
সাঁঝের ছায়া নেমে আসে ধরণীর বুকে,
কোলাহল মুখর এ ধরাকে ভরিয়ে দেয়-
নিস্তব্দতার আঁধারে।
আষাঢ়ের ঘনঘটা কালো মেঘ আসে-
চঞ্চল, অশান্ত মনটাকে নিশ্চল করতে,
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে।
আনন্দধারাকে অমানিশার কালোতে ভরিয়ে দেয়-
কষ্টের আর্তনাদ।
পাওয়ার আনন্দকে নিমেষেই ধূলিসাৎ,ছারখার করে-
হারাবার শঙ্কিত ছায়া।
এভাবেই দুঃখরূপী রাতের আঁধার সবার মাঝে দেয় ধরা।
২৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
পাওয়ার আনন্দের মাঝেই থাকে হারাবার শঙ্কা! একদম ঠিক। সব আনন্দ সুখের হয়না, সব সুখে আনন্দ থাকে না।
চমৎকার লিখেছেন,
শুভ কামনা ❤❤
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। আপনার জন্য ও শুভকামনা রইলো। ভালো থাকবেন 😍😍
ফয়জুল মহী
চমৎকার লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো। ভালো থাকুন সবসময়
মনির হোসেন মমি
প্রাপ্তির ক্ষয়ে যাওয়াও আছে । এ দুঃখরূপী রাতের আঁধার সবার মাঝেই আসে।চমৎকার বলেছেন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো। শুভ সন্ধ্যা
নিতাই বাবু
ক’দিন আগে আপনার কবিতার মতো অমানিশার অন্ধকার আমার জীবনেও নামতে শুরু করেছিল। কিন্তু মহান সৃষ্টিকর্তা অশেষ কৃপায় পূর্নিমার আলো জীবনে এসে ভর করেছে বোধহয়!
আপনার জন্য শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। খুব ভালো লাগলো পূর্ণিমার আলো আপনার জীবনে আসলো বলে। আপনার জন্য ও শুভকামনা ও শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
সবার জীবনে নেমে আসে
অমানিশার কালো অন্ধকার।
তবুও থেমে থাকে না জীবন।
সুন্দর হলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। আপনার জন্য ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়
শাহিন বিন রফিক
খুব ভাল লেগেছে আপনার কবিতাটি
কবিতায়, আমার রেটিং-৭/১০
লিখতে থাকুন, সাথে আছি
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য ও। ভালো থাকবেন
সঞ্জয় মালাকার
আনন্দধারাকে অমানিশার কালোতে ভরিয়ে দেয়-
কষ্টের আর্তনাদ।
দিদি আপনার কবিতার মতো অমানিশার অন্ধকার আমার জীবনেও অন্ধকার নামতে শুরু করেছে।
চমৎকার লিখেছেন দিদি, কবিতায় মুগ্ধতা রেখে গেলাম,
আপনারজ ন্য অনেক অনেক শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
কি হয়েছে দাদা? ঈশ্বর সহায় হোন। ভালো থাকবেন শুভ কামনা রইলো। শুভ সকাল
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দিদি,
আপনাকে সকাল বেলার শুভেচ্ছা ও শুভ কামনা।
দিদি ঈশ্বর মুখি আনন্দ ধরে আঁধার দিচ্ছি ফাঁড়ি
দিদি জীবন সংসারে আমি যে এক অসহায় প্রহরী।।
ধন্যবাদ দিদি ভালো থাকুন সবসময়।
কামাল উদ্দিন
কষ্টের বার্তা শুনতে চাই না, শুধুই আনন্দ আর সুখের বার্তা আসুক আমাদের জীবনে।
সুপর্ণা ফাল্গুনী
আমরা সবাই সেটাই চাই, কিন্তু চাইলেই কি সুখ ধরা দেয়? তবুও কামনার শেষ নেই। ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল ভালো থাকুন
কামাল উদ্দিন
আপনিও সব সময় ভালো থাকুন আপু।
হালিম নজরুল
“পাওয়ার আনন্দকে নিমেষেই ধূলিসাৎ,ছারখার করে-
হারাবার শঙ্কিত ছায়া।”
—————-এমন বিরহেই প্রেমের সুখ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ঠিক ঠিক বলেছেন। ভালো থাকুন শুভ সকাল
ছাইরাছ হেলাল
রাতের এ রূপ সবাই দেখতে পায় না,
আপনার লেখায় উঠে এসেছে, হারালেই পাওয়া হয়!
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। ঠিক বলেছেন ভাইয়া। ভালো থাকবেন
জিসান শা ইকরাম
কস্ট এভাবেই আসে মানুষের মনে।
ছোট কবিতার বিশাল ব্যাপ্তি,
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। শুভ কামনা রইলো। ভালো থাকবেন
সাখিয়ারা আক্তার তন্নী
চমৎকার শব্দচয়ন,
ভালো লাগলো,শুভ কামনা আপনার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকবেন শুভ কামনা রইলো