
চকমকি পাথরের মত স্বপ্ন-ইচ্ছে পুষে রেখেছি
আন্দোলিত বুকের মাঝে, নিরস তুষের আগুন-রতি,
আধা ডুবন্ত তুষার-পিণ্ডে;
নিরবিচ্ছিন্ন হৃদয়ে যত্নে রাখা স্বপ্ন গুলো ধোঁয়াশা হয়ে
উড়ে যেতে চায়, যায়-ও;
কখনও ফিরে আসে চকচকে দু’ধার জিহ্বা নিয়ে
চায় এক চুমুক স্বেদ-রক্ত, পাজি পাজি নখগুলো উঁচিয়ে রাখে,
চোখ গেলে দেবে বলে, যুদ্ধরতের যুদ্ধ যুদ্ধ খ্যালা।
বৃষ্টি বেজে চলা শরীরে বৃষ্টি ভেজা হতে হতে সবুজ বন-ভূমি
হাঁটু মুড়ে বসে পড়ে, ঘাড় নুইয়ে, মাটির বুকে;
উপত্যকার গাঢ় ডাক এড়িয়ে, এই শরতে;
ছবি নেটে থেকে।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
‘যাতে চায়’ এর এখানে যেতে চায় হবে কি ভাইয়া? স্বেদ, খ্যালা এগুলো ও একটু দেখবেন ভাইয়া। দেখা যাক এবারের শরৎ কি রেখেছে আমাদের জন্য। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
যাক এতদিনে আমার লেখায় মন দিলেন!!
স্বদ-রক্ত বলতে রক্ত-ঘাম বোঝাতে চেয়েছি, খ্যালা তুচ্ছার্থ বোঝাতে এমন করে লিখেছি।
শরতের মনে কী কী আছে কে জানে!! সামান্য যা জানান দিচ্ছে তা-ই শুধু লিখলাম,
এখন দেখি না কী হয় বলে সামান্য অপেক্ষায় আছি।
ভাল থাকবেন, এমন পড়ে পড়ে।
সুপর্ণা ফাল্গুনী
খালি আমার নামে বদনাম দেন। আমি একমাত্র আপনার লেখার ভুল খুঁজে বেড়াই মনের আনন্দে কারণ আপনি বানান ভুল ধরিয়ে দিতে বলেছেন, এবং সেটা আপনি খুব সুন্দর ও সহজভাবে নেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খ্যালাটা ভেবেছিলাম একবার তাচ্ছিল্যের ভাবেই লিখেছেন তয় স্বদ-রক্ত টা নিয়ে সন্দেহ ছিলো।
ছাইরাছ হেলাল
কৃতজ্ঞতাকে বদনাম বলে চালিয়ে দিলেন!! লক্ষণ সুবিধের না।
শরতের মন বোঝা দায়, কী না কী করে, কী না কী ভাবে, দেখছি আর দেখছি।
সুপর্ণা ফাল্গুনী
তা মুই জানি । আপনাদের আশীর্বাদ এ সিক্ত হয়ে যাই। আমার প্রতি কৃতজ্ঞতা এ যেন অমূল্য আশীর্বাদ। অবিরাম শুভ কামনা
ছাইরাছ হেলাল
আহা আহা!! কত কথা কয় রে!!
রিতু জাহান
আজ দুপুরের ঝুম বৃষ্টির সাথে বেজেছিলো পায়ের নুপুর জোড়া,,, জোরে তাল মিলাতে দেখি একপায়ে নুপুর অদৃশ্য হলো,,,
শরীর ছুঁয়ে নেমে যাওয়া প্রতিফোটায় তৃষ্ণার মারণসম দোটানা সংশয়,, থাকবে কি নেমে যাবে!
মধ্যাকর্ষন ভাটির পথ অপেক্ষার অবসান ঘটিয়ে চলে যায় সাগর ভরাতে।
কোন ফোটা সে জল শরীর ছুঁলো তা যেনো অচেনা হলো।
ফিরে আসবে আব্নার তারা পুন বৃত্তে পাহাড় বুকে।
এই স্বপনে মেঘেদের উল্লসিত গর্জনে মুখরিত বাজে কদম কিশোরী,,,
ছাইরাছ হেলাল
বাহ্, বেশ বেশ আর একটু বাড়িয়ে লিখে ফেলুন, আমরা পড়ি।
কদম কিশোরীর উল্লোসিত নৃত্যে চোখ রাখতে চাই।
সুন্দর সুন্দর মন্তব্য। ধন্যবাদ দিলাম।
রিতু জাহান
বলছেন! ওকে সাহস রাখলাম।
ছাইরাছ হেলাল
আপনি সাহসিনী, প্রমাণিত,
অপেক্ষাটুকু আমাদের।
হালিমা আক্তার
প্রকৃতি বসে আছে শরতের অপেক্ষায়। ধোয়া মোছা বৃষ্টির জলে কাশফুল যেন নতুন স্বপ্নের বীজ বুনে। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
স্বপ্ন বীজের অঙ্কুরোদ্গম দেখতে চাই, কাশফুলের শরতে।
ভাল থাকবেন।
আরজু মুক্তা
আমার অলকানন্দা না হলে শরৎ মনে হয় না।
শরৎ ক্ষণস্থায়ী তবুও দোলা দেয়।
মন ভালো নেই।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
অমরাবতী তো আপনার অপেক্ষায়, মন ভাল করে দেয়ার জন্য।
শুভ কামনা আপনার জন্য ও।
সাবিনা ইয়াসমিন
শরত তাহলে চলেই এলো!
আষাঢ়ে গুটানো তুষের-রতি জ্বলে জ্বলজ্বল হোক, আলোকিত হয়ে উঠুক হেমন্তের দূর-পথ।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
শরতের ভাব করার চেষ্টায় আছি, দেখি স্বপ্ন শরৎ ধরা দেয় কী না!!
ভাল থাকুন।