কেউ আমাকে নিয়ে একটা কবিতা লিখুক
লিখুক আমি ফুল কনফিডেন্স নিয়ে বলি, আমি সুন্দরী
রোদের আদর গায়ে মেখে ঘুরে বেড়াই শহর ছেড়ে গহীন অরণ্যে
সাধের লাল চুল কর্মদোষে হয়েছে কমলা আর দোষটা দিক ঠিক আকাশকে।
কেউ অন্তত লিখুক আমার প্রত্যেক বৃহস্পতিবারের চোষাময় দিনের কথা
সাত সকালে যাত্রী ছাউনিতে বসে থাকা অবস্থায়;
ক্রাশ খেয়েছিলাম হ্যান্ডসাম অন্যের বাবার উপর।
লিখুক হঠাৎ মনে পড়া সেই ছেলেটার কথা আলপনা অঙ্কন করেছিল আমার গালে,
আচ্ছা ছেলেটা কি এখনও আগের মত আলপনা অঙ্কন করে, আছেতো ভার্সিটিতে!
আমি মেঘদল শুনি, চাকরি করি, চশমা পরি, বই পড়ি, অনুভব করি পরান মিয়া আর তুমি।
কাশফুল আকাশে তাই বুনোফুলের সাথে গল্প,
কবিতাময় সকালে প্রথম প্রেমের মত জাদুলাগা আধ-ঘোরে ছুঃমন্তর সব দুঃখ।
আমি এখন হেলথি ,ওয়েলথি এন্ড ওয়াইস হবার পথে,
সোনা-রুপা বাড়ি-গাড়ি নয় পরান মিয়া,আমি আপনার কাছে একটা স্কুটি কেনার টাকা চেয়েছিলাম।
পরান মিয়া তোমাকে টার্ন আউট করব পরম সিরিজে,
ইদানিং বখাটেপনার একশেষে উত্তীর্ণ হয়েছি, খুব সুন্দর এক ছেলেকে-
ভালো করে দেখার আগেই হারিয়ে গেলো জনসমুদ্রে।
লিখুক আমার চিন্তা-চেতনা, লজ্জা-নির্লজ্জ বার মাসিক ফ্যাক্ট
ফিলিং ব্লা ব্লা ব্লা… কারণ কেউ আমাকে নিয়ে একটা কবিতা লিখে না
তাই আমি চাই কেউ একজন, আমাকে নিয়ে একটা কবিতা লিখুক
আমি-আমার-এই আমাকে।

১০০৪জন ১০০৪জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ