
বিভিন্ন সময় বিল্ডিং এর বিভিন্ন কাজের জন্য আমাদের এষ্টিমেট করার প্রয়োজন হয় ।
আমি নিচে নিজের তৈরি একটা এক্সেল ফাইল দিলাম এটা দিয়ে আপনি সহজেই বিভিন্ন আইটেমের এষ্টিমেট নিজেই করতে পারবেন ।
ডাউনলোড করার আগে দেখেনিন আপনি এটা দিয়ে কি কি কাজ করতে পারবেন ।
১) রেশিও বা অনুপাত অনুসারে ঢালাইয়ের কাজের আয়তন /পরিমাণ এবং উক্ত কাজের জন্য প্রয়োজনীয় মালামালের পরিমাণ । (এখানে ইনপুট হিসাবে ঢালাই করার স্থানের দৈর্ঘ্য প্রস্থ এবং ঢালাইয়ের উচ্চতা বা থিকনেস দিতে হবে । )
২) ইটের গাঁথুনি , প্লাষ্টার জন্য প্রয়োজনীয় মালামালের পরিমাণ ।
( এখানে ইনপুট হিসাবে গাথুনির দৈর্ঘ্য এবং প্রস্থ দিতে হবে । )
৩) বিভিন্ন সাইজের রডের ওজন বের করা যাবে । (এখানে রডের ডায়া মিলি মিটারে দেখিয়ে দিতে হবে এবং উক্ত রডের দৈর্ঘ্য ইনপুটে উল্লেখ করতে হবে )
৪) জমির পরিমাপ বের করা যাবে ।
(এখানে জমির দৈর্ঘ্য প্রস্থ ইনপুটে দিলে শতাংশ বা কাঠায় প্রকাশিত হবে)
কারও সমস্যা হলে কমেন্টে জানবেন ।
ডাউনলোড লিংক
https://db.tt/JupEooVe
১৮টি মন্তব্য
অলিভার
ওরে! বিশাল কাজের সফট!
কনট্রাকশন কাজে এইবার আর ফাঁকি ঝুকি দিয়ে টাকা নিদে পারবে না কনট্রাকটর
সঞ্জয় কুমার
হুম । আমি থাকতে আপনাদের কোন ভরসা নেই । :p
শুন্য শুন্যালয়
ভাইয়া চাল, ডালের হিসাব রাখার জন্য সফট লাগবে আমার। দুস্টুমি করছিনা সত্যি বলছি। কিছুতেই মনে রাখতে পারিনা।
🙁
অনেকের কাজে লাগবে হয়তো আপনার পোস্টটি। ধন্যবাদ।
সঞ্জয় কুমার
ধন্যবাদ ।ওটাও এক্সেলে হয়ত তৈরি করা যাবে । তবে এসব ব্যাপারে অলিভার ভাই আমার চেয়ে বেশী অভিজ্ঞ 😀 । । আমি ইট বালির সিমেন্টের হিসাবই ভাল বুঝি ।
অলিভার
@সঞ্জয় কুমার ভাইয়া আমি এক্সেলে তেমন বেশি জানি না। তাই এইসব বলে কোন লাভ হবে না।
@শূন্য শুন্যালয় আপু হিসেব প্রক্রিয়াটা বুঝিয়ে বললে হয়তো দেখা যেতো। একটা ধারনা আমি দিচ্ছি আপনি বাকি গুলি বুঝে বলুন।
যেমন ১০ দিনের হিসেব ধরলে যদি আমি ৪দিন বাজার করি সেখানে ৪ দিনের টোটাল বাজার করে ইনপুট দিলেই মোট হিসেব চলে আসবে। আবার আপনি ইচ্ছে হলে প্রতিটা জিনিষের দাম আলাদা আলাদা ভাবে বসিয়েও বের করতে পারবেন।
তারপর আপনার বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, পানি বিল, বুয়ার বিল, আনুষঙ্গিক খচর, অন্যান্য খাত এইসব বিল একত্রিত করে সেখান থেকে একটা খরচ বের করা যাবে।
এর সাথে বিভিন্ন সময়ে বা বিভিন্ন খাত থেকে আসা টাকা গুলির হিসেব একত্রিত করা যাবে এবং সেখান থেকেও একটা হিসেব পাওয়া যাবে।
সব শেষে এই সব মোট থেকে একটা হিসেবে যেতে হবে।
আমি একটা মডেল তৈরি করলাম। বাকি জিনিষ গুলি বলে দিলে আপডেট করে দিতে পারবো।
গুগল ডক স্প্রেডশিট (মডেল) লিংক : http://goo.gl/Sw27s4
সঞ্জয় কুমার
lol আপনি তো বস ।
অলিভার
:Be-Happy:
শুন্য শুন্যালয়
আরে বাপরে অলিভার, আপনি দেখছি সত্যি বস।
এইবার আমি পারবোই পারবো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙂
সঞ্জয় কুমার
একটিভ লিংকটা এখানে https://db.tt/JupEooVe
সঞ্জয় কুমার
সরি আগের লিংকটা করাপ্টেড হয়েছে NEW UPDATE LINK https://db.tt/Hw5WhcYd
অলিভার
সঞ্জয় ভাইয়া ড্রপবক্সের কিছু সমস্যা রয়েছে। লিংক রিজেনারেট করলে আগেরটা লিংক বাদ হয়ে যায়। এখানে আপলোড করে দিলাম। আশা করি সমস্যা হবে না 🙂
লিংক : https://copy.com/g6AYLP9aJ29N
সঞ্জয় কুমার
ধন্যবাদ । আপনাকে ।
অলিভার
:Happy:
মা মাটি দেশ
:Approve:
সঞ্জয় কুমার
কেমন আছেন ? অনেকদিন পর দেখা হল ?
সঞ্জয় কুমার
আচ্ছা কেউ কি ফাইলটা ডাউনলোড করেছেন? লিংকটা কাজ করছে তো ?
খসড়া
থ্যাংক্স। এই পোস্টের জন্য।
সঞ্জয় কুমার
আপনাকে ও ধন্যবাদ ।