ধর্মীয় সম্প্রীতির উদাহরন হচ্ছে আমাদের বাংলাদেশ।যুগ যুগ ধরে আমরা বাঙ্গালী রা সকল ধর্মের মানুষ একত্রে বসবাস করে আসছি।এদেশের ধর্মীয় উৎসব গুলো সার্বজনীন। ঈদের আনন্দে মাতোয়ারা থাকি আমরা সকল ধর্মের মানুষ।তেমনি পূজা পার্বনগুলোও আমরা সার্বজনীন ভাবে পালন করি।মুসলিমদের ঈদে মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান সবাই একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করি।তেমনি সনাতন ধর্মের দুর্গা পুজায়ও আমরা শুভেচ্ছা বিনিময় করি।
এই যে পারস্পরিক ধর্মীয় শ্রদ্ধা বোধ এতে এক ধর্মের উপর অন্য কোন ধর্মের চাপিয়ে দেয়ার কোন বিষয় নেই।এমন কোন উদহারন নেই যাতে ঈদ উদযাপনের কারনে কোন হিন্দু ধর্মাবালম্বী মুসলিম হয়ে গিয়েছেন। অথবা হিন্দুদের পূজা আয়োজনের কারনে কোন মুসলমান হিন্দু ধর্ম গ্রহন করেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম, নয় এখনো আমরা সুন্দর দিন কাটাতে চাই।
আমাদের দেশে এবার মুসলিম এবং হিন্দুদের দুটি বড় ধর্মীয় দিবস উদযাপিত হলো একই দিন। মুসলিমদের ঈদ এবং হিন্দুদের রথযাত্রা।দুই ধর্মের মানুষই যার যার ধর্মীয় পর্ব শান্তিপুর্ন ভাবে আয়োজন করেছেন। মুসলিমদের ঈদের নামাজের পরেই হিন্দুদের রথযাত্রা আরম্ভ হয়েছে।কোন মুসলিমের এতে সমস্যা হয়েছে কি?
ধর্ম নিরপেক্ষতার সর্বশ্রেষ্ঠ উদাহরন হতে চাই আমরা।মুসলিমদের মদীনা সনদেও তো এভাবেই বলা হয়েছে।
ফিরে তাকাই রমজানের প্রথম দিনে।দেশের বৌদ্ধ সম্প্রদায় মুসলমানদের ইফতারি করিয়েছেন প্রতিদিন।
আমরা এমন বাংলাদেশই চাই যেখানে আমরা বাঙ্গালী পরিচয়ে সামনে এগিয়ে যাবো।সম্প্রীতির এই মডেল সমগ্র বিশ্ব গ্রহন করবে।
উগ্র ধর্মীয় মৌলবাদ এভাবেই পরাজিত হবে বার বার।
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমাদের এ সম্প্রীতি বহুদিনের পুরানো।
আশা জাগানিয়া
আমরা এভাবেই থাকতে চাই।মিলে মিশে একাকার হয়ে।
জিসান শা ইকরাম
ধর্মনিরপেক্ষতার সবচেয়ে ভালো উদাহরন আমাদের বাংলাদেশ
ভারতেও আমাদের দেশের মত সম্প্রীতি নেই।
এই অবস্থা বজায় রাখতে হবে।
প্রথম ফটোটি পেলেন কোথায়?
পেইজ উপর নীচ করলে পেন্সিল গুলো মুভ করে 🙂
আশা জাগানিয়া
এই অবস্থা ইনশয়াল্লাহ বজায় থাকবে।গুগল থেকে নিয়েছি ভাইয়া।
প্রজন্ম ৭১
ভালো বিষয় খুঁজে বের করলেন।গুড শেয়ার।
আশা জাগানিয়া
ধন্যবাদ প্রজন্ম ভাইয়া।
ব্লগার সজীব
বর্তমান বাংলাদেশ নিয়ে গর্বিত আমরা।
আশা জাগানিয়া
আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত।
লীলাবতী
জামাত ইসলাম ক্ষমতায় আসলে খবর আছে।
আশা জাগানিয়া
তখন অবস্থা পালটে যাবে।
রিমি রুম্মান
সুন্দর পোস্ট। ছবিগুলো লেখাটিকে আরও সুন্দর করে তুলে ধরেছে। ধন্যবাদ আপনাকে।
আশা জাগানিয়া
আপনাকেও ধন্যবাদ আপু।
শুন্য শুন্যালয়
সম্প্রীতির খবর প্রচারে আমাদের অনিহা এখন। মন্দির মসজিদ ভাংচুর এসব খবর প্রচার করতেই যত আনন্দ।
মন ভরে গেলো আশা জাগানিয়া। এমন সম্প্রীতির বন্ধন দৃঢ় হোক আরো। -{@
আশা জাগানিয়া
সম্প্রীতির খবরে আকর্ষন নেই।দাংগা,লুটতারাজ,ধর্ষন,আগুন দেয়া এমন খবরে উত্তেজনা আছে তাই ওসব প্রচার করে।
মরুভূমির জলদস্যু
আসলেই অসাধারণ একটি দেশ আমাদের, আরো অসাধারণ আমাদের দেশের সরল মানুষেরা। তবে সব খালেই কি কুলাঙ্গার থাকে।
আশা জাগানিয়া
কিছূ খারাপ থাকবেই সব সময়।এটি স্বাভাবিক।
অনিকেত নন্দিনী
আমরা তো আমরাই!
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো……
আশা জাগানিয়া
……… সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি (3
নীলাঞ্জনা নীলা
সাম্প্রদায়িক সম্প্রীতি!
নতূন বাড়ী হচ্ছে ভাড়ার জন্য, কিন্তু হিন্দুদের দেবে না।
যাই হোক একটা বাসা পাওয়া গেলো, শর্তই হলো পুজা দেয়া চলবে না।
পুজা দিলে মনে মনে, উলুধ্বনি, কাঁসর ঘন্টা বাজানো চলবে না।
এমন আরোও অনেক আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বড়ো উদাহরণ ভারতে ভাঙ্গে মসজিদ, আর বাংলাদেশে মার খায় হিন্দু। আর দূর্গাপুজা আসছে, সম্প্রীতির উদাহরণ আরোও পাওয়া যাবে। অনেকেই বলবে রাজনীতির চাল। রাজনীতি যারা করে তারা মানুষ তো, নাকি?
তবুও বলি আমার দেশ। আমার আত্মা।
আশা জাগানিয়া
ভারতের চেয়ে আমরা অনেক ভালো আছি দিদি।
খেয়ালী মেয়ে
অনেক ভালো একটা পোস্ট (y)
আশা জাগানিয়া
ধন্যবাদ পরী আপু।