কাঠবিড়ালিচোখ

ছাইরাছ হেলাল ২৭ জুন ২০১৬, সোমবার, ০২:৪০:০০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

হেসে হেসে হাসিতে সোনা ফলিয়ে মুক্তোঝরা দাঁত কৈ?
চোখের পাতায় ঝিলিক হেনে আঁচড় কাট!
ঝাঁঝাঁ রোদ্দুরে কী চাও কী খোঁজ?
হিম হিম হিমের পরশ মেখে,
অকথ্য অবোধ্য এক দারুণ যন্ত্রণায় যৌবন-রাঙা উৎপীড়নে;
নীল নয়, লীনের হাতছানি প্রাণপনে!

চঞ্চল প্রান্তরে পুরু নিস্তব্ধতায় নির্দোষ স্বপ্নময়তায়
কাঠবিড়ালির চাঞ্চল্যেভরা সাবালক মধুচোখে কে তুমি?
বকধর্মী হারামী বনিক বা গণবধূ না হও যদি
ছুটবো দু’জনে,
ছুটাবোও কোন এক আদিম সকালে;

—————————————————-
বত্ব, ডিপ ভেরি ভেরি ডিপ!!

৫১৩জন ৫১৩জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ