কপি পেস্ট কী তা আশাকরি আমরা সবাই জানি। তাই এই প্রসংগে আর আলোচনা নয়। প্রায় সমস্ত সাইটেই কপি পেস্টকে নিরুৎসাহিত/নিষিদ্ধ করা হয়। আমরা অনেকে এই কপি পেস্টের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানি না। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিছুটা ধারনা দেয়ার জন্য এই পোস্ট।
বাস্তবে বোঝানোর জন্য আমি সোনেলা ব্লগেরই উদাহরণ দিচ্ছি।
আমরা অনেকেই জান যে সোনেলার প্রায় ৭৮% ভিজিটর গুগল এবং অন্যান্য সার্চ সার্চ ইঞ্জিন থেকে আসেন। একজন ভিজিটর যখন কোন বিষয়ে সার্চ করেন গুগলে, তখন সে বিষয় যদি সোনেলায় থাকে তবে সার্চের ফলাফলে সোনেলার লেখার লিংকটি চলে আসে এবং ভিজিটর সেই লিংকে ক্লিক করে সোনেলার পোস্টটি পড়েন। ধরা যাক, প্রতিদিন সোনেলা ব্লগ ভিজিট করেন ১০০০ জন পাঠক। এই পাঠকদের মধ্যে ৭৮০ জন গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে আসেন। ২২০ জন আসেন সোনেলার নির্দিষ্ট পাঠক এবং ফেইসবুক থেকে। এখন কোন কারণে যদি গুগল অথবা অন্য সার্চ ইঞ্জিন সোনেলাকে ব্লক করে দেয়, তাহলে সোনেলার কোন পোষ্ট সার্চ দিলে আর পাওয়া যাবে না। ফলাফল হবে সোনেলা ৭৮০ জন পাঠক হারাবে। মাত্র ২২০ জন পাঠক সোনেলার লেখা পড়বে।
কপি পেস্ট লেখাগুলো সোনেলার জন্যে অত্যন্ত ক্ষতিকর।
সার্চ ইঞ্জিন যখন ধরে ফেলবে একটি লেখা অন্য কোন সাইটে সোনেলার পূর্বে প্রকাশিত হয়েছে, তখন গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন ভাববে সোনেলার সেই কপি পেস্ট করা পোস্টটি শ্রেফ চুরি করা। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে তখন সোনেলার লেখা ব্লক করে দেবে। সার্চ রেজাল্টে সোনেলার আর কোনো পোস্ট দেখাবে না। হঠাৎ করেই ভিজিটর-শূন্য ( গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের পাঠক) হয়ে যাবে ব্লগ। আমরা যারা সোনেলাকে ভালবাসি, তাঁরা কি এটা চাই যে, সোনেলার ভিজিটর কমে যাক?
আজকাল সবাই ইন্টারনেট ব্যবহারে পারদর্শিতা অর্জন করেছে। কোন লেখা কোথা থেকে কপি পেস্ট করে কোন সাইটে দিয়েছে তা অতি সহজেই বের করা যায়। যার লেখা কপি পেস্ট করা হল, তিনি সোনেলা ব্লগের উপর মামলা করতে পারেন।
অন্য সাইটের পাঠকরা যখন দেখবেন যে সোনেলা ব্লগে কপি পেস্ট পোষ্ট খুব বেশি, সোনেলার উপর আগ্রহ হারিয়ে ফেলবেন, আমাদের সাইটকে অবমূল্যায়ন করবেন।
আশাকরি খুব সহজেই বুঝাতে পেরেছি কপি পেস্ট কেন একটি সাইটের জন্য ক্ষতিকর।
লেখা সন্তানের মতোঃ
একটি সৃষ্টিশীল লেখা লেখকের কাছে সন্তানের মতো। সুন্দর একটি লেখার পেছনে লেখকের মেধা আর শ্রমের বিনিয়োগ করতে হয়। সেই লেখা আরেকজন কপি করে নিজের নামে চালিয়ে দেওয়াটা যেমন মূল লেখকের সাথে প্রতারণা, তেমনি তাঁর জন্যে কষ্টকরও বটে। অনেকেই লেখা চুরির ভয়ে নিয়মিত লেখালেখি থেকে সরে যান।
যিনি কপি/পেস্ট করছেন তাঁর ক্ষতিঃ
কপি পেস্টে অভ্যস্থ হয়ে গেলে লেখক তার সৃষ্টিশীলতা হারিয়ে ফেলবেন। তখন কষ্ট করে একটি লেখা না লিখে অন্য কোন সাইটের লেখা কপি করে অন্য কোন সাইটে পেস্ট করবেন। হয়ত কিছু লাইন ওলট পালট করে ঘুড়িয়ে ফিরিয়ে দেবেন। এটি কোনোমতেই উচিৎ না।
উদাহরণঃ
আসুন কিভাবে কাজ করে গুগল তা দেখি। গুগল সার্চ বারে লেখি ‘ প্রথম যুগে এখনকার মতো সুইচ চাপলেই ছবি উঠে যেত না ‘। এরপর এন্টার দেই। দেখুন এভাবে সার্চের ফলাফল এসেছে। লিংক।
এমন ভাবে হুবহু লাইন এক হওয়ায় একটি সময়ে গুগল সনাক্ত করে ফেলবে যে এই লাইন যুক্ত সোনেলায় প্রকাশিত লেখাটি পূর্বে অন্য সাইটে শিরোনামসহ প্রকাশিত হয়েছিল। আমরা যারা এখানের নিয়মিত পাঠক, তারা এমন পোস্ট কপি পেস্ট না বললেও, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন আমাদের মত ভাববে এমন কোনো নিশ্চয়তা নেই। এমন পোষ্ট বেশি হলে গুগল বা অন্য সার্চ ইঞ্জিন এক সময় সোনেলা ব্লগকে ব্লক করে দেবে এবং সোনেলার পোষ্ট আর সার্চ দিলে পাওয়া যাবে না। আমরা নিশ্চয়ই এমনটা চাই না।
এই ছবিটি সোনেলার ভিজিটর এর গ্রাফ। ১৪ মে হতে ১৯ মে পর্যন্ত এখানে দেখান হয়েছে। ১৪ মে পর্যন্ত সোনেলার ভিজিটর ঊর্ধ্বমুখী ছিল। এরপর কমে গিয়েছে। ব্লু কালার হচ্ছে নতুন ভিজিটর। আমরা তো সবাই চাই, সোনেলার পাঠক যেন দিন দিন বৃদ্ধি পাক। তাই না?
আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি ‘সোনেলায় কপি পেস্ট-আর না, আর-না’ ।
১২টি মন্তব্য
নীহারিকা
সুন্দর পোস্ট।
বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ।
নাজমুল আহসান
আমিও এই কথাগুলোই বলতে চেয়েছিলাম।
শুন্য শুন্যালয়
কপি পেস্ট লেখা কেন দেয় লোকে সেটাই আমার বোধগম্য নয়, যদি তা নিজের নামে চালায়। কিছু লেখা শেয়ার করা দরকার হয়ে পড়ে সেগুলোর কথা আলাদা, উপযুক্ত রেফারেন্স সহ তা দেয়া যেতে পারে। কিন্তু অন্যদের কথা বুঝতে পারিনা। এমনকি গুগল বা উইকিপিডিয়া থেকে পুরো কপি করে লেখা দেয়াও পছন্দ করিনা।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, আশা করি অভ্যস্থ মানুষদের বোধোদয় হবে।
আশা জাগানিয়া নিয়মিত না হলে আমাদের আশা ভরসার কী হবে বলুন তো?
মোঃ মজিবর রহমান
সুন্দর একটি পোষ্ট।
-{@
ইঞ্জা
ওরে বাবা, বলেন কি?
আসলে কপি পেষ্ট কেন মানুষ দেয়, দেয়াটা উচিত অবশ্যই নয়, আশা করি এই পোষ্টের পর সবাই সাবধান হবেন, আমরা নিশ্চয় চাইনা আমাদের এই ব্লগ বন্ধ হয়ে যায়।
খুব ভালো করেছেন এই পোষ্ট দিয়ে।
জিসান শা ইকরাম
সোনেলায় কপি পেস্ট- আর না আর না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
‘সোনেলায় কপি পেস্ট-আর না, আর-না’ । (y) শুভ কামনা নতুন সোনেলাকে -{@
অলিভার
ব্লগিং এর শুরু থেকে এখন পর্যন্ত কখনো ‘কপি-পেস্ট’ টার্মটার মধ্য দিয়ে যেতে পারি নি। নিতান্তই যদি কোন লেখা শেয়ার করার থাকত তাহলে হয় টপিক বুঝে পুরো লেখাটাকে নিজের মত করে লিখেছি কিংবা লেখকের ক্রেডিট সহ লেখাটি শেয়ার করেছি।
তবে, আমার নিজেরও দুটো ব্যক্তিগত WordPress এবং Blogspot ব্লগ রয়েছে। নিজের লেখা গুলি সেখানে টুকে রাখি। আর ঐ লেখা গুলি এখানেও সবার সাথে শেয়ার করি। এই ব্যাপারে কোন সোনেলা ব্লগে কোন নীতিমালা রয়েছে কি না তা আমার জানা নেই। থাকলে, তা জানানে উপকৃত হব।
ছাইরাছ হেলাল
সোনেলার অগ্রযাত্রা কামনায় রাখি,
অবশ্যই কপি পেস্ট-কে না বলি,
আপনাকে ধন্যবাদ।
মিষ্টি জিন
আমি এসব একটু কম বুঝি। কোন তথ্যের জন্য মাঝে মাঝ ে গুগুল মামার দ্বারস্হ হই।
যা আমাদের সোনেলার জন্য ক্ষতিকর তা অবশ্যই পরিহার করতে হবে।
ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
কপি-পেষ্ট করিনা কখনোই। তবে জানা থাকলো কপি-পেষ্ট কতোটা ভয়ঙ্কর!
সোনেলার ক্ষতি হবে এমন কাজ কখনোই করবোনা।
আপনাকে ধন্যবাদ আশা জাগানিয়া। তা এতোদিন কোথায় ছিলেন?
মৌনতা রিতু
আমি কপি পেষ্ট করতে পারি না অবশ্য। আসলেই এতে নিজের প্রতিভা নষ্ট হয়। আমি গল্পের বই পড়ে তা থেকে কয়েকটা মিলে হয়ত একটা লেখা লিখি।
কি জানি আমার পোষ্ট কেমন হয় ;? তবে ব্লগে যতোদিন লিখেছি যতো পোষ্টই লিখেছি তার ভিতর, ‘সুন্দরবন সংলগ্ন শ্রমজীবি পোষ্টটি আমার খুবই প্রিয়। আমি পোষ্টটি লিখতে সেই যায়গাতেও গেছি। এমন পোষ্ট আমি আরো লিখতে চাই।
দারুন কিছু জানলাম এই পোষ্টে। ধন্যবাদ।