জায়বুন্নেসা বেগম চুপচাপ বারন্দার চেয়ারটাতে বসে আছেন। বারান্দার এ পাশটা অন্যান্য রুম থেকে দূরে থাকায় এখানে চুপচাপ বসে থাকার সুযোগ পান। এশার নামাজ পড়ার পর তিনি এখানে বসে তসবি পাঠ করেন , তসবির ফাকে ফাকে পান খান , আর ফেলে আসা সময়ের স্মৃতিগুলো রোমন্থন করেন।আজ অবশ্য ওনার তসবি পড়ায় মন বসছে না ।এমনকি অভ্যাসমত পানও [ বিস্তারিত ]