কষ্টের লিরিক

নীলাঞ্জনা নীলা ২৬ জুন ২০১৫, শুক্রবার, ০১:২২:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৬ মন্তব্য

11653249_678926795545735_586782332_nকেউ পাশে নেই, কেউ পাশে নেই
কেউ থাকেনা কাছে।
রাত থাকে তো, দিন থাকেনা
ভর-দুপুরে চাঁদ সাজেনা
বাঁশী আছে তো, নেই মূর্ছনা।
তবুও ভাবি কেউ তো আছে,
কেউতো আছে।
কিন্তু জানিনা কোথায় আছে?

চোখের পাতায় ঘুম যে আছে,
মাথার ভেতর স্বপ্ন আছে
হৃদয় জুড়ে আবেগ আছে,
প্রেমের অনেক কাব্য আছে
তবু যেনো, কি জানি নেই।
ফিরছি খুঁজেই, ফিরছি খুঁজেই।

ফুলের বুকে ভ্রমর আছে
নদীর স্রোতে ছন্দ আছে
বৃষ্টির জলে মন্দ্র নাচে
তুমি আছো আমার কাছে।
তবু কেন একলা লাগে,
সকাল-দুপুর-সন্ধ্যে-রাতে?

হাজার কাজে, ব্যস্ত ভীড়ে
তবুও জানি কি যেনো নেই,
হাসি আছে, উচ্ছ্বাস নেই,
কান্না আছে চোখে জল নেই
কেউ থাকেনা, কেউ থাকেনা
আদতে কি কেউ কারো না?

 

হ্যামিল্টন, কানাডা
২৪ জুন, ২০১৫ ইং।

**লিরিক লেখাটা আমার কাছে কঠিন লাগে খুব। ছন্দ মিললেই লিরিক হয়না, নিখাঁদ আবেগের গভীরতা না থাকলে লিরিক পূর্ণতা পায়না। অনেকদিন পর মনের চোরাবালি থেকে উঠে এলো লেখাটি, কারণ খুঁজতে যাইনি। বরং আবেগের মাঝে নিজের সত্ত্বাকে ডুবিয়ে দিয়েছি।

৪০৮৭জন ৪০৯১জন
0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ