
কবি মশাই তুমি জানো,
তোমাকে দেখে চোখ ক্লান্ত হয়না,
বিবর্ণ হয়না সুখ!
তুমি অদ্ভুত কবিতা প্রেমিক!
তোমার সাথে কথার পথে আলাপ,
কথায় কথায় পলাশের পাপড়িতে ভরে গেছে রাজপথ।
ভালোলাগার মোড়ে এসে বেঁকে গেছে গন্তব্যের দিক,
ফিরতি পথে তুমি এক বন্য আদিম নেশার ঝোঁক!
সত্যি বলছি মায়ের দিব্যি,
ছবির চেয়ে ঢের বেশি অভিব্যাক্তিময় তোমার চোখ!
যে চোখে উন্মুখ থাকে কবিতার শোক!
তোমার রাত্রির বাড়ি জীবনানন্দের পান্থশালা,
প্রেয়সী তোমার শব্দ তরঙ্গ,
চুলে বাঁধে সে প্যাচের খোপা,
গায়ে বাসন্তী শাড়ি,পায়ে নিক্কণ, গলায় ছন্দহার!
তার চোখে চোখ রেখে কাটে তোমার সন্ধ্যার অন্ধকার।
কবি মশাই তুমি জানো!
তোমার ঝাঁকড়া চুলের ঢেউয়ে রোজ হারায় কতো এলোকেশী মেয়ে।
অথচ তুমি কবিতার চিলেকোঠায় ঠায় দাঁড়িয়ে।
কবিতায় আছে নৈঃশব্দ্য বেনু যা চুপিসারে ইন্দ্রিয়াতীত স্রোতের নহর বইয়ে সৃষ্টির নেশায় মত্ত হবে,
তোমাকে দেবে কী? পরিতৃপ্তি?
সে গুড়ে বালি, তার কাছে আছে দহন ক্ষরণের ফালি!
কবি মশাই তুমি জানো!
কবিতা শুধু শব্দে বর্ণে হয়না রক্তে মাংসে ও হয়,
পার্থক্য শুধু তাকে কেউ কেউ কাঠগোলাপ কয়।
১৩টি মন্তব্য
বন্যা লিপি
পঙ্তিগুলো থেকে যাক ছন্দের শরীর জুড়ে।খুঁজে নিক বেঁচে ওঠার অদম্য মানে…….
খাদিজাতুল কুবরা
কবি মানে এলোমেলো বাউল মন।
এক জনমে জীবনের মানে খুঁজে পাওয়া হয়না কবির।
ভালোবাসা অশেষ আপু
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছোঁয়া কবি আপু ভাল থাকবেন
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ লিটন দা
ভালো থাকুন
রোকসানা খন্দকার রুকু
এতোকিছু হারানোর পরেও সে কাঠগোলাপ!!!
কলম চলুক দূর্বার গতিতে। শুভ কামনা বন্ধু,,,
খাদিজাতুল কুবরা
কবি মশাই কিন্তু সত্যিকারের কবি।
গাঁজাখোরের ভিড়ে আসল নকল চেনা যদি ও মুশকিল।
ভালোবাসা মরেনা শুধু কোমায় চলে যায়।
দীপার ডায়েরি
যে চোখের গভীরে কবি হারিয়ে ফেলে নিজে
যে চোখে চেয়ে অবসাদ ভুলে যায় অনায়াসে
সে চোখে ক্লান্তি নয় আছে সুখানুভূতি চরম রসদ
সেই রসদেই কবি হয়ে ওঠে প্রেমিক
চমৎকার লিখেছেন
খাদিজাতুল কুবরা
আপনার সাথে প্রথম পরিচয়।
সুন্দর মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম।
ভালো থাকুন এবং লিখুন এই আঙ্গিনায়।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন প্রিয় পাঠক
মনির হোসেন মমি
কবিতা শুধু শব্দে বর্ণে হয়না রক্তে মাংসে ও হয়,
পার্থক্য শুধু তাকে কেউ কেউ কাঠগোলাপ কয়।
মুগ্ধ কবি।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনার যদি এতটুকুও ভালো লাগে এ আমার পরম প্রাপ্তি।
মূলত এ কারণেই লিখি।
ছাইরাছ হেলাল
এমন ধ্যানী যোগী-চোখ দেখব বলে জেগে বসে আছি।
অবশ্যই সুন্দর কবিতা।
খাদিজাতুল কুবরা
আপনি পড়েছেন এই তো বড় প্রাপ্তি, মন্তব্য পেলে বর্তে যাই।
অনেক ধন্যবাদ ভাইয়া।
হালিমা আক্তার
অসাধারণ শব্দ শৈলী। আসলেই কবিতা প্রেমিকরা কবি দেখে কখনই ক্লান্ত হয় না। শুভ কামনা রইলো।