শুরুতেই ঘুম কাব্যঃ
এত ঘুমিয়ে কি হবে?
ঘুমিয়ে কে কি হয়েছে কবে?………… ব্লগার সজীব
আপনি একজন সচেতন নাগরিক, মানুষ, সমাজ, দেশ, বিশ্বের প্রতি আপনার দায়িত্ব আছেনা? এত বৃহৎ পরিসরে যদি না ভাবেন, তবে ক্ষুদ্র পরিসরেও আপনার দায়িত্ব এড়িয়ে যাবার মত নয়। আমরা তো জানি বিন্দু বিন্দু জলেই সাগর মহাসাগর এর সৃষ্টি। ক্ষুদ্র পরিসর বলতে ফেইসবুক, আরো ক্ষুদ্র বলতে ভাইবার, ইমো, হোয়াটসএপ ইত্যাদি ইত্যাদি।
**পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও
তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও।
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে’
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। —– কবি কামিনী রায়
** যদি থাকে বন্ধুরে মন গাং সাঁতরাইতে কতক্ষণ। —- ক্ষনার বচন
আমরা সবাই সবাই সবার জন্য, বন্ধুর মন রাখলে বড় নদী সাঁতরানো কোন ব্যাপারই না। অতএব আপনার কোন বন্ধু হয়ত রাতে ঘুমাতে পারছেন না, তাকে সঙ্গ দেয়া কি আপনার দায়িত্ব নয়? খুঁজে খুঁজে বের করুন কে কে রাত জাগা পাখি, তাঁকে সঙ্গ দিন। আপনাকেই খুঁজছে জাতি 🙂
তো কি করতে হবে আপনাকে? রাত জাগা শিখতে হবে। ভাইয়া আপুরা ঘুমিয়ে থাকলে কি কিছু শেখা যায়? পড়া যায়? জানা যায়? মনে রাখতে হবে ঘুমিয়ে জীবন কাটানোর জন্য সৃষ্টি কর্তা আপনাকে সৃষ্টি করেননি।
কিভাবে রাত জাগবেন? নিচের কাজ গুলো করুন।
১। কম্পিউটার, মোবাইল একদম হাতের কাছে রাখুন। ফেইসবুক, ভাইবার, ইমো জাতীয় সব কিছু অন রাখুন, নোটিফিকেশনে চড়া সাউন্ড দিয়ে রাখবেন।
২। আর্লি ঘুম এলে, হাতের কাছে কোন বই রাখবেন না। দ্রুম দ্রিম ড্রামের শব্দযুক্ত গান শুনুন হেড ফোনে চড়া ভলিউমে, যাতে কানের পর্দা প্রায় ফাটে ফাটে অবস্থা।
৩। সন্ধ্যা হতে রাত দশটা পর্যন্ত কমপক্ষে চার কাপ চা, কফি খাবেন।
৪। দিনে বা রাতে কোন এক্সার্সাইজ করবেন না, এতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেতে পারেন।
৫। রাতে গোসল করবেন না কোন অবস্থাতেই।
৬। ডিনারের পরে অনেকে গরম দুধ খান, গরম ঠান্ডা কোন দুধ খাবেন না, বরং একপাক কড়া চা/কফি খেতে পারেন।
৭। বিবাহিত ভাইয়া আপুরা, স্ত্রী/স্বামীর সাথে এক বেডে ঘুমাবেন না। এক বাড়িতেই তো আছেন আপনারা, এক বেডে ঘুমানোর কি দরকার? দুজন আলাদা রুমে ঘুমাবেন। এক বেডে ঘুমালে পরিশ্রমে ক্লান্তি এসে ঘুমিয়ে যেতে পারেন। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভেবে আমার পরামর্শ আবার উড়িয়ে দিবেন না। প্রশ্ন করতে পারেন পরিশ্রম মানে কি? উম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম……………… কিভাবে বুঝাই, কিভাবে বুঝাই ^:^ আচ্ছা ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে মারামারি (কিল, ঘুসি, থাপ্পর) শুরু হলো, সম্ভাবনা তো উড়িয়ে দেয়া যায় না, ইহাকে পরিশ্রম বলে :p
==========================================================
আমার খুব প্রিয় একজন আপু কিভাবে দ্রুত ঘুমানো যায় সে পরামর্শ দিয়েছিলেন। শুন্য শুন্যালয় আপুর উল্টাপাল্টা পোষ্ট পড়ে পরামর্শও উল্টাপাল্টা হয়ে গেলো। আপনারা যে আমার এই লেখা উল্টাপাল্টা করে পড়বেন তা আমি জানি 🙂
৩৬টি মন্তব্য
অনিকেত নন্দিনী
ঘুম্পাইসে। ঘুমাইতে গেলাম। মন্তব্য কাইল করুম্নি।
ব্লগার সজীব
এত্ত ঘুম আপনার? এখনো ঘুমাচ্ছেন? মন্তব্য কখন করবেন আপু? আর কত ঘন্টা ঘুমাবেন? এবার উঠুন -{@
খসড়া
ঘুমাইলাম। ধুৎতোর ঘুম নষ্ট করে কষ্ট করে পড়লাম।
ব্লগার সজীব
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। ঘুম নষ্ট করার জন্য স্যরি ভাইয়াআপু 🙁 -{@
আবু খায়ের আনিছ
কাজে লাগল না, ঘুম পাইতেছে, ঘুমাই। শুভ রাত্রি
ব্লগার সজীব
উল্টাপাল্টা পোষ্টের প্রভাব 🙂 রাত্রি জাগা ভালো না -{@
আবু খায়ের আনিছ
ঘুমাতে পারি না, তবু।
ব্লগার সজীব
এখানে যা লিখেছি, তার উল্টোটা করবেন, ঘুম আসবেই আসবে ভাইয়া।
মৌনতা রিতু
হাহাহা। রাতে গভীর ঘুমের পরে এই পোষ্ট, মন্দ না। দুপুরে ভাত ঘুম, আহা !
বাকি ঘুম তাড়ানো নিয়মগুলো :D)
ব্লগার সজীব
আপু, আপনি এই পোষ্ট লিখলে আরো মজার হতো 🙂
মোঃ মজিবর রহমান
ফহুমছাড়া চলিবার না ঘুমিবার গেলুম। পরে লিখমুগা।
ব্লগার সজীব
ঘুম কি এখনো চলছে ভাইয়া? 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনার অনেক লেখাই পড়েছি এ লেখাটাকে ১নং এদিলাম -{@কিভাবে বুঝাই, কিভাবে বুঝাই ^:^ আচ্ছা ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে মারামারি (কিল, ঘুসি, থাপ্পর) শুরু হলো, সম্ভাবনা তো উড়িয়ে দেয়া যায় না, ইহাকে পরিশ্রম বলে এই লেখাটি এমন সুন্দর কৌশলে গেছেন তাতে তাজঁ আপুর মতো গুরু মানেই হয়……স্যালুট গুরু -{@
ব্লগার সজীব
আমি গুরু!! কি যে বলেন মনির ভাইয়া, লজ্জা পেলাম খুব -{@
অনিকেত নন্দিনী
১, ২, ৩, ৪, ৫, ৬ আমার ঘুম তাড়াইতে কোনোই কাজে আসেনা। ;(
৭ নাম্বারটা পইড়া হাহাপগে। :D)
পরিশ্রম নিয়ে লেখার লজ্জিত ও পরিশ্রমী প্রচেষ্টা। :D) :D) :D)
ব্লগার সজীব
আমি তো তাহলে পুরাই ব্যার্থ ঘুম তাড়ানো পোষ্ট দিয়ে 🙁 ধন্যবাদ আপু 🙂
অনিকেত নন্দিনী
ব্যর্থ তো ব্যর্থ, পুরাই হোঁচট খাইয়া পইড়া যাওয়া ফেল্টুস। :p
ব্লগার সজীব
তাইতো দেখছি আপু 🙁
নাজমুস সাকিব রহমান
নিয়মিত রম্য লিখো ভাই।
ব্লগার সজীব
চেষ্টা করছি ভাইয়া।
ছাইরাছ হেলাল
সক্ষমদের ঘুম থেকে দূরে থাকতেই হয়।
ব্লগার সজীব
দেশ ও জাতির প্রতি তাদের দায়বদ্ধতা থাকে 🙂
মোঃ মজিবর রহমান
কাজ কর কাজ কর ঘুমাবার সময় নায়।
সময়ের গতিতে চলুক \|/
ব্লগার সজীব
ধন্যবাদ ভাইয়া।
জিসান শা ইকরাম
রাত্রি জাগা ভালো না
আমি আপনার পরামর্শের সব উল্টো করি
পরিশ্রমের কথা ব্লগার সজীব জানলো কিভাবে? আপনি কি বিবাহিত? 🙂
ব্লগার সজীব
উল্টাপাল্টা পোষ্টের প্রভাবে এই পোষ্ট এসেছে ভাইয়া, উল্টো তো করবেনই 🙂 না মানে হবু বিবাহিত 🙂
জিসান শা ইকরাম
হবু বিবাহিত!! হা হা হা হা 🙂
নাসির সারওয়ার
IPL এ সাকিবের খেলা দেখবো নাকি ঘুম দেশে যাবো!
লেখক কি বিবাহিত?
সাবধানের কিন্তু মার নাই।
ব্লগার সজীব
সাকিবকে আজ একাদশে রাখেনি, তাই KKR এর খেলাই দেখিনি। ভাইয়া হবু বিবাহিত :p
ইলিয়াস মাসুদ
সজীব ভাই, হবু বিবাহিতর ডিটেল্স টা দরকার আছিল………. :p
ব্লগার সজীব
বিয়ে তো একদিন না একদিন হবেই তাইনা ভাইয়া? এজন্য হবু বিবাহিত 🙂
ইলিয়াস মাসুদ
আপনার মন্ষ্কম্ম পুর্ন হোক :p
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া আজ চোখে ঘুম নেই গো। খুশীতে নাচছি। \|/
শুভ নববর্ষ।
ব্লগার সজীব
আপনি সুস্থ্য হয়ে গিয়েছেন? 🙂 শুভ নববর্ষ নীলাদি -{@
মেহেরী তাজ
শিষ্য তোমার এসব থিউরি কাজ দিবে না! আগে ঘুমায়ে নেই তারপর আসবো!
ব্লগার সজীব
ওস্তাদ, পোষ্ট ভালো হয়নি, তাই না? 🙁