
বাংলার রূপ গিয়েছে ভরে সবুজের শ্যামলিমায়
জীবনের রং শুধু বদলায় শ্যামল মৃত্তিকায়
ফুলেল সৌরভে ভরে উঠে প্রাণ বসন্ত দিনের শেষে
এবার এসেছে ফিরে ঘাতক করোনা বাংলার নববর্ষে।
সাজানো বাগানের গোলাপ এসে বলে
বিষন্ন বদনে থেকো না বন্ধু
ভীরু কাপুরুষের মতো।
মানুষের পাশে দাঁড়াও
আমি আজো আছি ফুলেল সুবাসে
রুখে দাও সবই ধুলায় মিশে যাক
করোনার হোক অবসান বাংলার নববর্ষে।
আদরের মেয়েটি কাছে এসে বলে
চাইনা নতুন জামা
গরীবের ঘরে দুধ কিনে দিও
শিশুটি বাঁচুক আগে।
মায়ের মুখেতে হাসি ফিরে আসুক
বাংলার নববর্ষে।
কারখানার শ্রমিক কাছে এসে বলে
বেতন লাগবে না পিপিই বানাবো
মানব সেবার বীর সৈনিক
ডাক্তার বাঁচুক আগে।
মুমূর্ষ মানুষের হাসি ফিরে আসুক
বাংলার নববর্ষে।
সাকিব তামিম মাশরাফি বলে
বাঁচার জন্য ঘরে থাক বন্ধু
খাবার দেবো পৌঁছে।
ডাক্তার যাবে তোমাদের ঘরে
মানুষ বাঁচার সুযোগ দাও আগে
বাংলার নববর্ষে।
শিল্পপতি যারা খুলে দিল আজ
অবারিত তাঁদের দ্বার
শ্রমিক বন্ধুরা ঘরে থেকে যাও
বেতন যাবে ঘরে।
শ্রমিক বাঁচলে কারখানা রবে
বাংলার নববর্ষে।
মানুষ বাঁচার শপথ নেয় তারা
হাসপাতাল করবে বলে
হতাশ হওয়ার কারণ দেখি না
মানুষ বাঁচবে বলে।
মানুষের মুখে হাসি ফিরে পাক
বাংলার নববর্ষে।
নেত্রী মোদের অভয় দিয়ে বলে
বাংলার রূপ ফিরে পাব আবার
শ্যামল মৃত্তিকায়।
মানুষের মাঝে মানুষ জেগেছে
থাকবে সবাই পাশে।
তোমাদের জানাই লাখ কোটি সালাম
বাংলার নববর্ষে।
ছবি নেট থেকে।
২৭টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
লেখাটা স্পেস হয়ে গেছে।
যেটা আমার নিয়ত হচ্ছে
খুশী হই যদি সমাধান হয়।
জিসান শা ইকরাম
আপনি কি রিদমিক কি বোর্ড দিয়ে লেখেন না?
যে কি বোর্ড দিয়ে লেখেন তাতে প্রতিটা লাইনের মধ্যে প্রচুর স্পেস থাকে।
বুঝলাম না আপনার একার এমন সমস্যা হচ্ছে কেন?
সুপায়ন বড়ুয়া
এখন কি অটো ঠিক হল ? না আপনি করছেন ?
রিদমিক দিয়ে করি। সবসময় তাই করতাম। এখন লিখতে চাইলেই নীচে p চলে আসে।
জিসান শা ইকরাম
আমি ঠিক করে দিয়েছি।
ডেভলাপারের সাথে আলাপ করতে হবে।
সুপায়ন বড়ুয়া
গতকাল সুপর্নাদিদির লেখায় ও স্পেস দেখলাম
তিনি ও বললেন সমস্যার কথা।
পরে কে ঠিক করে দিয়েছে জানিনা।
না অটো হয়েছে তিনি ও জানেন না।
সুরাইয়া পারভীন
নববর্ষের ছোঁয়ায় দূর হয়ে যাক করোনা।
ফিরে পাক মানুষ প্রাণের স্পন্দন।
দারুণ হয়েছে বসন্ত বন্দনা।
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
এই ক্রান্তি লগ্নে আজও ফিরে পাই
মানুষের প্রাণের স্পন্দন
তাই তো জানাই বন্ধু তোমায়
উষ্ণ অভিনন্দন।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ছন্দে কবিতায় সমসাময়িক বিষয় তুলে ধরেছেন সুনিপুণ ভাবে। বাঁচুক দেশ, বাঁচুক বিশ্ব, জয় হোক মানবতার। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
মানুষের জন্য বাঁচব মোরা
মানুষের পাই প্রাণ।
তাই তো দেখি বাঁচার স্বপ্ন
মায়া মমতার টান।
প্রদীপ চক্রবর্তী
সুনিপুণ কাব্যকথন।
শুভ নববর্ষ।
শতশত শুভেচ্ছা ও শুভকামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
বসন্ত শেষেও বসন্ত ফিরে আসুক নব নব ধারায়
নববর্ষে এ কামনাই করি।
খুব ভাল লাগল, আশাবাদের এই কবিতা, এমন দিনে।
সুপায়ন বড়ুয়া
শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
আশায় থাকি। আশায় বাঁচি
সুদিনের অপেক্ষায় থাকি।
ভাল থাকবেন। শুভ কামনা।
জিসান শা ইকরাম
বাংলা নববর্ষকে নিয়ে কবিতা অনেক ভালো হয়েছে দাদা।
আশা জাগানিয়া কবিতা।
শুভ কামনা,
শুভ নববর্ষ।
সুপায়ন বড়ুয়া
শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
বসে থাকি একা
করে নিয়ে আশা
সুদিনের স্বপ্ন দেখি।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
ফয়জুল মহী
নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে ।
সুপায়ন বড়ুয়া
শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা।
হালিম নজরুল
সাজানো বাগানের গোলাপ এসে বলে
বিষন্ন বদনে থেকো না বন্ধু
ভীরু কাপুরুষের মতো।
মানুষের পাশে দাঁড়াও
আমি আজো আছি ফুলেল সুবাসে
রুখে দাও সবই ধুলায় মিশে যাক
করোনার হোক অবসান বাংলার নববর্ষে।
————চমৎকার আহবান।
সুপায়ন বড়ুয়া
শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা।
ইসিয়াক
নব বর্ষের শুভেচ্ছা রইলো দাদা।
সুপায়ন বড়ুয়া
শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
শুভ নববর্ষ দাদা ভাইা।
চমৎকার লেগেছে কবিতাটা, পড়ে মুগ্ধ হলাম।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য দাদা।
সুপায়ন বড়ুয়া
শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
করোনা সময়ে কেটে যায় দিন
ঘরে থেকে রেখে যাই মনটা রঙিন
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
নববর্ষে কেটে যাক করোনার সকল অস্থিরতা। যারা মানবসেবায় এগিয়ে এসেছেন তারাইতো প্রকৃত বীর। এই নববর্ষ তাদেরকে উৎসর্গ করলাম।
ভালো লিখেছেন দাদা। নববর্ষের শুভেচ্ছা রইলো।
সুপায়ন বড়ুয়া
শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
সহমত সত্যিই তো তাই
যারা মানবসেবায় এগিয়ে এসেছেন তারাইতো প্রকৃত বীর। এই নববর্ষ তাদেরকে উৎসর্গ করলাম।
বীরদের প্রতি কৃতজ্ঞ না থাকলে বীরের জন্ম হয় না।
ভাল থাকবেন। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
মানব সেবার প্রত্যয় নিয়ে সবাই বাড়িয়ে দিয়েছেন নিজেদের হাত। যারযার অবস্থানে থেকে নিজ নিজ সামর্থ অনুযায়ী ত্যাগ করতে প্রস্তুত হয়েছেন সবাই। দেশবাসীর এত ত্যাগ বিফলে যাবে না। আলো আসবেই।
নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো দাদা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
সহমত। দেশবাসীর এত ত্যাগ বিফলে যেতে পারে না। যারা মানব সেবায় এগিয়ে আসছেন এবং ঘরে থেকে কষ্ট স্বীকার করে সহযোগীতা করছেন সবাইকে স্যালুট জানাই
আপনাকে ও নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো 🌹🌹