বাবার দেয়া একটি আধুলি, বাবার করা একটি প্রার্থনা, সন্তানের জন্য আজীবনের সম্পদ। ঘিরে থাকে ঘিরে রাখে। কেন কান্না করেন আপু? বাবা কি চলে গেছে? ভেবে দেখুন তো?
অনেক অনেক দিন পর আপনার কবিতা পেলাম সাথে সেই আবেগ আর মায়া!
ভালো থাকুন খুব আপু।
বাবা ব্যবসায়িক কাজে ঢাকায় গিয়েছে, অথচ যাবার সময় যদি ভুলে বালিশের নিচে একটি আধুলি রেখে না যেতো … আমি দিনভর মন খারাপ করে থাকতাম। আহ্ললাদি ছিলাম। 🙂 কি অদ্ভুত আমাদের ছোটবেলা ! অদ্ভুত সব চাওয়া ! এখন প্রতি পদক্ষেপেই যেন সেইসব ফিরে আসে স্মৃতিতে …
পৃথিবীতে বাবার মত আর কেউ নেই আপু। এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালবাসি আমার বাবা কে। বাবার দেয়া ছোট্ট ছোট্ট উপদেশ বাণী আমি যক্ষের ধনের মত আঁকড়ে রেখেছি। তোমার বাবার জন্য আমার অনেক অনেক শুভ কামনা রইল আপু -{@
যাঁদের বাবা বেঁচে আছেন, তাঁরা কতোই না ভাগ্যবান। যখন বাবা বেঁচে ছিলেন, মনে হত আছেই তো। আর এখন মনে হয়, আর একবার বাবাকে যদি জড়িয়ে ধরা যেতো, আর একবার বাবা বলে ডাকা যেতো ! কিন্তু হায় ! একজীবনে বাবাকে নিয়ে একবারই গল্প লেখা যায়। তোমার বাবার জন্যে শুভকামনা থাকলো আপু।
২৭টি মন্তব্য
বোকা মানুষ
বাবা ভাল থাকুন!
রিমি রুম্মান
ভাল থাকুন আপনিও … ভাল থাকুক সবাই।
জিসান শা ইকরাম
বেঙ্গল ওয়াটার একসময় বরিশালে চলতো।
বাবার কথা মনে হয় ক্ষণে ক্ষণে
চলে যাওয়া বাবাদের আত্মা শান্তিতে থাকুক।
রিমি রুম্মান
বরিশালের প্রায় লঞ্চই চাঁদপুর হয়ে ঢাকা যায় বলে জানি।
বাবার মত আপনজন আর কেউ থাকে কিনা কন্যাদের … জানা নেই।
আবু খায়ের আনিছ
হারিয়ে ধন বুঝে মন। সব বাবা ভালো থাকুক, শান্তিতে থাকুক।
রিমি রুম্মান
ভাল থাকুন আপনি, ভাল থাকুক সকলে।
শুন্য শুন্যালয়
বাবার দেয়া একটি আধুলি, বাবার করা একটি প্রার্থনা, সন্তানের জন্য আজীবনের সম্পদ। ঘিরে থাকে ঘিরে রাখে। কেন কান্না করেন আপু? বাবা কি চলে গেছে? ভেবে দেখুন তো?
অনেক অনেক দিন পর আপনার কবিতা পেলাম সাথে সেই আবেগ আর মায়া!
ভালো থাকুন খুব আপু।
রিমি রুম্মান
বাবা ব্যবসায়িক কাজে ঢাকায় গিয়েছে, অথচ যাবার সময় যদি ভুলে বালিশের নিচে একটি আধুলি রেখে না যেতো … আমি দিনভর মন খারাপ করে থাকতাম। আহ্ললাদি ছিলাম। 🙂 কি অদ্ভুত আমাদের ছোটবেলা ! অদ্ভুত সব চাওয়া ! এখন প্রতি পদক্ষেপেই যেন সেইসব ফিরে আসে স্মৃতিতে …
নীলাঞ্জনা নীলা
একটু আগেই বাপির গল্প করছিলাম।
আপু বাবারা কেন এমন হয়? আমিও ভাবি।
মন তবু ভালো রাখুন আপু। বাবা কষ্ট পাবেন আপনার মন খারাপ দেখলে।
ভালোবাসা রইলো আপু। -{@
রিমি রুম্মান
মন ভালই থাকে। আচ্মকা কিছু স্মৃতি সামনে এসে দাঁড়ায় শুধু অকারনে…
ভাল থাকুন সবসময়।
অরুনি মায়া
পৃথিবীতে বাবার মত আর কেউ নেই আপু। এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালবাসি আমার বাবা কে। বাবার দেয়া ছোট্ট ছোট্ট উপদেশ বাণী আমি যক্ষের ধনের মত আঁকড়ে রেখেছি। তোমার বাবার জন্য আমার অনেক অনেক শুভ কামনা রইল আপু -{@
রিমি রুম্মান
যাঁদের বাবা বেঁচে আছেন, তাঁরা কতোই না ভাগ্যবান। যখন বাবা বেঁচে ছিলেন, মনে হত আছেই তো। আর এখন মনে হয়, আর একবার বাবাকে যদি জড়িয়ে ধরা যেতো, আর একবার বাবা বলে ডাকা যেতো ! কিন্তু হায় ! একজীবনে বাবাকে নিয়ে একবারই গল্প লেখা যায়। তোমার বাবার জন্যে শুভকামনা থাকলো আপু।
মোঃ মজিবর রহমান
বাবার মত হয়না কেউ
দয়ার সাগর সেই।
বাবা ভাল থাকুক।
রিমি রুম্মান
ভাল থাকুন আপনিও। ভাল থাকুক সকল বাবা…
ছাইরাছ হেলাল
মায়াদের বিকল্প নেই জানতাম,
পিতৃ স্নেহের বিকল্প ও একই জায়গায়।
কবিতা লিখলেন অনেকদিন পর।
রিমি রুম্মান
কন্যাদের কাছে বাবারা পৃথিবীর সবচাইতে আপনজন। পৃথিবীতে যেমন মা’য়ের বিকল্প নেই… তেমনি বাবারও …
ইমন
অনেকদিন ধরে ‘ আব্বা ‘ ডাকা হয়না ………………।
রিমি রুম্মান
ডাকা হয়না আমারও। ভাল থাকবেন। শুভকামনা নিরন্তর… -{@
অপদেবতা
ভাব , কবিতা , দুটোই ভাল লেগেছে । শুভ কামনা । :c
রিমি রুম্মান
ধন্যবাদ অশেষ। ভাল থাকুন সবসময়। -{@
লীলাবতী
বাবাকে নিয়ে কত স্মৃতি 🙁
রিমি রুম্মান
যা কিছু স্মৃতি আছে, লিখছি একটু একটু করে। নতুন করে আর কোন স্মৃতি জন্ম নিবেনা যদিও, তবুও একজনমে বাবাকে নিয়ে লেখা শেষ হবার নয়।
নীতেশ বড়ুয়া
সবাই ভাল থাকুক -{@
রিমি রুম্মান
ভাল থাকুন আপনিও। শুভকামনা নিরন্তর। -{@
নীতেশ বড়ুয়া
🙂 -{@ -{@
মেহেরী তাজ
যেখানেঈ থাকুক আপনার বাবা ভালো থাকুক।
রিমি রুম্মান
সবার দোয়ায় সৃষ্টিকর্তা ভাল রাখবেন নিশ্চয়ই। শুভকামনা রইলো।