ক্লান্ত রাত্রি দীর্ঘশ্বাস ছাড়ে সমূলে, হাঁপিয়ে পড়া হাঁটুতে ভর করে উঠে দাড়িয়ে
চোখ ম্যালে, একটু সবুজ আলোর জন্য, বাঁচতে চায় বলে,
হেঁটে যায় করোটির মিছিল সার বেঁধে গভীরতর ছায়াপথ ধরে
হঠাৎ থমকে দাঁড়ায় রাত্রি, কারো হাতের মৃদু ছোঁয়ায়,
এসেছি তো, চলো, জীবনের কাছে যাই “ভোর যে হয়ে এলো বলে”
নিরলস বাতিখুঁটি দাড়িয়ে আছে রণ পায়ে।
আবার ও প্রলম্বিত হয় ক্ষণস্থায়ী রাত্রির জীবন,
বালিকা রাত্রি ফিরে আসে, তার জন্যই বেঁচে থাকা,
নির্ঘুম রমণীয় রমণীরা,
আতংক বিহীন স্বপ্ন রাত আবার জেগে উঠে।
৩১টি মন্তব্য
জিসান শা ইকরাম
আপনার লেখাগুলো বুঝতে বুঝতেও শেষ পর্যায়ে এসে তাল বেতাল করে ফেলি
সহজ আবার সহজ না
এবার বুঝে যাবোই যাবো
আজকে আমার রাত, তান্ত্রিকের রাত।
আসতাছি আবার, লেখার ব্যবচ্ছেদ করবোই করবো।
জিসান শা ইকরাম
ক্লান্ত রাত্রি ভোরের স্পর্শে পাক জীবন
ভোরে ভোর হোক।
অরুনি মায়া
স্পর্শের কথা আর বলেন না ভাইয়া এই স্পর্শ লিখে আমি খুব বিপদে আছি,,,,
ছাইরাছ হেলাল
কোন বিপদ নেই, স্পর্শই জীবন।
ভারচুয়াল হলেও।
ছাইরাছ হেলাল
অবশ্যই ভোরে ভোর হবে।
ছাইরাছ হেলাল
বেশ খোলতাই মেজাজ মনে হচ্ছে।
অরুনি মায়া
ক্লান্ত রাত্রি গুলোর দির্ঘশ্বাস নেবার শব্দ নিরবতাকে ভেঙে খান খান করে দেয়। উচ্ছ্বল বালিকাদের ন্যায় রাত্রির নি:স্বঙ্গতা খিল খিল করে হেসে জানান দেয়,,,, ভোর হতে আর বেশি বাকি নেই,,,,
ছাইরাছ হেলাল
যে ভাবে যেমন করে মন্তব্য দিচ্ছেন তাতে ভোর না হয়ে উপায় নেই ভোরের।
আপনাকে একটু অপেক্ষা করতে হবে মাত্র।
অরুনি মায়া
অপেক্ষায় রইলাম।
ভোর হলে আমায় ডেকে দিয়েন কিন্তু,,,,
ছাইরাছ হেলাল
আমাদের ডেকে দিতে হবে না, আপনি ভোরকে পেলে একটু আমাদের জানান দিয়েন।
অরুনি মায়া
অন্ধের কাছে আলোর খোঁজ আশা করলে কি হয় 🙁
ছাইরাছ হেলাল
অন্ধদের কাছে যে আলো আছে তা অনেকের কাছেই নেই।
তাই সে আলো চাইতেই পারি।
সীমান্ত উন্মাদ
আপনার কবিতা দেখলে প্রথমে আতঙ্কিত হই, কারন শব্দ চয়ন সাধারনত বেশ কঠিন হয়, সেগুলো বুঝতে মাথা খাটাতে হয় বেশ, তবে ভাবার্থ বুঝার ক্ষমতা যেহেতু কিছুটা আছে, তাই পড়তে থাকি। বেশ ভাললাগে। শুভকামনা জানিবেন নিরন্তর।
ছাইরাছ হেলাল
অবশ্যি আপনার বোঝার ক্ষমতা আছে, আর তা আপনি দেখিয়েছেন ও।
আজকাল তো হাল্কা চালে লিখছি।
নীলাঞ্জনা নীলা
জীবনের কাছে ফিরে আসার কবিতা?
ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
আমরা আসলে চেতনে অবচেতনে জীবনের উৎসে ফিরে যেতে চাই।
ধন্যবাদ, সময় দিলেন বলে।
নীলাঞ্জনা নীলা
সময় তো দামী আপনাদের মতো মানুষদের। 🙂
ছাইরাছ হেলাল
সময় সময়ের চেয়েও দামী।
আমি তো এদের কাতারে পড়ি ই না
নীলাঞ্জনা নীলা
আরে বাপু মজা করলাম। ভালো করে লিখলে মন্তব্যের রিপ্লাই পাই না।
এটা কিন্তু ঠিক না।
আমার কতো বুদ্ধি দেখুন, বেঁকিয়ে মন্তব্য করতেই সাথে সাথে রিপ্লাই। 😀 \|/
ছাইরাছ হেলাল
আপনার তো সেই কানপড়া পার্টি, তা তো জানি ই।
ভাই, রিপ্লাই কিন্তু দেই ই।
শুন্য শুন্যালয়
রাত্রিতেই বসবাস, রাত্রিতেই বেঁচে থাকা যাদের তাদের ক্লান্ত হলে চলবেনা। আতংকবিহীন স্বপ্ন রাত হলে সমস্যাও নেই। অনেকদিন পর আপনার রাত্রি নিয়ে লেখা, বেশ ভালো হয়েছে।
ছাইরাছ হেলাল
হ্যা,অনেকদিন পর আবার রাত্রির মুখোমুখি হয়ে নিজেকে বোঝার চেষ্টা করলাম।
স্বপ্নরাতের স্বপ্ন আমরা দেখি ই।
মেহেরী তাজ
ভাইয়া ছন্দপতন টা ঠিক হয় নি। 🙁
লেগে আছি ভাইয়া দেখি কি হয়।
ছাইরাছ হেলাল
ছন্দের মধ্যেই পতনের একটি ছন্দ থাকে।
আমিও লেগেই আছি, দেখি কোথাকার ধোঁয়া কোথা থেকে বের হয়।
অরুণিমা
ক্লান্ত রাত্রি হাঁপিয়ে পড়বে না,কিছুক্ষন পরেই যে সুর্যোদয়।আতংক বিহীন স্বপ্ন রাত জেগে থাক।
ছাইরাছ হেলাল
অনেকদিন পর আপনাকে দেখলাম।
ধন্যবাদ।
মরুভূমির জলদস্যু
-{@ -{@ আবার ও প্রলম্বিত হয় ক্ষণস্থায়ী রাত্রির জীবন,
বালিকা রাত্রি ফিরে আসে, তার জন্যই বেঁচে থাকা, -{@ -{@
অসাধারণ।
ছাইরাছ হেলাল
অবশ্যই ধন্যবাদ নিয়মিত পড়ার জন্য।
মোঃ মজিবর রহমান
রমনী আর রমনী
আর পারছিনা।
কত ভর কেটে গেল
কেউ এলনা প্রভাতে হাত বাড়িয়ে বল্লনা
তোমার জন্য আমি আছি।
ছাইরাছ হেলাল
বলবে বলবে, রাত শেষ হয়নি যে।
মোঃ মজিবর রহমান
কখন যে শেষ হইব বুঝতাছিনা।
-{@