কুসুম লতা,,
কুমার পাড়ার কুসুম লতা
ঠোট রঙা তার পানে,
নিত্য শিল্পি মাটির সাথে
কী যেনো কী ভাবে!
কুমার পাড়ার কুসুম লাতা
আলতা রঙা পা,
নুপুর ঘুঘুর তালে বাজে
তাল তুলে গো গায়,
নোলক জুড়া ভাবিয়ে তুলে
রূপ যে লতার গাঁয়ে,!
গাঁয়ের বধূ….
মাটির সাথে কি যেন কি ভাবে,
পূজায় মেলায় বারমাস
নকশি আঁকা বুকে!
পড়ছে আবার হলুদ শাড়ি
কাঁধা মাখা গায়ে,
গাঁয়ের সাঁজ নেই যে লাজ
কুসুম লতার কাজে!
সবুজ গাঁয়ে ছোট্ট পাড়া
মাটি মেশানো মন,
ভাবছে এখন কুসুম লতা
চলবে কতক্ষণ !
পাড়ায় পাড়ায় চলছে মেলা
গুন গুনানো সূর
মুক্তি পেতে চলছে এখন
নেই যে শিল্পির গুণ !
সঞ্জয় মালাকার//
ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ।
২২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
অতীত অতীতের গহবরে হারিয়ে যাচ্ছে, অনেক সৌন্দয্য গুনীকাজের শিল্প হারিয়ে যাচ্ছে আধুনিকতার আড়ালে। প্রয়োজনে আমরাও যেমন হারাব।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হলাম ভাইয়া, অপনাকে অজস্র ধন্যবাদ।
ভালো থাকবেন শুভকামনা 🌹🌹
জিসান শা ইকরাম
ছন্দে মেলানো কবিতা ভাল লেগেছে,
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া, আপনি উৎসাহে আমি আনন্দিত
শত ভল ত্রুটি ক্ষমা করে সামনে যেতে উৎসাহিত করেন।
ভালো থাকবেন শুভ কামনা।
জিসান শা ইকরাম
দ্রুত লেখার কারনে কিছু বানান ভুল দৃষ্টিকটু লাগে, এসব আপনি পোস্ট এডিটে গিয়ে ঠিক করতে পারেন।
কিভাবে এডিট করা যায়, তাই হয়ত আপনি জানেন না। আপনার পোষ্টের সাথেই দেখুন, সংশোধন। ওটায় ক্লিক করে পোষ্ট হালনাগাদ করুণ।
মাটির সাতে > মাটির সাথে হবে না?
সঞ্জয় মালাকার
হুম ঠিক আছেভাইয়া আমিঠিক করে নেবো।
তৌহিদ
এখন গ্রামেও এসব মৃৎ শিল্পের দেখা মেলেনা। ধীরে ধীরে হাড়িয়ে যাচ্ছে আমাদের এ ঐতিয্য। ভালো লাগলো ভাই।
শুভকামনা জানবেন।
সঞ্জয় মালাকার
ঈদ মোবারক ভাইয়া..
হু ঠিকই বলেছেন, এক সময় আমাদে গ্রামে ও
এই শিল্পের ভর পুর ছিলো কিন্ত এখন আর না-ই ।
অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া ।
তৌহিদ
শুভকামনা জানবেন।
সঞ্জয় মালাকার
ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা ভালোলাগা রইলো নিরন্তর কামনা রইল।
মনির হোসেন মমি
এ সম মৃৎ শিল্প দেশে এখন নাই বললেই চলে।যা আছে তাও যৎ সামান্য অবহেলায়।সুন্দর লিখেছেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন ঈদের শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
আমাদের দেশে বর্তমানে মৃৎশিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। খুব সৌখিন ব্যক্তিরা ছাড়া এগুলোর মূল্যায়ন তেমন কেউ করেনা বললেই চলে। আর শিল্পীর গুণ তখনই ফুটে উঠে যখন সে তার শিল্পের চর্চা অবিরত করার সুযোগ পায়।
ভালো লিখেছেন সঞ্জয় দাদা। বানান গুলো চেক করা দরকার নয়তো ভুল বানানের কারনে শব্দের অর্থে পরিবর্তন ঘটে।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু ঈদের শুভেচ্ছা রইলো।
আপু যে সব বানান ভুল হয় একটু বলবেন
শুধরে নেবার সুযোগ পেতাম ।
ছাইরাছ হেলাল
ছোট বেলায় কুমোর পাড়ায় যেতাম এসব দেখার জন্য।
আপনার লেখা সে সব দিনের কথা মনে করিয়ে দেয়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইজান আমি আনন্দিত হলাম
ভালো থাকবেন সব সময় দোয়া রইল
ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা।
শামীম চৌধুরী
কবিতাটা ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপনাকেও ভালো থাকবেন ঈদের শুভেচ্ছা রই।
আরজু মুক্তা
মৃৎ শিল্প আমাদের প্রাণের কথা বলে।ভালোবাসার কথা বলে।ভালো লাগলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু ঈদের শুভেচ্ছা রইল
সাখিয়ারা আক্তার তন্নী
চমৎকার শব্দের মিল বন্ধন,
ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
দিদি অজস্র ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ভালো লাগা রইলো।