কবি হে —–শুভ জন্মদিন
আজ ১৬ই অক্টবর কবি রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহর ৫৮ তম জন্মবার্ষিকী।মাটি ও মানুষের প্রতি আমূল দায়বদ্ধ এই কবির শিল্প মগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি’র স্বীকৃতি। অকাল প্রয়াত এই কবি তার কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্প ভাষ্য।
দেশপ্রেম ও স্বজাত্য মমত্ববোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির ক্লান্তি লগ্নে ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন’- এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি ততোধিক স্পর্ধায় তিনি উচ্চারণ করেছেন- ‘ভুল মানুষের কাছে নতজানু নই’।
যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাঁকে পরিণত করেছে ‘তারুণ্যের দীপ্ত প্রতীক’-এ। একই সঙ্গে তাঁর কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা।
তাই আজ কবির প্রতি শ্রদ্ধার্ঘ নিয়ে পেশ করলাম এই লিখা:
কবি হে
কবি হে জন্মেছিলে ক্ষণ জন্মা হয়ে
তাতে কি ?
তুমি যা দিয়েছ মোদের
ভুলবনা মোরা সারাটি জীবন।
কি ছিল তোমার লিখনিতে
প্রেমে পড়েছিল আপামর
জনতা যে।
তুমি হারিয়ে গেছ অজানায়
তাতে কি?
তোমার লিখনির মাঝে
থাকবে তুমি বেঁচে
কবিতা প্রেমীদের হৃদয়ে।
কবি হে
তোমার লিখা পড়লে
এখনো প্রেমে পড়তে
ইচ্ছে করে
নাম না যানা কোন তরুণী প্রেমে।
তায় ছোট এই শ্রদ্ধার্ঘ
তোমার প্রতি
এই কবিতা প্রেমীর।
৭টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বেশ হয়েছে
সীমান্ত উন্মাদ
আমার খুব প্রত কবিদের একজন। কবির জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা
নুসরাত মৌরিন
কবির প্রতি শ্রদ্ধার্ঘ…।
মোঃ মজিবর রহমান
কবির প্রতি রইলো শ্রদ্বা।
সতত কবি থাক সকলের হৃদয়ে।
স্বপ্ন নীলা
কবির প্রতি শ্রদ্ধা — এত কম বয়সে মৃত্যুবরন করেছেন যে মানা যায় না —–
হিলিয়াম এইচ ই
সুন্দর 🙂
রুদ্র রুহান
রুদ্র কে নিয়ে লিখবো এমন নুন্যতম যোগ্যতা আমার নেই
শুধু এতটুকু বলবো
রুদ্র- ভালো আছি, ভালো থেকো, যেখানেই থেকো , তোমার আকাশের ঠিকানা আছে, সে ঠিকানায় আমরা নিত্য তোমাকে লিখি।