কোন সুদূরে থাকো

হালিম নজরুল ১৪ জুন ২০২০, রবিবার, ০৬:৪৭:০৭অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

 

ভালবাসা তুমি কোন সুদূরে থাকো?
কোথায় বাড়ন, কোথায় চলন
কার ছবি বুকে আঁকো?

কোন কিশোরীর বুকের পাঁজরে
কোন ললনার চোখের আদরে
নিজেকে লুকিয়ে রাখো?
ভালবাসা তুমি কোন সুদূরে থাকো?

কোন ঠিকানায় পড়শী তোমার
কার স্বপনের ঘুম?
কিসের নেশায় মাতো তুমি
ওঠাও সুখের ধুম?

কোন বিধাতার জনম তোমার
কার ছলনায় বাঁকো?
ভালবাসা তুমি কোন সুদূরে থাকো ?

——————–0 0——————-

৫২৮জন ৪৪০জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ