
১
অজস্র ধোঁয়াশায় ঢাকা পড়েছে মন
প্রতিক্ষণ হতাশারা করছে বিচরণ
জীবন যেনো হয়েছে কেমন কেমন
তুমিহীন প্রতি মূহুর্ত হয় যে মরণ
তুমি প্রেম আমার তুমিই সর্বনাশ
তোমার অনলেই পুড়ি আমি বারোমাস
২
কতোটা অভিমান জমলে মনে
কংক্রিটের ন্যায় একটা শক্তপোক্ত-
দেয়াল তোলা যায়?
কতোটা অভিমান জমলে মনে
মায়া নামক বিষাক্ত বিষটাকে-
স্বমূলে উপড়ে ফেলা যায়?
কতোটা অভিমান জমলে মনে
ভালোবাসাকে প্রচন্ড ভাবে ভুলে থাকা যায়
কতোটা!! কতোটা!!
৩
মধ্যরাতে ফোটা নাইট কুইন নও তুমি
নও কোনো শিশির সিক্ত শিউলি
তবু কেনো তোমাতেই আকৃষ্ট আমি,
আকৃষ্ট হই প্রতিদিন প্রতিক্ষণ
হৃদয় মাঝে লুকিয়ে থাকা গুপ্ত প্রেম তুমি
তাই তো তোমাকেই ভালোবাসি সারাদিন
৪
যায় না দিন আসে না রাত
যেনো থেমে গেছে সময়
মনে রাখা ভুলে থাকা
যেনো আজ শুধুই সংশয়
৫
নাইবা পেলুম ভালোবেসে তারে
রেখে দিলুম হৃদয়ের গভীরে স্বযত্নে
একটু খানি ইচ্ছে করলুম পোষণ
মরণের কালে এসো প্রিয়
অপেক্ষায় রইলুম সেই মাহেন্দ্রক্ষণের
৬
প্রজাপতির ডানায় ভর করে
উড়বো একদিন নীল আকাশে
উড়তে উড়তে ক্লান্ত আমি
পৌঁছে যাবো তার হৃদ মন্দিরে
একটুখানি জায়গা নেবো করে নিজের নাম
ভালোবাসার ঘর বানাবো তার হৃদয় জমিনে
৭
টুকরো টুকরো স্মৃতি গুলো
নিজেরই অজান্তে দিগন্ত ছুঁয়ে গেছে
ছুঁয়ে গেছে হৃদয়ের শেষ সীমানা
এই দিগন্ত বিস্তৃত স্মৃতি গুলোই
রক্তাক্ত ক্ষতবিক্ষত করে আমার আমিকে
৮
বাম অলিন্দের ব্যথাটা হঠাৎ কোথায় মিলিয়ে গেছে
চিন চিন ব্যথার যে তীব্র যন্ত্রণা সেটা আর অনুভূত হয় না এখন
সময়ের সাথে সাথে সব ব্যথার উপশম হয়ে যায়
হয়ে যায় শেষ কষ্টের রেশ,স্মৃতিরা হয়ে যায় ফিকে
ভুলে যাই অধরা তুমিকে ধরতে চাওয়ার আকুলতা
অতঃপর তুমিই থেকে যাও আমার কবিতার প্রতিটি শব্দে
৯
প্রেম আজ মরীচিকা আলেয়ার আলো
দেখা দিয়ে আবার তা মিলিয়ে গেলো
জীবন এখন রঙহীন, প্রতি পরতে পরতে রঙ ঝরে যায়
কি জানি,কি লিখি হায় জীবন খাতার শূন্য পাতায়?
১০
আমার পৃথিবী আমিই
আমাকে ঘিরেই কাটে
আমার সারাবেলা
কান্না-হাসির ক্ষণ শেষে
আমার আমিতেই ফিরে আসা
তবুও কোথাও থেকে যায়
মায়া নামক বিষাক্ত যন্ত্রণা
থেকে যায় হারিয়ে তারে
ফিরে পাবার আকুলতা
৩৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কোনটা রেখে কোনটার কথা লিখব!
সুরাইয়া পারভিন
হুম সেটাই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সৈকত দে
অনেক কিছুর সংমিশ্রণ। ভালোই লেগেছে।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ জানবেন সৈকত দে
সুপর্ণা ফাল্গুনী
খুউব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা অশেষ দিদি💓
কামাল উদ্দিন
কি বলবো এটাকে আড়াই হালি প্রেম কাব্য? নাকি আধা কুড়ি প্রেমের অনু কবিতা? যাই হোক, লেখনিতে রয়েছে ভালোবাসার ঠাস বুনুন………..ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
কামাল উদ্দিন
অনেক অনেক শুভেচ্ছা
নাজমুল হুদা
অনুভবে অনুভূতির রস ফুটাতে এতো অনুভব।
যা বলতে ইচ্ছে হয় একটাই- সবকিছুর পর ভালোবাসি।
সুরাইয়া পারভিন
ভালোবাসি এটাই শেষ কথা। আন্তরিক ধন্যবাদ জানবেন ভাই
ছাইরাছ হেলাল
ভুলতে চাইলেও আমরা ভালোবাসাকে ভুলতে পারি না,
থেকে যায় কোথাও, গোপন কোন অলিন্দে……………। ৮ নং
সুরাইয়া পারভিন
একদম সঠিক
কেউ না জানুক হৃদয় ঠিকই জানে বাম অলিন্দে কতোটা ক্ষত রয়েছে লুকানো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সাবিনা ইয়াসমিন
সব কথার এক কথা হলো ভালোবাসা ভোলা যায় না। ভালোবাসতে যেটুকু সময় লাগে, তাকে ভুলতে সময় লেগে যায় সারাটা জীবন।
সব গুলোই ভীষণ ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
সত্যিই তাই সারাজীবনেও ভালোবাসা ভোলা যায় না।
কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
রেহানা বীথি
প্রত্যেকটি চমৎকার।
ভালোবাসাময়।
সুরাইয়া পারভিন
ভালোবাসা ছাড়া আর কি বা আছে বলেন আপু?
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
আরজু মুক্তা
প্রেম, রোমান্টিকতা, অভিমান এরপর শূন্যতা। কোনটাই বাদ নেই।
পরের ধাপে মায়া, আকুলতা।
আপা, সবগুলোই চমৎকার।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
কৃতজ্ঞতা অশেষ
সুপায়ন বড়ুয়া
কতোটা অভিমান জমলে মনে
মায়া নামক বিষাক্ত বিষটাকে-
স্বমূলে উপড়ে ফেলা যায়?
অভিমান করো না বন্ধু হায়
মায়ার জালে বাধিয়া রাখিব
আমি যে নিরুপায়।
অনেক ভাল লাগলো। শুভ কামনা
সুরাইয়া পারভিন
ঠিক আছে দাদা
অভিমান করবো না 😜
আন্তরিক ধন্যবাদ জানবেন
নুর হোসেন
সবগুলো পয়েন্ট নামে সরল হলেও গণিতের সুত্রের মত জটিল!
মগজে জট লেগে গেলো।
সুরাইয়া পারভিন
আহা! এতো ভীষণ সোজা
ভালোবাসা গো ভালোবাসা 😜
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মনির হোসেন মমি
টুকরো টুকরো স্মৃতি গুলো
নিজেরই অজান্তে দিগন্ত ছুঁয়ে গেছে
ছুঁয়ে গেছে হৃদয়ের শেষ সীমানা
এই দিগন্ত বিস্তৃত স্মৃতি গুলোই
রক্তাক্ত ক্ষতবিক্ষত করে আমার আমিকে
সবগুলোই চমৎকার।কেন জানি এটাই আমার কাছে সেরা।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ফজলে রাব্বী সোয়েব
অনন্য সাধারণ
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
প্রদীপ চক্রবর্তী
বেশ দারুণ কাব্যকথন দিদি।
ভালো লাগলো অনেক।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
কৃতজ্ঞতা অশেষ
জিসান শা ইকরাম
সবগুলোই ভালো লেগেছে,
২ নং টি একটু বেশিই ভাল লেগেছে।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কৃতজ্ঞতা অশেষ
তৌহিদ
কতোটা অভিমান জমলে মনে
কংক্রিটের ন্যায় একটা শক্তপোক্ত-
দেয়াল তোলা যায়?
এটি ছিল সেরা লাইন লাইন। প্রত্যেকটি অনুকবিতাই দারুন লেগেছে। ভালো থাকবেন আপু। শুভকামনা।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ইসিয়াক
চমৎকার
সুরাইয়া পারভিন
ধন্যবাদ অশেষ