
কবিতা বা অন্য লিখে কিছু তাকে না দেখালে পেটের ভাত হজম হয়না যেনো। লিখেই পাঠিয়ে দিলাম দ্যাখো তো-
আমাদের খুনসুটি-
শিরিন হক#
চুলবুল খুনসুটি করে যাবো দু’জনে ।
দিনশেষে আমাদের কাব্যেরা জাগবে,
একদিন আমাকে
ভেবেভেবে তুমি বুঝি কাঁদবে?
থাক পরে যতসব ভাবনার কাব্য!
এভাবেই তুমি আমি
মুখমুখি বসে থাকবো।
#অদ্ভুত!!
-মানে
#তুমি কি করে লিখো এমন করে।
– সমালোচনা চাই
#আমি দেখতে চাই প্রেমের কবিতা। যেখানে সবটুকু প্রেম থাকবে। চুলবুল ঠুনাঠুনি থাকবেনা।
– পারবোনা।চাইলে-ই লিখতে পারিনা।মনে যা আসে তাই লিখি।
#ভালোবাসা কি?
– এই চারটে রুম -একটা বারান্দা- বিছানাপত্র ব্লা-ব্লা ব্লা….সাথে বাথরুম।
#হা হা হা
–রাজনীতি,ধর্ম আর ভালোবাসার তর্কে আমি নাই।
#ভালোবাসা বলতে তুমি কি বুঝ?ভালোবাসার পরিধি-পরিমাপ আছে কি?
–আছে তো!নইলে সবাই বলে কেনো –
“এই তুমি আমাকে কতটা ভালোবাসো?”
ছেলে-মেয়ের আদালতে মাকে ধরে বলি “তুমি ওর থেকে আমাকে কম বাসো”
বৌ বলে “তোমার মাকে বেশি ভালোবাসো আমার দিকে নজর নাই ”
মা-” হ পোলায় আমার গোল্লায় গেছে বিয়া কইরা বৌরে বালোবাসে এহন বেশি বেশি”।
বাকি গুলো কইলাম না থাক।
#বলো শুনি
–ভালোবাসা কি এ নিয়ে একটা স্টাটাস দেবো।কমেন্টেগুলো গবেষনা করবে তুমি।
#ভালোবাসা কি
থ্রি ডাইমেনশনাল নাকি ফোর ডাইমেনশনাল?
#ওরে বাবা! কবি তুমি তো……..
–আমি কবি নই। কবি কবি করবানা।
একজন বলেছিলো-
“আসলে আমি ডাইমেনশন সংক্রান্ত কোন বিষয় ঘাটাঘাটি করিনি। ডাইমেনশন বুঝি ও না। তবে প্রেম ভালোবাসার যে সময়কাল -পাত্র নেই তা সবসময় বিশ্বাস করি।”
এর বিশদে আমি কখনো যাবোনা তবে, ভালোবাসার কথা বল্লেই যে সবাই একটা জাগায় আটকে যায় এটাই বিরোক্ত। এর ব্যাপ্তি-আর উপলব্ধি আমার কাছে ভিন্ন।
১১টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
আমাদের খুনসুটি অদ্ভুত
ভালবাসা কি?
কেমনে এখন শুনি ?
ভালই হলো। শুভ কামনা।
শিরিন হক
ধন্যবাদ সুুন্দর মন্তব্যে
ফয়জুল মহী
সুচিন্তিত মনোভাবের প্রকাশ, ভালোই হয়েছে।
শিরিন হক
ধন্যবাদ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুনসুটি ভালোই লেগেছে। ভালো লাগা — #আমি দেখতে চাই প্রেমের কবিতা। যেখানে সবটুকু প্রেম থাকবে। চুলবুল ঠুনাঠুনি থাকবেনা।
শুভ কামনা।
শিরিন হক
সুুন্দর মন্তব্যে খুশি হলাম
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা-প্রেম কোন নির্দিষ্ট ব্যক্তি বা স্তরে আটকে থাকার জিনিস নয়। ভালোবাসা সৃষ্টিকর্তা থেকে শুরু করে যেকোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আসতে পারে। প্রেমের ক্ষেত্রটাও তাই। যারা এগুলোকে নির্দিষ্ট স্তরে/ ছঁকে ফেলে রাখে তারাই এগুলোর মানে বোঝে কিনা সেটার ব্যপারে সন্দেহ আছে 🤔🤔
একান্ত অনুভূতি ভালো লাগলো, ভাবনার খোরাক ছিলো। আরও লিখুন, শুভ কামনা 🌹🌹
শিরিন হক
একদম ঠিক বলেছেন। এটা ব্যাক্তি কেন্দিক নয় বাট প্রেম বা ভালোবাসার শব্দ কারো মুখে শুনলে অনেকে এটাকে এমন দৃষ্টিতে দেখেন মনে হয় বুরা বয়সে প্রেম খুঁজি এ কেমন কথা। আমার কাছে ভালোবাসা ব্যক্তির মধ্যে সিমাবদ্ধ নয়।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সুপর্ণা ফাল্গুনী
আপু বিষয়টি অন্যভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা শুধু নারী-পুরুষে আবদ্ধ নয়। বন্ধুত্বে, বাবা-মা, ভাইবোন, রক্তের সম্পর্ক এর বাইরেও ভালো বাসা হতে পারে। আর এটা সময় , স্থান, কাল দেখে হয়না। আত্নার সাথে মিললেই আমার মনে হয় সেটাই ভালোবাসা। ভালোবাসা গন্ডি মেনে হয়না। শুভ কামনা রইলো
শিরিন হক
লিখাটা বুঝে মন্তব্য করেছেন এজন্য কৃতজ্ঞতা।
ভালোলাগলো মন্তব্য পড়ে।সত্যই অনেকে এটা বুঝেনা।
আরজু মুক্তা
ভালোবাসার পরিধি ব্যাপ্তি ও বিস্তৃত।
ভালো লাগলো খুনসুটি