এভাবে চলতে চলতে একসময়।।

ভায়লা সালিনা লিজা ১০ জানুয়ারি ২০১৬, রবিবার, ০১:৫২:১৭অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

 

ঠায় দাঁড়িয়ে থাকাই গাছের ভাষা
তাই গাছে উঠতে পারিনা আমি।
পায়ের শব্দে ঘুম ভেঙে যায় তার

বাতাস ইচ্ছা করলে কথা বলতে পারে ফিসফিসিয়ে
তবু কথা বলার ইচ্ছা নেই বাতাসের।
যাদের ভাষা নেই তারা কেউ বাঁচেনা

হাসির জন্যই আকাশ মুখোমুখি হতে সাহস পায় অন্ধকারের।
শুধু অপলক চেয়ে থাকে অন্ধকার চাবুকের মতো

আমার ছোট হাসি
সংসার ঘিরে বয়ে চলছে আমারই নাম ডাকতে ডাকতে।।

৪৯২জন ৪৯২জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ