
স্পর্শ-কিরণের সূর্যমুখী
আমাকে স্মরণ করিয়ে দেও
একমাত্র তোমার-ই মহিমা কীর্তন,
যেন থেমে যায় ধেয়ে আসা
বাঁকানো হলুদ দাঁতের নির্মম মৃত্যু-উল্লাস ধ্বনি;
যেন অব্যাহতি পাই মৃত্যু-সান্নিধ্যের
অবশ-বিবশ বিষণ্ণ বাতাসের;
হেলান দিতে দাও, দূরবর্তী ঐ সবুজের ব্যালকুনিতে,
ডুবে যেতে দাও, সুস্থির আবেগের গোধূলিতে,
টুকে রাখতে দাও আমার, আমার-ই একান্ত ভাবনা গুলো
একটু একটু করে,
একবার বাঁচতে দাও, স্পর্শ-কিরণের সূর্যমুখী হয়ে,
আক্ষেপ অপেক্ষার বছর পার করে হলেও, শেষ একবার;
হে প্রভু, তোমাকেই স্মরি জল-চোখে,
ক্লান্তি-বিহীন একান্ত নিশি-জাগরণে।
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর আপনার সকল আশা পূরণ করুক, সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক আরো বহু বছর। শুভ কামনা রইলো আপনার জন্য। শুভ সকাল
ছাইরাছ হেলাল
এত্তগুলা দোয়া!
আপনিও নিরাপদে থাকুন।
সুপায়ন বড়ুয়া
একবার বাঁচতে দাও, স্পর্শ-কিরণের সূর্যমুখী হয়ে,
আক্ষেপ অপেক্ষার বছর পার করে হলেও, শেষ একবার;
মৃত্যু ভয় খুব খারাপ।
মানুষ বোধ শক্তি হারায়।
মনোবল হারানো যাবে না বন্ধু।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
মৃত্যু ভয় করি না, ভয় পাইনি,
তবে অনিশ্চিত মনে হচ্ছে সব কিছু।
দোয়ায় রাখবেন, দোয়ায় থাকবেন। ভাই।
সুরাইয়া পারভীন
তোমারই স্মরণে আজি
দুহাত তুলে দোয়া মাঙি
হে দয়াময় দয়ার সাগর কৃপা করো যদি
তোমার অধম বান্দা মোরা প্রাণে বাঁচি
এই বিপর্যয়ে একমাত্র তিঁনিই ভরসা। তিঁনি কৃপা করলেই বেঁচে যাবে তাঁর সমস্ত সৃষ্টি
ছাইরাছ হেলাল
আপনার এমন কবিতা-মন্তব্যের উত্তর কী করে দেই!!
তবে প্রার্থনা একমাত্র তার কাছেই, বেঁচে যাওয়ার বাঁচিয়ে রাখার।
ভাল থাকবেন,আপনি।
কামাল উদ্দিন
এই সময়ে আমরা পরিচ্ছন্ন থাকতে আর শ্রষ্টাকে ডাকতে ভালোই শিখে গেছি। হয়তো আমাদের সামনে অপেক্ষা করছে সুন্দর পৃথিবী
ছাইরাছ হেলাল
ঠেকে গেলা আমরা কত্ত কী করি!
তবুও অপেক্ষা আক্ষেপহীন সবুজ-সৌন্দর্য-পৃথিবীর।
ধন্যবাদ।
এস.জেড বাবু
একবার বাঁচতে দাও, স্পর্শ-কিরণের সূর্যমুখী হয়ে,
আক্ষেপ অপেক্ষার বছর পার করে হলেও, শেষ একবার;
(শেষটাই ই তো বর্তমান) যে জীবন চলছে ।
থামলেই হবে ইতিহাস।
আমি আসলে এরচেয়ে ভালো বুঝিও না।
ছাইরাছ হেলাল
আমি তো কিচ্ছুই বুঝি না,
সুন্দর-বাঁচার জন্য অনেক অপেক্ষা করতেও রাজি।
একা একা ভিটামিন চালু রাখুন।
এস.জেড বাবু
কুরিয়ার যে বন্ধ
কি আর করবো আপাতত-
ছাইরাছ হেলাল
কুরিয়ার খুলবেই।
অপেক্ষা আপাতত!
তৌহিদ
একমাত্র প্রভুই সাহায্যকারী, অন্য কেউ নয়। সবাই ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
আমারা তাঁর-ই শুধু সাহায্য চাই।
জিসান শা ইকরাম
করোনা সময়ে কত কিছু লিখে যাচ্ছেন!
ছাইরাছ হেলাল
হুম, ধুমিয়ে লিখে যাচ্ছি, বাকী আল্লাহ ভরসা।
ফয়জুল মহী
পরিপক্ব লেখা । বেশ মন ছুঁয়ে গেল লেখা।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
হালিম নজরুল
“হেলান দিতে দাও, দূরবর্তী ঐ সবুজের ব্যালকুনিতে,
ডুবে যেতে দাও, সুস্থির আবেগের গোধূলিতে,
টুকে রাখতে দাও আমার, আমার-ই একান্ত ভাবনা গুলো
একটু একটু করে”
———- আপনি চমৎকার লিখেন ভাই।
ছাইরাছ হেলাল
হন্যে হয়েছি সেই চমৎকারে,
পাইনি খুঁজে তারে, এখন-ও;
পাবো।
আপনি একটু বেশি বেশি-ই বলেন।
শুনতে ভাল-ই লাগে, তা।
নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
আপনি তার বাঁকানো মুখের হলদে দাঁত কেন দেখছেন মহারাজ? এসব দেখলেতো হলুদ সূর্যমুখীর হাসিটাও ভয়ংকর লাগবে! তার চেয়ে আসুন অন্যকিছু দেখি।
স্মরণের দিন গুলো মেলে দেই এক-এক ভাবে
একটু-একটু জমানো স্মৃতি,
যেখানে জমে আছে রাশি-রাশি মায়ার আঠায়
স্পর্শ-সুখের আলোয় স্মৃতিরা বলছে কথা
অনূর্ধ্ব স্বরে,
কান নয়, মন পেতে দিন ;
আসবে সুদিন আলোকিত দিনে,
প্রভু! তিনিও থাকবেন সাথে-যেমন থাকেন চিরদিন,
তিনি স্মরণে থাকেন-স্মরণে রাখেন..
ছাইরাছ হেলাল
জমে থাকা স্মৃতির মায়া
নিরক্ত হয়ে পিছলে পড়ে,
বিষাদের পিচ্ছিল পথে!
গভীর ক্লান্তির ঝিলিকে।
হে প্রভু স্মরণে থাকুন, রাখুন।