ভালবাসা তুমি কোন সুদূরে থাকো?
কোথায় বাড়ন, কোথায় চলন
কার ছবি বুকে আঁকো?
কোন কিশোরীর বুকের পাঁজরে
কোন ললনার চোখের আদরে
নিজেকে লুকিয়ে রাখো?
ভালবাসা তুমি কোন সুদূরে থাকো?
কোন ঠিকানায় পড়শী তোমার
কার স্বপনের ঘুম?
কিসের নেশায় মাতো তুমি
ওঠাও সুখের ধুম?
কোন বিধাতার জনম তোমার
কার ছলনায় বাঁকো?
ভালবাসা তুমি কোন সুদূরে থাকো ?
——————–0 0——————-
১৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কবি তো কবিতা বলে খালাস।
আমার কেন লিরিকের মত মনে হয়!
হালিম নজরুল
আপনি কি আবার লিরিকের দোকানও খুলতে চান! কবিতা মনে করে চালিয়ে নেন কবি। তা না হলে অন্যরা আমাদের মারবে। হা হা হা ——
ছাইরাছ হেলাল
সাব্যসাচী তো মেনেই নিয়েছি।
হালিম নজরুল
লজ্জা পাব কিন্তু।
ফয়জুল মহী
অসাধারণ লেখা । ভালো লাগলো পড়ে
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
হুম হেলাল ভাইয়ের সাথে আমিও একমত ভাইয়া। একজন সব্যসাচী পেয়ে গেলাম আমরা। খুব ভালো লেগেছে। শুভ কামনা রইলো আরো নতুন গুণ দেখার জন্য
হালিম নজরুল
আমি কিন্তু ভাল রাঁধতে পারি দিদি। হা হা হা…..
সুপর্ণা ফাল্গুনী
তাহলে আগামীতে রান্নার রেসিপি চাই। ধন্যবাদ ভাইয়া
আরজু মুক্তা
বাহবা! আমি এতো সুন্দর করে কবিতা লিখতে পারবো না।
ভালো লাগলো
হালিম নজরুল
চেষ্টা করলে এর চেয়ে ভাল হতে পারে।
শামীম চৌধুরী
আমিতো ভাইজান আমার প্রেয়সীর ছবি সবসময় বুকে এঁকে রাখি। দারুন লিখেছেন। ভাল লাগলো। শুভ কামনা প্রিয় কবির জন্য।
হালিম নজরুল
একবুক ভালবাসা ভাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালবাসার ঠিকানা আজও জানা হল না। দারুণ অনুভূতির প্রকাশ। শুভ কামনা।
হালিম নজরুল
শুভকামনা সবসময় ভাই।