
জানি, একদিন আমার ও বয়স বাড়বে;
নুয়ে পড়বে যন্ত্রনা ও!
চল্লিশ পেরিয়ে পঞ্চাশ ছোঁবে;পঞ্চাশ পেরিয়ে ষাটের কোঠায়__
বার্ধক্য যেখানে সংবর্ধনা দেবে!
সেদিন কি তুমি সেথায় দাঁড়িয়ে রবে!
সব বাধার পাঁচিল ভেঙে আমার হাতটি ধরবে?
আবোল তাবোল ভাবনায় নেই যতি ছেদ!
নির্ঘুম চোখে ভবিতব্যের ধারাপাত;
এখন অনেক রাত।
রাতের গায়ে জাঁকালো শীত;
শীতের আমেজ মেখে ঘুমন্ত জগৎ।
আমার হিমাচল হৃদে স্মৃতির অনাবৃত কাঁধ,
যে কাঁধে মাথা রাখলে কাঁটাতার বিঁধে!
হুল ফোটায়!বিষোদগার করে! সুক্ষ সূচাগ্রের খোঁচায়।
তীব্র বিষে ছেয়ে যায় ধমনী,মস্তিষ্কের সব নিউরন!
পাগলপারা হয়ে ছুটি তখন মুক্তির নেশায়,
প্রত্যুষ শিশির কুয়াশায় ধুয়ে নিতে চাই,
অনাহুত যন্ত্রনার নীলাবরণ।
অতঃপর কষ্টের ধার হয় কিছুটা বিকল!
মিঠেল রোদের গা ঘেঁষে দুপুর গড়াবে হেসে হেসে,
আসবে মনোহারি বিকেল।
নিরামিষাসী শীতের শেষে,
আমাদের ও একটি বসন্ত চাই!
যদিও পড়ন্ত বেলায় ঘনিয়ে আসছে সন্ধ্যা প্রায়!
সেদিন আঁধারে ভয় পেয়োনা,
আমি ও হবো নির্ভয়া, মানবোনা কোনো মানা।
বয়সের ডানা ভেঙে গেলেও,
কপোতাক্ষ তীরে আনমনে হাঁটবো দুজনা।
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ কবি কুবরা আপু অনেক শুভেচ্ছা রইল
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ লিটন দা।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপমার শৃঙ্খলে জীবনমূখী কবিতা।
বেশ মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।
খাদিজাতুল কুবরা
আপনাকে আন্তরিক ধন্যবাদ। শুভকামনা জানবেন।
ফয়জুল মহী
দারুণ সুন্দর কবিতা
মুগ্ধ হলাম
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ মহী ভাইয়া। কৃতজ্ঞতা জানবেন।
জিসান শা ইকরাম
রাত এ আমরা নিজেকে নিয়ে, নিজের অপূর্ণ ইচ্ছে গুলোর কথা ভাবি,
হিসেব করি প্রাপ্তি আর অপ্রাপ্তির।
নির্ভয়ার স্বপ্ন পূরণ হোক।
সুন্দর আশা জাগানিয়া কবিতা।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
এতো সুন্দর মন্তব্য অনুপ্রেরণার অনন্য উৎস। কৃতজ্ঞতা অপরিসীম।
ভালো থাকুন ভাইয়া।
রোকসানা খন্দকার রুকু
একটা দিন খুব জরুরি। সবার ইচ্ছে করে।
এমন ইচ্ছে পুরন করার আশায় রই আমরা সবাই।
কবিতার রানীর কবিতা সুন্দর হয়েছে। শুভ কামনা রইলো।😍😍
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ বন্ধু! অনুপ্রেরণা পেলাম।
ভালো থেকো।
তৌহিদ
বসন্তে বসন্তে বেলা বয়ে যায়, সাধ না সাধনা কিছুই মিটিলোনা। অতি সুন্দর অনুভব।
ভালো থাকুন সবসময়।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
শীত শেষে বসন্ত তো আসবেই
খাদিজাতুল কুবরা
একদম তাই।
আমরাই অসহিষ্ণু হয়ে পড়ি।
ভালো থাকবেন আপু।
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
শীত-ভালোবাসার অতৃপ্ত-তীব্রতা বুঝতে পারছি।
এমন দারুণ লেখায় মন্তব্য করা খুব কঠিন।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
আপনার মন্তব্য মানেই অনুপ্রেরণা।
সুপর্ণা ফাল্গুনী
চল্লিশ পেরিয়ে পঞ্চাশ, পঞ্চাশ পেরোলেই ষাটের বার্ধ্ক্যকে বরণ করে নিতে হয় । সাধ গুলো পূর্ণ, অপূর্ণতায় জীবনের শেষ গন্তব্যে পৌঁছে যায়।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
খাদিজাতুল কুবরা
একদম ঠিক বলেছেন দিদি ভাই।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল
জাকিরুল চৌধুরী
চমৎকার লিখেছেন কবি
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল