কুসুম লতা।

সঞ্জয় মালাকার ২ জুন ২০১৯, রবিবার, ১০:৫৬:০৯অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

কুসুম লতা,,

কুমার পাড়ার কুসুম লতা
ঠোট রঙা তার পানে,
নিত্য শিল্পি মাটির সাথে
কী যেনো কী ভাবে!

কুমার পাড়ার কুসুম লাতা
আলতা রঙা পা,
নুপুর ঘুঘুর তালে বাজে
তাল তুলে গো গায়,
নোলক জুড়া ভাবিয়ে তুলে
রূপ যে লতার গাঁয়ে,!

গাঁয়ের বধূ….
মাটির সাথে কি যেন কি ভাবে,
পূজায় মেলায় বারমাস
নকশি আঁকা বুকে!
পড়ছে আবার হলুদ শাড়ি
কাঁধা মাখা গায়ে,
গাঁয়ের সাঁজ নেই যে লাজ
কুসুম লতার কাজে!

সবুজ গাঁয়ে ছোট্ট পাড়া
মাটি মেশানো মন,
ভাবছে এখন কুসুম লতা
চলবে কতক্ষণ !
পাড়ায় পাড়ায় চলছে মেলা
গুন গুনানো সূর
মুক্তি পেতে চলছে এখন
নেই যে শিল্পির গুণ !

সঞ্জয় মালাকার//

ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ।

১২৪১জন ১১২১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ