
চোখের দেখা- দেখে কি হবে-
মনের দেখা- দেখলে না ভব সংসারে;
শেষ বেলাতে বিবেক কেঁদে, কি হবে-
শিক্ষার আগুন নিভে গেলো দ্বিগুণ-
তবুও ভয় পেলে না শুধু মরণে, চোখের
মায়া অন্ধ দূর- বহুদূর
ধর্মগুরু অন্ধসুরু আসল চিনবে কি ভাবে?
যখন আবেগ এসেছে শেষ বেলায়- তখন
চোখের দেখা দেখে কি হবে- অন্তর দিয়ে
দেখলে না- ভালমন্দ বুঝলে না- চোখের মায়া
অন্ধ দূর- থাকলে কাছে কষ্ট সুখ- মরতে হবে সত্য-
এখন মরনে ভয় পেয়ে কি হবে
২০ মাঘ ১৪২৬, ০৩ ফেব্রুয়ারি ২১
————————————
২৮টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব চমৎকার লিখেছেন ভাইয়া — অন্ধ দূর- থাকলে কাছে কষ্ট সুখ- মরতে হবে সত্য-
এখন মরনে ভয় পেয়ে কি হবে”। — ভালো আর সুস্থতা কামনা করছি।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি আলম দা
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আপনিও ভাল ও সুস্থ থাকবেন—-
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও সুস্থ আর ভালো থাকবেন ভাই।
ফয়জুল মহী
সোনালী সুন্দর লিখেছেন ,
লেখা পড়ে পুলকিত হলাম ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আপনিও ভাল ও সুস্থ থাকবেন—-
রোকসানা খন্দকার রুকু
খুব সুন্দর। শুভ কামনা রইলো ভাইয়া।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আপনিও ভাল ও সুস্থ থাকবেন—-
ছাইরাছ হেলাল
হ্যা, ঠিক বলেছেন, শুধু চোখের দেখায় হবে না,
মনের চোখে দেখা খুব জরুরী।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি হেলাল দা
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আপনিও ভাল ও সুস্থ থাকবেন—-
মোঃ মজিবর রহমান
ধর্মের দেখা খুজে নিন কুরান আর হাদিসে। মনপ্রাণ উজাড় করে জানুন । তৃপ্তি আসবেই আল্লাহ যদি সহায় থাকে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মজিবর দা
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আপনিও ভাল ও সুস্থ থাকবেন—-
মোঃ মজিবর রহমান
আলহামদুল্লাহ। আল্লাহপাক সবাইকে ভালো রাখুন আমিন।
আরজু মুক্তা
মন দিয়েই দেখে আসল নকল চেনা যায়।
ভালো লিখলেন।
শুভকামনা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আপনিও ভাল ও সুস্থ থাকবেন—-
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপলব্ধির উপস্থাপন কবি দা।
সাধনায় অন্তর চক্ষু খুলে
নইলে সারাজীবন কেটে যায় ভুলে।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি লিটন দা
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আপনিও ভাল ও সুস্থ থাকবেন—-
তৌহিদ
এটি সোনেলায় আপনার একশত দুইতম পোষ্ট। অভিনন্দন ভাই। সোনেলায় আপনার বিচরণ অন্যান্যদের উদ্বুদ্ধ করবে নিশ্চিত।
আপনি সোনেলায় আপনার অভিজ্ঞতা নিয়ে একটা পোস্ট লিখতে পারেন কিন্তু। ভেবে দেখবেন কি?
শুভকামনা জানবেন।
আলমগীর সরকার লিটন
না তৌহিদ দা সে দায়িত্ব আপনাকে দিলাম আশা পড়তে পারবো
আপনিও ভাল ও সুস্থ থাকবেন—-
তৌহিদ
দায়িত্ব কি আর দিলেই হয়! আগে নিজে করে দেখাতে হয় তবেইনা আরেকজন করবে!!☺
আলমগীর সরকার লিটন
আসলে এটাই নয়
ভালবাসা
তার মানে এখন ভালবাসার জায়গা করতে পারিনি
নিজেই দুখিত————
জিসান শা ইকরাম
চোখের দেখা আসলে কিছুই না,
অন্তর দিয়ে দেখতে হবে, অনুভব করতে হবে।
ভালো লিখেছেন।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় জিসান দা
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আপনিও ভাল ও সুস্থ থাকবেন—-
সাখাওয়াত হোসেন
অন্তর চক্ষুই হলো আসল চক্ষু ।
দারুণ লিখেছেন ভাইয়া। শুভেচ্ছা নিরন্তর।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সাখাওয়াত দা
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আপনিও ভাল ও সুস্থ থাকবেন—-
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার কবিতা। মায়ার জালে আটকে চোখের দেখায় সব ভুলভাল দেখি। মনের চোখ দিয়ে দেখতে হবে। ভালো কাজ করি, ঈশ্বরের নাম জপি তাহলেই মনের শান্তি মিলবে আশা করি। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ফাল্গুনী দিদি
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আপনিও ভাল ও সুস্থ থাকবেন—-
পপি তালুকদার
চমৎকার! চোখের দেখা কি হবে! অন্তর থেকে যদি নাহি দেখা হয়।বাস্তব কথা।শুভ কামনা রইল।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি পপি দিদি
ভাল লাগার জন্য শেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-