হেসে হেসে হাসিতে সোনা ফলিয়ে মুক্তোঝরা দাঁত কৈ?
চোখের পাতায় ঝিলিক হেনে আঁচড় কাট!
ঝাঁঝাঁ রোদ্দুরে কী চাও কী খোঁজ?
হিম হিম হিমের পরশ মেখে,
অকথ্য অবোধ্য এক দারুণ যন্ত্রণায় যৌবন-রাঙা উৎপীড়নে;
নীল নয়, লীনের হাতছানি প্রাণপনে!
চঞ্চল প্রান্তরে পুরু নিস্তব্ধতায় নির্দোষ স্বপ্নময়তায়
কাঠবিড়ালির চাঞ্চল্যেভরা সাবালক মধুচোখে কে তুমি?
বকধর্মী হারামী বনিক বা গণবধূ না হও যদি
ছুটবো দু’জনে,
ছুটাবোও কোন এক আদিম সকালে;
—————————————————-
বত্ব, ডিপ ভেরি ভেরি ডিপ!!
৩৩টি মন্তব্য
নাসির সারওয়ার
এত গরমে এসি ঘরে নিলেন নাকি লাশ ঘরে, বুঝলামনা। থাক বেশি বোঝা ভালো না।
কাঠবিড়ালি আর শকুনের দৃষ্টি কি একরকম! না মানে আমি দেখি সব শকুনের চাহনি। তা কিছু কি খুঁজে পেলেন!
ছাইরাছ হেলাল
আপনার চৌক ডাক্তারের কাছে নেন,
তাছাড়া এগুলো সবাই দেখতেও পায় না, সব কিছু সবার জন্য না।
নাসির সারওয়ার
ভালো কথা মনে করিয়ে দিলেন। অনেক দিন চৌকের ডাত্তরের কাছে যাইনা। গেলেও লাভ হবেনা জানি। সবার জন্য সব কিছু নয়। এটা মনে হয় সত্যি…।
ছাইরাছ হেলাল
কিছু ফল টক থাকে!
মোঃ মজিবর রহমান
চাতকীনি চোখে খোজে নাকি কবি চোখ?
ছাইরাছ হেলাল
কতকিছুই তো খোঁজে, পায় না বলেই।
জিসান শা ইকরাম
এত ছোটা ছুটির ইচ্ছে কি ঠিক? পায়ের কলকব্জা ঠিক আছে তো?
ডিপ ভেরি ভেরি ডিপ!! 🙂 ডুবে না গেলেই হয়।
ছাইরাছ হেলাল
ছোটালে না ছুটে কী আর উপায় থাকে,
তাতে পায়ের কল-কব্জা থাকুক বা না থাকুক।
ভেরি ডিপ,
লীলাবতী
কাঠবিড়ালিচোখের বিশেষত্ব কি? এমন চোখের উপমা এই প্রথম শুনলাম। বত্ব !!!!!!!!! এটি আবার কি? বৎস নাকি?
ছাইরাছ হেলাল
কাঠবেড়ালির সাথে ভাব করুণ, তাহলেই চোখের মাহাত্ম বুঝতে পারবেন।
ফেসবুক নামক মূল্যবান পরম গ্রন্থখানি সহি ভাবে এস্তেমাল হলেই ‘বত্ব’ নামক শব্দটির পরমার্থ অনুধাবন পূর্বক আত্মস্থ করে আপনিও সঘনচিত্তে অচিরেই যথাস্থানে ব্যবহার করতে পারবেন,
ট্রাই ইট!
লীলাবতী
আচ্ছা ট্রাই করতে হবেই 🙂
ছাইরাছ হেলাল
অবশ্যই ট্রাই করতে হপে।
ইঞ্জা
ভেরি ভেরি ডিপ, টাইয়ো তো খুঁজে পেলাম না।
ছাইরাছ হেলাল
যত ডিপ ই হোক না কেন পেতে সমস্যা হওয়ার কথা না।
ইঞ্জা
^:^ 😀
নীলাঞ্জনা নীলা
চোখ অপারেশনের পর কি কাঠবেড়ালি চোখ লাগানো হয়েছে? ভাই আমি কিছুই বুঝিনা। ^:^
এতোদিন আসেননি, আর এসেই আবার আমার মাথার চুলের বারোটা বাজানোর চেষ্টা! এসব ঠিক না। অনেক কষ্টে মাথার চুলের সৌন্দর্য বাড়াচ্ছি, বুঝেছেন?
ছাইরাছ হেলাল
আমি এই চক্ষু কোথায় পাই!
চঞ্চল মায়াময় কিন্তু চোখে ‘আয় আয়’ ভাব নিয়ে এক চোখ দৃষ্টি নিক্ষেপ করছে,
তাই দেখছিলাম দূরে দাড়িয়ে,
এখন আর চুল-ফুল দিয়ে কী করবেন!
ক্রমাগত সুস্থতা কামনা করছি।
নীলাঞ্জনা নীলা
এখন চুল-ফুল দিয়ে কি করবো মানে?
কি বোঝাতে চাইছেন বয়স বেড়েছে? যদি তাই হয় তাহলে ধারণা নেই, বয়স দিন কে দিন কমে যাচ্ছে।
বুঝলেন? :p 😀
ছাইরাছ হেলাল
ভূত-পেত্নী জগতে বয়স অবশ্য কোন ব্যাপার না!
ইকবাল কবীর
ভাল লিখেছেন কিন্তু কাঠবিড়ালি চোখের উপমাটা বুঝলাম না। যাই হোক কিছু থাকুক না বুঝার মত।
ছাইরাছ হেলাল
চোখটি দেখতে কাঠবেড়ালির চোখের মত,
এ এমন কিছু না,
এই প্রথম এখানে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
মৌনতা রিতু
এমনি ঝাঁ ঝাঁ এক দুপুরে আম বাগানের শিতল ছায়ায় কাঠবিড়ালির সাদা দাঁতের হাসি দেখতে অপেক্ষা করেছি গোধূলি পর্যন্ত। তবু একটু হাসল না ঐ কাঠবিড়ালি। লেজ উচিয়ে বলল,” বিদায় হও। রাত নেমেছে, জোনাকির সাথে নাচব, ঘরে যাও তুমি”।
ছাইরাছ হেলাল
ঘরে ফিরে যাওয়া ঠিক হয়নি, আর একটু অপেক্ষা করলে ঠিকই হাসত!
আপনার আওতায় বেড়ালি আছে জেনে ভালি হলো, হোক না তা কাঠ যুক্ত।
মেহেরী তাজ
ভাইয়া আবার ছন্দ পতন হয়েছে! বুঝতেছি না!
চেষ্টা করছি….
ছাইরাছ হেলাল
ধুর, এমন কিছুই না,।।
চোখা এক চোখসুন্দরী একজনের দিকে দৃষ্টি বাণ ছুড়ছে,
হাসছে ধবল দাঁত না দেখিয়ে,
সেয়ান অন্য পক্ষ দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে দিয়ে আসল ‘ডাক’ কীনা বুঝতে চাইছে,
আর তা হলে সে ডুবতে রাজি আছে………
মেহেরী তাজ
ও আচ্ছা এতো সহজ ব্যাপার টা আমি কি না বুঝতে পারলাম না? ধুর…….! ^:^
ছাইরাছ হেলাল
পারবেন পারবেন, ক্রমান্বয়ে সবই বুঝে যাবেন!!
আবু খায়ের আনিছ
ছুটো ছুটি তাহলে এখনো চলে। চলুক আরো অনেকদিন।
ছাইরাছ হেলাল
অক্কা পাওয়ার আগ পর্যন্ত চালু থাকিবে।
আবু খায়ের আনিছ
অশুভ কথা নাকি বলতে নেই ভাইয়া। সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘায়ু করুন।
ছাইরাছ হেলাল
আচ্ছা, আর না হয় না বলি,
শুন্য শুন্যালয়
খোঁজ পেয়েছেন? নাকি ছোটা শুরু করেছেন?
বলা যায়না, বোঝা যায়না, এমন দারুন যন্ত্রণার হাতছানি উপেক্ষা করা কঠিন, বত্ব হার্ড ভেরি ভেরি হার্ড।
ছাইরাছ হেলাল
কমজোর হাঁটু নিয়ে সাধ আর সাধ্যের মিল খুঁজে পাওয়া ভেরি ভেরি হার্ড।