কেমন হতো

রিমি রুম্মান ১ ফেব্রুয়ারি ২০১৪, শনিবার, ০৮:২০:১৫পূর্বাহ্ন বিবিধ ২৮ মন্তব্য

ভেবেছ কি কভু____
বিশাল ঐ আকাশের বুকে
নীল যদি না থাকতো, কেমন হতো?
ভোরের সবুজ ঘাসের উদ্যানে
মুক্তোদানা শিশির ফোঁটা যদি না থাকতো, কেমন হতো?
গর্জনরত সাগর পাড়ে আছড়েপড়া ঢেউ যদি না থাকতো
কিংবা দিগন্ত ছোঁয়া পাহাড়ের বুকে
ঝরনা যদি জল না ঝরাতো, কেমন হতো?

তেমনই হতো জেনো____
আমার পৃথিবী জুড়ে যদি তুমি না থাকতে
তেমনই হতো জেনো
এ হৃদয় জুড়ে যদি তুমি না হাসতে
তেমনি হতো জেনো
আমায় যদি তুমি ভাল না বাসতে।

৫১০জন ৫০৯জন

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ