
কাব্যে কবিতালাপ(!)
কবিতারা বাস করে বোকা-স্বর্গে,
নাগর দোলায় চেপে/চড়ে
দোল খায় দোল দেয়;
মুখে/বুকে রক্ত তুলে
সাদা কাগজে সৌন্দর্য-ফোটে,
বিশ্বাস করি কবিতা-নামে কিছু নেই
ছিল-ও-না কোন কালে;
খুশি মনের নিজ-স্টাইলে
শুধুই একাকীর বিশ্বাসী-পথে হেঁটে যাওয়া;
কবিতার আত্মহত্যা বা কবিতায় মরে যাওয়া
নিছক কল্প-বিলাসী শিল্প স্বাধীনতা;
চুমু/চড় খাওয়া গালে হাত চেপে
ভারী দুষ্টতায় কবিতা শুধুই হাসে,
চির হিংস্রতা/হিংসা লুকিয়ে;
এই গভীর করোনা-কালে
কবিতায় কবিতার খাওয়া নেই!!
৪০টি মন্তব্য
সুরাইয়া পারভীন
এই চরম অবস্থায়
যেখানে ক্ষুধার জ্বালায় জ্বলছে পৃথিবী
সেখানে কবিতায় কবিতার খাওয়া না থাকা অস্বাভাবিক কিছু নয় তো।
চমৎকার লিখেছেন ভাইয়া
ছাইরাছ হেলাল
ধুর! এ এমন কিছু না।
মজার লেখা, মজা করে লেখা।
নিরালায় নিরাপদে থাকুন।
জিসান শা ইকরাম
এই সংকট কালে কবিতারাও না খেয়ে থাকে!
কবিতারা বেঁচে থাকুক।
সুরাইয়া পারভীন
কবিরা বেঁচে থাকবে কবিতায় আত্মার তৃপ্তি নিয়ে।
ছাইরাছ হেলাল
এই তো চাই, এমন-ই জবাব।
লেখা দিচ্ছেন না কেন!
সুরাইয়া পারভীন
ভাইয়া সন্ধ্যায় লেখা দেবো।নিয়ম ভাঙ্গার অভিযোগে অভিযুক্ত হতে চাই না।
ছাইরাছ হেলাল
নিয়ম মানতেই হবে, আমি তাগাদা চালু রেখেছি মাত্র।
ছাইরাছ হেলাল
অবশ্যই কবিতাদের ও খাওয়া পরা লাগে।
অবশ্যই মানব কুল বেঁচে থাকলে কবিতারাও বাঁচবে।
ফয়জুল মহী
সব কথা অতি চমৎকার উপস্থাপন ।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিলাম।
সুপর্ণা ফাল্গুনী
করোনালাপ না হয়ে কাব্য বা কবিতা আলাপ শিরোনাম হলে ভালো লাগতো। “মুখে/বুকে রক্ত তুলে
সাদা কাগজে সৌন্দর্য-ফোটে,” এই কথাগুলো খুব ভালো লেগেছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
তা ঠিক বলেছেন,
তবে করনা-টাইমে লেখা তাই শিরোনাম দেই নি।
যোগ করে দিলাম।
এই তো চাই, এমন ই চাই।
ভাল থাকবেন অবশ্যই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকুন।
সুরাইয়া নার্গিস
চমৎকার উপস্থাপনা ভালো লাগছে।
শুভ কামনা রইল।
ছাইরাছ হেলাল
আপনাকেও অবেক ধন্যবাদ পড়ার জন্য।
ভাল থাকুন।
সুরাইয়া নার্গিস
স্বাগতম ভাইয়া
ছাইরাছ হেলাল
আপনাকে ও শুভ কামনা।
সঞ্জয় মালাকার
মুখে/বুকে রক্ত তুলে
সাদা কাগজে সৌন্দর্য-ফোটে!
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিচ্ছি।
কামাল উদ্দিন
করোনা তুমি আমাদের জন্য কত্তো কত্তো সৌন্দর্য্য কাব্য প্রসব করছো! কোন মহা জ্ঞাণী জানি বলেছিলেন প্রত্যেক খারাপ কিছুরই একটা ভালো দিক আছে। মনে হচ্ছে করোনা কালের ভালো দিক হচ্ছে আমাদের এমন চমৎকার কাব্য সমূহ……..ভালোলাগা অফুরান
ছাইরাছ হেলাল
করোনা তুমি মোরে করেছো মহান বলার সাহস নেই
তবে এ উপলক্ষ্যে আবজাব চালিয়ে যাচ্ছি।
শুভ কামনা!
কামাল উদ্দিন
আপনার প্রতিও শুভ কামনা সব সময়।
ছাইরাছ হেলাল
ভাল থাকুন।
এস.জেড বাবু
বুইজ্জা লাইছি-
কলমের খিদা লাগছে-
কাগজের মন ছটফট করতেআছে
কবির ভিটামিন সি এর অভাব-
কবিতার মাল্টি ভিটামিন লাগবো-
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক বলেছেন ভাইয়া। একমত পোষণ করছি
ছাইরাছ হেলাল
আচ্ছা ভিটামিনের ভাগ পেয়েছেন বুঝি!
ছাইরাছ হেলাল
বুঝছি, আপনি কোন কোম্পানির লুক!
করোনাকালে ভিটামিন সি চালানোর চেষ্টা নিয়েছেন।
ধন্যবাদ।
এস.জেড বাবু
আমার পুকুর পাড়ে খোদার দেয়া ভিটামিনের কারখানা-
লেবু- রেগুলার আছে গাছে
আম, – অনেক ধরেছে- শালা বৃষ্টি না হলেই হলো
জাম- ইনশাআল্লাহ ফলন ভালো হবে
পেঁপে- প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে-
মরিচ- যথেষ্ট পরিমান
ধনে পাতা- মাশাআল্লাহ সবুজে ভরপুর-
ভিটামিনের কমতি নাই
ছাইরাছ হেলাল
বিশ্বাস হচ্ছে না, আপনি কবি, তাই।
সত্যি হলে সোনেলা তা টের পেত!
তা তো দেখতেই পাচ্ছি ভিটামিন আছে কী নেই, যা লিং লিঙে, টিং টিঙে!!
ল্যাহা দেন না ক্যা!!
তৌহিদ
আমিতো ভাবতাম কবিরা বাস করে বোকার স্বর্গে!! এখন কবির নাম কবিতা হলে সেটা ভীন্ন!! কবিতারা হিংস্রই হয়। আমার প্রেমালাপে ব্যস্ত কবিতাকে পছন্দ কিন্তু।
ভালো থাকবেন ভাই।
ছাইরাছ হেলাল
কবিতার পাল্লায় পড়লে বুঝবেন কত ধানে কত চিড়া!
তারা শুধু মগ্ন আলাপ ই করে না, অন্যান্য বহুত কিছু করে-টরে।
ভাল থাকতে হবে কিন্তু। এখন।
সুপায়ন বড়ুয়া
“এই গভীর করোনা-কালে
কবিতায় কবিতার খাওয়া নেই!! “
সহমত।
সবাই করোনা করোনা করে।
শুভ কামনা। ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
ধুর! ভাই ! আপনি যে কৈ কৈ থাকেন এই করোনাকালে!
আপনি ও ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
ঢুকতেই পারিনা কদিন ধরে।
ছাইরাছ হেলাল
এখন তো পোস্ট দিতে পারছি না।
কারিগিরি কাজ হয়েছে, তাই।
হালিম নজরুল
যত করোনাই হোক আপনার কবিতা আমি খাই, আমার ক্ষুধা নিবারণ হয়।
ছাইরাছ হেলাল
বাপ্রে! আপনি তো বেশ সাহসী কবি! এই করোনাকালেও!
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
মুখে/বুকে রক্ত তুলে
সাদা কাগজে সৌন্দর্য-ফোটে,
বিশ্বাস করি কবিতা-নামে কিছু নেই
ছিল-ও-না কোন কালে;
খুশি মনের নিজ-স্টাইলে
শুধুই একাকীর বিশ্বাসী-পথে হেঁটে যাওয়া;
কবিতার আত্মহত্যা বা কবিতায় মরে যাওয়া
নিছক কল্প-বিলাসী শিল্প স্বাধীনতা;
কেউ যদি একাকীর বিশ্বাসে হেটে-চলে-গিয়ে- থেকে শান্তি নিতে চায় সমস্যাটা কোথায় মহারাজ! ধরে নিন কবিতা করোনার ভয়ে নিজেই কোয়ারেন্টিনে চলে গেছে। শুধু শুধু কেন তাকে উস্কে দেয়া? বেচারীকে মরার আগেই মারতে চান? আজব লেখায় গজবের নমুনা দেখতে পাচ্ছি
ছাইরাছ হেলাল
এই-রে কপি-পেস্ট মেরে বসে আছে।
দেখুন আমরা তো কয়ারেন্টাইনকেই ভালবাসি, কোয়ারেন্টাইনেই হাসাহাসি/লেখালেখি করি।
এতএব বুঝতেই পারছেন, লেখালেখি/কবিতা আমদের লাগেই, থাকেও।
নিরাপদে থেকে দ্রুত কাজে নেমে পড়ুন।