কাঙ্ক্ষিত আধুলি

রিমি রুম্মান ৭ অক্টোবর ২০১৫, বুধবার, ০৯:৪৩:৩৩অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য
বাবা যে লঞ্চে খুব ভোরে ঢাকায় যেতো, নাম ছিল তার “বেঙ্গল ওয়াটার”  
কথাগুলো মনে পড়ে গেলো, দোকানী যখন ফেরত দিলো একটি কোয়াটার 
ছোট্ট আমি বালিশের তলা হাত্‌রে যদি না পেতাম কাঙ্ক্ষিত সেই আধুলি
অপেক্ষার প্রহর গুনে যেতাম কখন ফিরবে বাবা, কখন নামবে গোধূলি 
একদিন সেই আমি বড় হলাম, বিদেশ এলাম, বাবা হলেন বুড়ো 
নতুন দেশে লড়াই করি,যখন তখন ঘুরি ফিরি, চলি উড়ো ধুরো 
বাবা বলতেন, আমেরিকায়ও আল্লাহ্‌ আছেন, মনে রাখিস বুড়ি
আমি কি আর অতো ভাবি, বয়স তখন কেবল কুড়ি 
এখন যখন জায়নামাজে দু’হাত তুলে বসি
এসব ভেবে রোজ সকালে নয়ন জলে ভাসি ।
৪৪৪জন ৪৪৪জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ