরাধ শিশুটির আত্না শান্তি পাক।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভয়াবহ
মানুষ এত বেদরদী হয় কেমনে।প্রবাসে থেকেও আপনার মন দেশের জন্য্ কাদবে কারন আপনি বাঙ্গালীী।।
রিমি রুম্মান
আমার ছেলেটিও রাজনের বয়সী। কষ্টটা তাই বেশি…
আজিম
কেমন করে জানোয়ার-সমতূল্য কিছু মানুষ এসমস্ত কাজ করতে পারে, করে যাচ্ছে, সেটা ভেবে দেখার সময় আমাদের পেরিয়ে যাচ্ছে আসলে।
বরাবরের মতোই অতি আবেগি লেখার জন্য ধন্যবাদ।
রিমি রুম্মান
ভাল থাকবেন। নিরাপদ থাকবেন।
লীলাবতী
আমি দেখিনি ভিডিও টি। নিতে পারবো না এমন মেরে ফেলাটা।
রিমি রুম্মান
আমি দেখেছি। ছেলেটির বেঁচে থাকবার আকুতি কানে বাজে শুধু। 🙁
শুন্য শুন্যালয়
পশুদের সাথে নিজেদের কিভাবে তুলনা করবো আপু? তারা তো জীবন ধারনের জন্য আরেকজন কে আঘাত করে, আর আমরা?
আমাদের ক্ষমা করিস রাজন।
রিমি রুম্মান
আমরা কিছুই করতে পারিনি, এটাই কষ্ট … 🙁
নীলাঞ্জনা নীলা
ছবিটার দিকেই চাইতে পারিনা, তো ভিডিও! একই বয়সের আমার ছেলেটাও।
রিমি রুম্মান
অসুস্থ বোধ করছি এসব দেখে দেখে। 🙁
মারজানা ফেরদৌস রুবা
অনেক কষ্ট বুককে ঝাঝড়া করে দেয় বাক্যগুলো কানে বাজার সাথে সাথে।
“আমি মরি যাইরাম… আমারে কেউ বাঁচাও রে বা! ”
“আমারে একটু পানি খাওয়াও রে বা!
ভাবি, মানুষ কতোটা পৈশাচিক হতে পারে!!!
রিমি রুম্মান
আমি মরি যাইরাম… আমারে কেউ বাঁচাও রে বা! ”
“আমারে একটু পানি খাওয়াও রে বা!___ কথা গুলো এত বেশি কানে বাজে যে, দুদিন অনিদ্রার শিকার আমি… 🙁
সিকদার
প্রায় মানুষের কাছে এখন মানবতার চেয়ে পশুত্বটাই বড় হয়ে গেছে ।
রিমি রুম্মান
পশুগুলো ধরা পরেছে, এটিই শান্তনা। বিচার হবে, সে আশা নিয়ে থাকতে চাই। ভাল থাকবেন।
মেহেরী তাজ
আপু আমি ভিডিও টা পুরা দেখার সাহস পাইনি। মানুষ কতটা নির্মম হতে পারে তার উদাহরণ এই ঘটনা।
রিমি রুম্মান
মানুষ কতটা অমানুষ হতে পারে পুরো দেশ দেখলো । যারা ভিডিওটি দেখেছে, তাঁদের অনেকগুলো নির্ঘুম রাত কেটেছে __ আমি নিশ্চিত। যেমনটি আমার কেটেছে।