এই ভেজিটেবল রোল বানাতে কোন খরচ নেই। তেলে চুবিয়ে বানাতে হবেনা। তেল পোড়া গন্ধ মুক্ত। সবচেয়ে সহজ এবং স্বাস্থ্য-সম্মত।
কিভাবে বানাবেন ?
খুবই সহজ। হাতে কলমে শিখিয়ে দিচ্ছি ফটোর সাহায্যে। মাল্টি মিডিয়ার যুগে বাস করে ফটোর সাহায্যে বুঝাবোনা এমন হতে পারেনা।
প্রথমে একটি হাফ প্লেটে সবজি নিন , অন্য প্লেটে আটার রুটি

একটি চামচ দিয়ে সবজি রুটির উপরে এভাবে রাখুন

এবার রুটিটি রোল করুন সাবধানে। ছিড়ে না যায় আবার।

ব্যাস হয়ে গেলো ভেজিটেবল রোল 🙂

এবার মনের আনন্দে কামড়িয়ে কামড়িয়ে ভেজিটেবল রোল খান। ইচ্ছে হলে একটু সস নিতে পারেন,প্রতি কামড়ের পুর্বে 🙂

জানি প্রশ্ন করবেন সবজি আর রুটি কে বানিয়ে দেবে?
কেন আপনার বউ আছে না ? না থাকলে মা। কেউ যদি না থাকে কাজের বুয়া রহিমা আছে না ?
তো- বানিয়ে ফেলুন ভেজিটেবল রোল  🙂

৬৫৫জন ৬৫৫জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ