
কুয়াশা জড়ানো একটা চাদর হারিয়ে গেছে-
কোন শীত উষ্ণ বুকে! যত বার শীত আছে-
তত বার খুঁজতে থাকি- ভরা শীত পূর্ণিমায়
কিংবা অমাবস্যার রাত; অথচ তারা অন্যকিছু
ভেবেই চল্লো- সজাপথে এতটুকু হাঁটল না-
কত বাহানা মনে ধরেই রাখলো- তাহলে কথায়
হারানো চাদর- খুঁজব কথায়- উঠানে খর পুড়ানো
কুয়াশায় কাপনো সকালটা আর খোঁজে পাই না।
খুঁজতে খুঁজতে কথায় জানি এসে ধাক্কা লাগল
পাঁজর জুড়ে- হাঁলকা পাজর ব্যথায় চিনচিন করে উঠলো-
তবুও একদিন খৃুঁজে নিবে কুয়াশা ভেজা চাদর
সেদিন আকাশে চাঁদ থাকবে না- তারা থাকবে না
শুধু চারপাশ দেখবে কুয়াশা ভরা উঠান।
০৬ অগ্রহায়ণ ১৪২৬, ২১ নভেম্বর ২০
—————————————-
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
খুঁজতে খুঁজতেই পেয়ে যাবে কুয়াশা চাদর
কোন এক শীতের সকালে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি হেলাল দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
সাবিনা ইয়াসমিন
একদিন সকল খোঁজের সমাপ্তি আসে। কাঙ্ক্ষিত চাদর হাতে চলে আসে নিজ তাগিদে।
বানানের ব্যাপারে একটু খেয়াল করুন প্লিজ।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
কুয়াশার উঠোন দেখতে পাচ্ছি। সকল খোঁজের সমাপ্তি ঘটুক। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সাবিনা আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
মনির হোসেন মমি
অনবদ্য,কুয়াশা ভরা চাদর। অপেক্ষমান মানবকুল।খুুব ভাল লাগল।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মমি দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
আরজু মুক্তা
কুয়াশা সরে নব দিগন্তে নতুন সূর্য উঠুক
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য কাব্যকথনে শীতের নির্যাস ছোঁয়া।
ভালো লাগলো,দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি প্রদীপ দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
তৌহিদ
তবুও একদিন খৃুঁজে নিবে কুয়াশা ভেজা চাদর
সেদিন আকাশে চাঁদ থাকবে না- তারা থাকবে না
শুধু চারপাশ দেখবে কুয়াশা ভরা উঠান।….
অসাধারণ লিখলেন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
হালিম নজরুল
তবুও একদিন খৃুঁজে নিবে কুয়াশা ভেজা চাদর
———–বাহ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নজরুল দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———