
রিলিফ চোরদের ধর || ১
মহামারী-দুর্দিনেও, কিছু অমানুষ
রিলিফ করছে চুরি
ত্রাণের চাল চুরি করে
ভরছে নিজের ভুঁড়ি।
এরা অধম সেই নরাধম
চারপায়া সব পশু
দিনে ঘুরে সাধুর বেশে
রাতে ডাকাত রসু।
চুরি এদের মজ্জাগত
চুরি এদের স্বভাব
করবে চুরি দিনে রাতে
না থাকলেও অভাব।
রাজনীতিকের লেভেল গায়ে
চুরি করে বেড়ায়
ভোট আসলে এরাই আবার
নির্বাচনে দাঁড়ায়।
নর্দমার কীট এসব চোরদের
একটা একটা ধর
ধরে ধরে সব চোরদের
ছালার ভেতর ভর।
সেই হুজুররা কই [] ২
ষাট হাজারী, হেলিকপ্টারী
হুজুররা সব কই
এই বিপদে সেই হুজুরদের
পথ চেয়ে যে রই।
কয়দিন আগেও করোনা নিয়ে
করেছেন উপহাস
এখন তাদের নেই যে খবর
কোথায় করছেন বাস?
যেই হুজুর করোনার সূত্র
করলেন আবিস্কার
তিনিও কি হারিয়ে গেছেন
পাই না খোঁজে আর।
এমন নিদানকালেই যদি
না থাকে খবর
চাইনা আর শুনতে তাদের
তেজী কন্ঠস্বর।
আবার আসিলে দেশে
ওয়াজের সময়
তখন হুজুর দেখেন ক’জন
আপনার খবর লয়।
মুখে শরম চোখে লাজ || ৩
সাবান দিয়ে হাত ধূয়ে আর,
চলবে কত দিন
হাত ধূয়ে তো বসে আছি,
এবার খাবার দিন।
ধনীর ঘরে ফ্রিজে স্টোরে
মজুদ আছে খাবার
নিন্মআয়ের মানুষদেরও
পথ আছে যে যাবার।
চক্ষুলজ্জার জন্য যারা
পাততে পারেনা হাত
খুঁজে দেখুন তাদের ঘরে
রান্না হয়না, ভাত।
আটারুটি আলু সেদ্ধে
ভরছে যদিও পেট
মেজাজখানা বিগড়ে গিয়ে
করে খেট খেট।
তাদের জন্য সবাই এখন,
বাড়িয়ে দিন হাত
এই সময়টাই যাবে জানা
মানুষ কেমন জাত।
পেটুক মানুষ || ৪
দেশের এমন ক্রান্তিকালেও
চলছে গরু জবাই
ভাগবাটোরা চলছে ভীষণ
‘করোনা’ চিন্তা নাই।
হায়রে মানুষ পেটুক মানুষ
বাঁচলে তবেই খাবি
ধরলে এসে মহামরণ
তখন কোথায় যাবি?
খাওয়ার লোভ বন্ধ করে
ঘরের ভেতর থাক
আর কটা দিন সবুর কর
জিহ্বা সামলে রাখ।
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
এক পোষ্টে ই সব পেয়ে গেলাম। ধন্যবাদ গুচ্ছ কবিতার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো
মাহবুবুল আলম
ধন্যবা। আপনিও ভাল থাকবেন। নিরাপদে থাকবেন!
ছাইরাছ হেলাল
বাপ্রে!!
এক লেখায় সব সব কুপোকাত, এ আপনার পক্ষেই সম্ভব।
নিরাপদে থাকবেন।
মাহবুবুল আলম
প্রিয়জন মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সবসময়।
ফয়জুল মহী
ভালো লাগলো লেখা। সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ ।
মাহবুবুল আলম
ধন্যবাদ ভাই । শুভেচ্ছা জানবেন ।
সাবিনা ইয়াসমিন
কবিতায় যুদ্ধের ডাক শুনতে পেলাম। চোর-মিথ্যাবাদী আর ভন্ডদের এমন নির্মম শব্দ দিয়েই আঘাত করতে হয়।
# মুখে শরম চোখে লাজ *
এই অধ্যায়ের জন্য বিশেষ ধন্যবাদ নিন। এই পক্ষের মানুষদের যাবার কোনো জায়গা নেই, বলার কিছু থাকে না। লাজটাকে সম্বল করে বেঁচে থাকার আশায় প্রতিমূহুর্তে মরে যায়।
নিয়মিত লিখতে দেখে খুশি হয়েছি।
ভালো থাকুন প্রফেসর সাহেব,
শুভ কামনা রইলো 🌹🌹
মাহবুবুল আলম
প্রিয়দর্শিনী সুজন!
আপনার সুন্দর ও বিশ্লেষণধর্মী মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা আপনা।
ভাল থাকবে। সাবধানে থাকবেন।
সুপায়ন বড়ুয়া
“ষাট হাজারী, হেলিকপ্টারী
হুজুররা সব কই
এই বিপদে সেই হুজুরদের
পথ চেয়ে যে রই।”
কত মজা করে পড়লাম। প্রত্যেকটাই ভাল লাগলো।
হাট হাজারীর টা যায় না ভোলা
মনে লাগলো এমন দোলা।
ভাল থাকবেন। শুভ কামনা।
মাহবুবুল আলম
দাদা!
ছড়াগুলি পড়ে ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ধন্যবাদ আপনাকে। শুভকাম।
সুরাইয়া নার্গিস
বাহ্! দারুন তো এক কবিতায় অনেক কিছু বুঝিয়ে দিলেন।
পড়ে অনেক ভালো লাগছে, এক কবিতায় সব দারুন লেখা।
শুভ কামনা রইল।
মাহবুবুল আলম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
ভাল থাকবেন সবসম!
সুরাইয়া পারভীন
চলুন তবে তারা বস্তা নিয়ে বেরিয়ে পরি
একটা একটা করে চোর ধরবো আর বস্তায় ভরবো।
হুজুরেরা এখন গা ঢাকা দিয়ে আছে
সময় মতো ঠিকই বেড়িয়ে আসে
সবগুলো ই চমৎকার লেগেছে।
ভালো থাকুন সুস্থ থাকুন
মাহবুবুল আলম
সুরাইয়া পারভীন!
ধন্যবাদ ও শুভেচ্ছা জানাবেন।
জিসান শা ইকরাম
ছন্দ ময় প্রতিটি ছড়াই বাস্তবতাকে নিয়ে লিখেছেন।
রিলিফ চোর, হুজুর, পেটুক– অনেক সুন্দর।
শুভ কামনা ভাই।
মাহবুবুল আলম
প্রিয় জিসান ভাই!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন। শুভকাম।
কামাল উদ্দিন
যেই হুজুর করোনার সূত্র
করলেন আবিস্কার
তিনিও কি হারিয়ে গেছেন
পাই না খোঁজে আর।
……….এই হুজুরদের ধরে জন সম্মুখ্খে জুতা পেটা করা উচিৎ
হালিম নজরুল
একের ভিতর একশত
তৌহিদ
বাস্তবতা নিয়ে লেখা গুচ্ছছড়াগুলি ভালো লেগেছে ভাই। ভালো থাকবেন।