
কবিতার মত সুন্দর করে কিছু একটি লিখতে চেয়ে
দূরবর্তী-অদূরবর্তী অসম্ভবকে সম্ভবের ছলে ছুঁতে চায়;
বিলাসী মন খর-রৌদ্রকে জ্যোৎস্না ভেবে
আনন্দ-ভাবনার ডালি সাজায়;
আধো-আলোর বারান্দায় দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার সিঁড়ি খোঁজে
অন্ধকারের পিদিম জ্বেলে, নির্ঘুমের রাত চাদরে ঢাকা অস্থিরতাকে
আপন ভেবে কাছে টানে;
নিষ্পলকে চেয়ে থাকা অন্ধ-চোখে নকশী কাঁথার স্বপ্ন আঁকে;
দু’য়ে দু’য়ে তিন বা পাঁচ কী করে হয়!
না-ঘুমের প্রান্তে দাঁড়িয়ে আচমকার কোন এক দৈব-কথনে
জেনে নেবার ভান করে; সাহসী দাঁতের আস্ফালনে।
ঝলমলের শহুরে কথায় কিছুতেই আর কিছু লেখা হচ্ছে না;
শরীরী শিরা ধমনী আগুন আগুন হয়ে জেগে ওঠে না।
গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।
ছবি নেট থেকে।
২৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
কাব্যপাঠে আমি দাঁড়িয়ে গেলো কথায় জানি হারিয়ে গেলাম বুঝে উঠতে পারছিলাম না কবি দা
অনেক শুভেচ্ছা রইল———–
ছাইরাছ হেলাল
পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
খর-রৌদ্রকে জ্যোৎস্না ভেবে আনন্দ-ভাবনার ডালি সাজিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখতে হবে। মন বিলাসী না হলে কবিতা আসবেনা কলমের আগায়। অনেক কিছুই ব্যতিক্রম হচ্ছে তবুও লিখতেই হবে আগুন দিয়ে আগুন। সবার মনে যেন আগুন ধরে যায় এমন আগুনঝরা লেখা চাই। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আপনাদের সবার শুভকামনা নিয়েই যাচ্ছেতাই লিখেই যাচ্ছি।
এবং উহা চালু থাকিবে অবশ্যই।
ভাল থাকবেন আপনি।
ইঞ্জা
দু’য়ে দু’য়ে তিন বা পাঁচ কী করে হয়!
না-ঘুমের প্রান্তে দাঁড়িয়ে আচমকার কোন এক দৈব-কথনে
জেনে নেবার ভান করে; সাহসী দাঁতের আস্ফালনে।
ঝলমলের শহুরে কথায় কিছুতেই আর কিছু লেখা হচ্ছে না;
শরীরী শিরা ধমনী আগুন আগুন হয়ে জেগে ওঠে না।
গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।
অসম্ভব রকমের সুন্দর শব্দমালায় হেরিলাম মন।
ছাইরাছ হেলাল
আহা, ভাই আমার কত্ত সুন্দর করে বলেরে।
ভাল থাকবেন অবশ্যই।
ইঞ্জা
শুভেচ্ছা ভাইজান।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিলাম, ভাই।
সুপায়ন বড়ুয়া
“ঝলমলের শহুরে কথায় কিছুতেই আর কিছু লেখা হচ্ছে না;
শরীরী শিরা ধমনী আগুন আগুন হয়ে জেগে ওঠে না।
গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।“
কিছু লেখা হয়ে উঠছে না বলে ও
কতসুন্দর করে গুছিয়ে লেখা হয়ে গেল ?
মহারাজ বলে কথা
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনি/আপনারা এত সুন্দর করে বলেন বলেই
যখন যা মনে আসে তাই ই দ্বিধাহীন ভাবে লিখে দেয়ার সাহস পাই, সাহস দেখাই।
অবশ্যই ভাল থাকবেন আপনি।
নিতাই বাবু
“গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।”
শহরের অস্তিত্ব নেই যে, শ্রদ্ধেয় কবি মহারাজ। লিখেবন কী করে? তবুও লেখা হচ্ছে না, হচ্ছে বলেও কম লিখছেন না কিন্তু।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।
ছাইরাছ হেলাল
আসলে আমার লেখা মন যা যেমন চায় তা পেলে তা সে লিখে জানিয়ে দেয়।
লিখতে পাড়া নিয়ে সমস্যা নেই।
ভাল থাকুন সারাক্ষণ।
সঞ্জয় মালাকার
ঝলমলের শহুরে কথায় কিছুতেই আর কিছু লেখা হচ্ছে না;
শরীরী শিরা ধমনী আগুন আগুন হয়ে জেগে ওঠে না।
গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।
সত্যি দাদা , গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।
শুভ কামনা শ্রদ্ধেয় দাদা।
ছাইরাছ হেলাল
কখনও কখনও সব কিছু এলোমেলো মনে হয়। তাই ই বলে ফেলি।
ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
অন্ধকারের পিদিম জ্বেলে, নির্ঘুমের রাত চাদরে ঢাকা অস্থিরতাকে
আপন ভেবে কাছে টানে;
নিষ্পলকে চেয়ে থাকা অন্ধ-চোখে নকশী কাঁথার স্বপ্ন আঁকে;
ভালো লাগলো দাদা শব্দের বাহার।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ছেন দেখে ভালোই লাগে।
ভাল থাকুন।
রেজওয়ানা কবির
সুন্দর লেখনী।
ছাইরাছ হেলাল
আচ্ছা।
রেজওয়ানা কবির
ভালো লাগল।
ছাইরাছ হেলাল
দু’কথায় লিখলে তো হবে না,
কেন ভাল তাও বলবেন, তেমনটি-ই আশা রাখি।
মাহবুবুল আলম
হেলাল ভাই!
কবিতাকে একান্ত অনুভূতি হিসেবে মেনে নেয়া যায় না।
তাই বলি- সুন্দর কবিতা।
শুভেচ্ছা রইলো!
ছাইরাছ হেলাল
আপনার মহানুভবতা থেকে কবিতা হিসেবে নিচ্ছেন দেখে আনন্দিত হচ্ছি।
আসলে কবিতা কে আমি যেমন দেখি/ভাবি তা লিখতে পারছি বলে মনে না হওয়াতে ই এম করে একান্ত অনুভূতি বলা।
অনেক ধন্যবাদ অবশ্যই আপনাকে।
তৌহিদ
ভাইজানে শব্দখড়ায় ভুগছেন এই লেখা পড়ে কিন্তু তা মনে হচ্ছেনা। বরং কিছুদিন রেস্ট নিন, মাথা হালকা হলে আবার ক্ষুরধার সব কবিতা আমরা পাবো।
শুভকামনা রইলো ভাই।
ছাইরাছ হেলাল
আপনি ঠিক বলেছেন, কোন কিছুর খরা নেই।
এটিও একটি লেখা।
ভাল থাকবেন আপনি।
উর্বশী
নিস্পলক চেয়ে থাকা অন্ধ চোখে যদি স্বপ্ন আঁকা হয়,তাহলে দুই আর এক মিলে তিন,আর দুই আর তিন মিলে পাঁচ করা যায় বৈ কি।প্রতিটি শব্দচয়নে অনন্য নিদর্শন পাওয়া যায়। কত সুন্দর করে লিখেন আপনি মা শা আল্লাহ। আশা করি আগামীতে আরও বেশী সৌন্দর্যনীয় লেখার পাওয়ার অপেক্ষায় শুভ কামনা
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক শুভকামনা,
ভাল লিখতে পারব কী না জানিনা , তবে চেষ্টা থাকবে অনেক।
ভাল থাকুন।
আরজু মুক্তা
কলম চললেই হলো। লেখা ভালো হবেই। কাব্য হবে কথাও হবে
ছাইরাছ হেলাল
কথা কাব্য চালু আছে চলবে ও , ভাল বা মন্দ সে যা ই হোক না কেন।
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।