করোনালাপ…(৫)

ছাইরাছ হেলাল ৬ এপ্রিল ২০২০, সোমবার, ০২:৩৬:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

 

কাব্যে কবিতালাপ(!)

কবিতারা বাস করে বোকা-স্বর্গে,
নাগর দোলায় চেপে/চড়ে
দোল খায় দোল দেয়;

মুখে/বুকে রক্ত তুলে
সাদা কাগজে সৌন্দর্য-ফোটে,
বিশ্বাস করি কবিতা-নামে কিছু নেই
ছিল-ও-না কোন কালে;
খুশি মনের নিজ-স্টাইলে
শুধুই একাকীর বিশ্বাসী-পথে হেঁটে যাওয়া;
কবিতার আত্মহত্যা বা কবিতায় মরে যাওয়া
নিছক কল্প-বিলাসী শিল্প স্বাধীনতা;

চুমু/চড় খাওয়া গালে হাত চেপে
ভারী দুষ্টতায় কবিতা শুধুই হাসে,
চির হিংস্রতা/হিংসা লুকিয়ে;

এই গভীর করোনা-কালে
কবিতায় কবিতার খাওয়া নেই!!

৭৫৮জন ৫৮৯জন

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ