
কখনো ব্যর্থতা হয় সাফল্যের আনন্দ,
কখনো মিথ্যে দেয় সত্যের সূচনা,
বৈচিত্র্যময় ভুবনে আমি একজনা!
জীবনটা বড় কঠিন,
অগোছালো স্বপ্নের বালুচর,
পরাজয় পথে খুঁজে চলে বিজয়!
কখনো সুখের ব্যর্তা শুনে হয় উচ্ছাসিত
কখনো গল্পের মতো অনাকাঙ্খিত,
আমি সত্য মিথ্যে বুঝিনা,জীবন..
বাঁচাতে চাই একমুঠো অন্ন!
কে দেবে এমন আশ্বান..
কে জাগাবে এ বিশ্ব ভুবনে বিশ্বাস,
এই উদ্দাম সময়ে আমার সর্বনাশ!
যা স্বপ্ন দেখেছি…
আজ হয়েছে বিপর্জয়,
কখনো কারো কথা শুনে,রাত হয় রেলস্টেশন!
সঞ্জয় রমালাকার //
২০টি মন্তব্য
নীরা সাদীয়া
ভালো লিখেছেন। বানানের দিকে খেয়াল রাখলে পরবর্তীতে আরও ভালো হবে আশা করি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, অবশ্যই খেয়াল করবো,
বন্যা লিপি
দাদা, জীবনের কঠিনতম বোধ নিয়ে যখন কলম চালাই বা চালাবো….. তখন তার অনুভবটুকু জড়িয়ে থাকে বাক্যে এবং আক্ষরিক শব্দে।
আর তা যদি টাইপিং মিসটেকে ভুল বানান হয়!
তখন লেখা কবিতা ছন্দ হারায়।
বিষয়বস্তু নির্ধারন চমৎকার। বানান গুলো ঠিক হলে আরো সুন্দর লাগবে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দিদি, তবে যে শব্দগুলো ভুল হয় একটু লিখেদিবে ছোট ভাই মনে করে, আমি শুধরে নেবার সুযোগ পাবো।
জিসান শা ইকরাম
জীবনটা আসলেই এমন,
মেনে নিতে হয়।
ভালো লিখেছেন,
অন্যের লেখাও পড়ুন ও মন্তব্য দিন।
মনির হোসেন মমি
কে দেবে এমন আশ্বান..
কে জাগাবে এ বিশ্ব ভুবনে বিশ্বাস,
এই উদ্দাম সময়ে আমার সর্বনাশ!
জীবন এমনিই। দিতে চায় না অর্জন করে অধিকার আদায় করে নিতে হয়। খুব ভাল।
সঞ্জয় মালাকার
সত্যি বলছেন দাদা, অধিকার আদায় করে নিতে হয়।
অনেক অনেক শুভেচ্ছা দাদা।
ইঞ্জা
বেশ ভালো লেখা দিলেন দাদা, বানান গুলো সম্পাদনা করলে ভালো হয়।
সঞ্জয় মালাকার
সম্পাদনা করেছি দাদা,, কোটি কোটি ধন্যবাদ আপনাকে।
ইঞ্জা
শুভেচ্ছা দাদা।
রেহানা বীথি
দাদা, আপনার লেখা ভালো লাগে। টাইপিং মিসটেকগুলো একটু দেখে নেবেন। ব্যর্থতা, বৈচিত্র্যময়, অগোছালো, ব্যথা, বিপর্জয় বা বিপর্জস্ত — এসব ।
সঞ্জয় মালাকার
অনেক অনেক কৃতজ্ঞতা দিদি, শুভেচ্ছা অফুরন্ত
ভালো থাকবেন সব সময় ।
চাটিগাঁ থেকে বাহার
কবিতা ভালো হয়েছে।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হলাম, অনেক অনেক ধন্যবাদ দাদা।
নিতাই বাবু
কোথায় জয়, কোথায় বিজয়? আমি পরাজয় বরণ করেই বসে আছি। বিজয়ের সম্ভাবনা নেই বললেই চলে।
সঞ্জয় মালাকার
আসবে দাদা আসবে, একটু অপেক্ষা করুন।
অজস্র ধন্যবাদ দাদা শুভেচ্ছা অফুরন্ত।
নিতাই বাবু
তাহলে আমি অপেক্ষায় থাকলাম, দাদা।
সঞ্জয় মালাকার
🌹🌹🌹🌹
আরজু মুক্তা
আপনি জীবনের কঠিন দিকটা বিষয়বস্তু করেন। এটা ভালো লাগে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি,
দিদি আমি এই কঠিন দিকটা’ই দাঁড়িয়ে আছি।
অনেক অনেক ভালো লাগা দিদি।