কষ্টের বার্তা

সুপর্ণা ফাল্গুনী ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৪:৫৮:১৭অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

সাঁঝের ছায়া নেমে আসে ধরণীর বুকে,
কোলাহল মুখর এ ধরাকে ভরিয়ে দেয়-
নিস্তব্দতার আঁধারে।
আষাঢ়ের ঘনঘটা কালো মেঘ আসে-
চঞ্চল, অশান্ত মনটাকে নিশ্চল করতে,
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে।
আনন্দধারাকে অমানিশার কালোতে ভরিয়ে দেয়-
কষ্টের আর্তনাদ।
পাওয়ার আনন্দকে নিমেষেই ধূলিসাৎ,ছারখার করে-
হারাবার শঙ্কিত ছায়া।
এভাবেই দুঃখরূপী রাতের আঁধার সবার মাঝে দেয় ধরা।

৭৭২জন ৬২১জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ