
এখনও কি তুমি অপেক্ষায় সেই তপ্ত দুপুর পোহাও
অপেক্ষার বেলকনিতে দাঁড়িয়ে
শাড়ি কি পরো আজো একগুচ্ছ ভুলে ভরা নিয়মে।
জানো, আমি তোমার জলপাইয়ের আচারে
হাত ডুবিয়ে খুঁজি তুই তুই ভরা টক ঝাল দুষ্টুমি।
বিলম্বিত সত্য বাক্যে সেদিন
বুঝি যখন- অগ্নি রাগের বরফ কুচি তোমার ভিতরে
মেঘের চেয়ে আরো বেশি শক্তি সঞ্চয়ে জমাট বাঁধে।
হঠাৎ আমি কালো মেঘের ঘরে
তুমুল অস্থিরতায় সিঁড়ি নামতে নামতে পড়ে গেলাম
ব্যথা কী সেদিন- বুঝি উঠেনি এক গাঢ় অনুপস্থিত প্রযত্নে ।
তারপর বারবার তোমার সীমান্তে
নিজেকেই দোষী মেনে অভিযোগ ঢাল ছিলে আমার কাছে
আমাকেও সেদিন- নিয়ে গিয়েছি তোমার খুব কাছাকাছি
জানো নাই-বলবো না আমরা ভুল করেও কোনোদিন
এভাবেই দূরান্তে বসে চুপচাপ ভালোবেসেই কাছে থাকি।
নেত্রকোণা, ময়মনসিংহ।
২০টি মন্তব্য
মাসুদ চয়ন
ভুলে যাওয়া যায়না তারে তাঁহারে,ভুলে যাই ভুলতে।কারনে অকারনে বোধ মোহনায় বেদনার ঝড় ওঠে।এলোমেলো হয়ে যায় সময় ক্রম।শুধু কাব্যরা জাগে।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍।
একটি কাব্যিক মন্তব্য উপহার দেওয়ার জন্য
নিতাই বাবু
হৃদয়ছোঁয়া মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। লেখককে শুভেচ্ছা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদাভাই 😍
তৌহিদ
এটা কি অভিমান? যদি তাই হয় তাহলে এমন অভিমান আমি বারবার করতে চাই।
ভালো লিখেছেন ভাই।
নাজমুল হুদা
এটা অভিমান এবং সমানুপাতিক অভিমান। কেউ কাউকে দোষারোপ করে না।
বারবার এমন অভিমান করেন আর কবিতা পড়েন।
ধন্যবাদ ভাইয়া 😍
তৌহিদ
মন্তব্য ভালোই লিখতে পারেন দেখছি।
নাজমুল হুদা
হা হাহা হা, ভাইয়া অভিমান থেকে লিখি নাই মন থেকেই লিখছি।
জিসান শা ইকরাম
স্মৃতি কাতরতা,
কত কিছু, কত ভাবে যে মনে আসে তাকে,
কাছে নেই, তবে কাছাকাছিই থাকা
আর ভালোবাসা।
ভালো লেগেছে কবিতা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍।
কাছে না থাকলেও, ভাবনার সীমানা নাই।
শিরিন হক
আমিও ভুলতে পারিনি সময়ের কুনসুটি।
ফেলে আসা যত আকুলতা।
সময়ের স্রোতে ভেসে যাই শাড়ী আর হয়না পড়া।
দুচোখের নিচে কালো দাগ রেখে গেছে নিশীতের অভিমান।।
হারানো দিনের স্মৃতি ব্যাকুল করে প্রান।
নাজমুল হুদা
হুম আপু, সময় সময়ের বিপরীত অবস্থানে অবস্থান করে।
ধন্যবাদ অসংখ্য
ছাইরাছ হেলাল
আপনার মিষ্টি প্রেম-স্নিগ্ধতা আমাদের-ও ছুঁয়ে ছুঁয়ে যায়।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
আরজু মুক্তা
আত্মিক ভালোবাসা!!বিরল ভালোবাসা।ভালো লাগলো
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ আপু 😍
মনির হোসেন মমি
জানো, আমি তোমার জলপাইয়ের আচারে
হাত ডুবিয়ে খুঁজি তুই তুই ভরা টক ঝাল দুষ্টুমি।
চমৎকার বাক্য চয়ণ।
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😍
হাফেজ আহমেদ রাশেদ
মনোমুগ্ধকর পরিবেশন, ভালো লেগেছে পাঠে
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই 😍