এদেশে শূন্য থেকে জীবন শুরুর দিনগুলোতে অনেক কাঠ, খড় পুড়িয়ে যখন একটি চাকুরী জুটে, নিজেকে ভীষণ আত্মবিশ্বাসী মনে হতে থাকে। একে ওকে এটা সেটা দেবার ইচ্ছা জাগে। বাবা’কে একটি সুন্দর লাঠি পাঠাই। প্রয়োজনে সেটি ফোল্ড করে ছোট করে রাখা যায়। আমার প্যারালাইজড বাবা তাতে ভর করে খুড়িয়ে খুড়িয়ে শহরময় ঘুরে বেড়ান। খুশি হন। একে ওকে দেখান। তাঁর সে আনন্দ মিইয়ে যায় তখনই, যখন তিনি হিসেব করেন এক ডলারে কত টাকা হয়… এবং এর মূল্য বাংলাদেশী টাকায় কত। এরপর থেকে কিছু দিতে চাইলেও খুব সতর্ক ভাবে এড়িয়ে যান। বলেন, বাংলাদেশে এখন সবই পাওয়া যায়…
অনেক বছর বাদে বাবা আরো বৃদ্ধ হন। ব্রেইন সেলগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। আচরনে ছেলেমানুষি দেখা দেয়। এবার নিজ থেকেই একটি মোবাইল ফোন চান। আমি দেশ থেকে একটি কিনে দিতে বলি। বাবা নিতে চায় না। তার ধারনা, আমি এখান থেকে দিলেই সেটি ভাল হবে। অবশেষে পাঠাই। আনন্দে টেলিফোন ইনডেক্স নিয়ে বসেন। খুঁজে খুঁজে পুরনো বন্ধুদের ফোন করেন। কুশল বিনিময়ের ফাঁকে উচ্ছসিত কণ্ঠে জানিয়ে দেন___ এটি তাঁর নতুন ফোন… আমেরিকা থেকে এসেছে। আমি ফোন করলেও খল্বলিয়ে অনেক কথা বলে যান___ বাসার পাশের মসজিদের চারতলার কাজ শুরু হবে সহসাই… বর্ষা মওসুম গেলেই গ্রামের কবরস্থানের চারিদিকের ওয়াল তোলার কাজে হাত দিবে…পাড়া প্রতিবেশীদের সুসংবাদ, দুঃসংবাদ… সব স-ব…
সামান্য একটি উপহারে এমন খুশি আর কখনো কাউকে হতে দেখিনি…
## বাবা’রা চিরকাল দিয়েই যায়। আমাদের চাওয়াগুলো পূরণ করতে গিয়ে তাদের কতো না নির্ঘুম অসহায় রাত কেটেছে একটা সময়। কিন্তু বৃদ্ধ বয়সে তাদের ছোট ছোট আনন্দগুলো’র দিকে আমরা কয়জনই-বা খেয়াল রাখি ? তাদের ছোট ছোট উচ্ছ্বাস, আনন্দগুলোই কিন্তু আমাদের জন্যে আশীর্বাদ।
১৮টি মন্তব্য
আবু জাকারিয়া
“কুশল বিনিময়ের
ফাঁকে উচ্ছসিত কণ্ঠে জানিয়ে দেন___
এটি তাঁর নতুন ফোন…
আমেরিকা থেকে এসেছে।”
রিমি রুম্মান
আমার বাবার শেষ সময়টা এমন ছেলেমানুষির মাঝে কেটেছে।
খসড়া
মন মোর মেঘের সঙ্গী
রিমি রুম্মান
অনেকদিন পর গানটি শুনলাম, মন্তব্যটি দেখে। ভাল থাকুন।
শিশির কনা
আপু লেখাটি পড়ে কান্না চলে আসলো বাবার কথা ভেবেই।কতদিন পরে এমন আবেগ দিয়ে একটি লেখা পড়লাম।
রিমি রুম্মান
পিতা-কন্যা সম্পর্কটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পর্ক মনে হয় । ভাল থাকুন।
লীলাবতী
একটি সময়ে বাবারা শিশুর মত হয়ে যান।লেখাটি অন্তর স্পর্শ করে গেল আপু।
রিমি রুম্মান
যার বাবা নেই, সেই কেবল আমার মতন করে অনুভব করবে__ বাবা কি? ভাল থাকুক সকল কন্যা’র বাবারা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জীবনের এ এক ভিন্ন অধ্যায় ভিন্ন চরিত্র যা কেবলি ধবধবে সাদা -{@
রিমি রুম্মান
ঠিক বলেছেন। ভাল থাকুন। শুভ কামনা নিরন্তর।
মেহেরী তাজ
এমন ভাবে ভাবিনি আপু এখনো,আরো পরে যখন বাবা বৃদ্ধ হবেন,আমি জব করবো তখন হয়ত বুঝতে পারবো।#বাবা’রা চিরকাল দিয়েই যায়। আমাদের চাওয়াগুলো পূরণ করতে গিয়ে তাদের কতো না নির্ঘুম অসহায় রাত কেটেছে একটা সময়।# একদম সত্যি বলেছেন আপু।
রিমি রুম্মান
বাবারা যখন থাকেন জীবনে, তখন আমরা কেউই এমন করে ভাবি না।
সঞ্জয় কুমার
সময় খুব দ্রুত চলে যাচ্ছে । হারিয়ে যাচ্ছে কাছের মানুষ গুলো
রিমি রুম্মান
দুর্লঙ্ঘ্য এক দেয়ালের ওপারে চলে যাচ্ছে একে একে। জীবন আসলেই খুব সংক্ষিপ্ত।
ইমন
🙁
রিমি রুম্মান
ভাল থাকুন। শুভকামনা নিরন্তর।
নুসরাত মৌরিন
ঠিক আপু।বাবারা আজীবন শুধু দিয়েই যান,আমাদের এমন ছোটোখাটো উপহার তাদের শিশুর মত উচ্ছ্বসিত করে দেখলেও কী ভাল্লাগে!!
তাদের শেষজীবনটা যেন সব সন্তান এমন আনন্দে ভরিয়ে দেয়-বিধাতা যেন জগতের সব পিতাকে সুখী করেন-এটাই কাম্য।
রিমি রুম্মান
ভাল থাকুক সকল পিতা’রা। ভাল থাকুক তাদের সন্তান’রা।