১
আমাদের গল্প আমাদের ভুলে গেছে
কবিতারা চলে গেছে সাময়িক নির্বাসনে!
২
এই যে পথ
শেষ হয়েছে তোমার ঘরের দরজায়,
আমি তো আর বিপথে যেতে পারি না!
৩
এখন রোজ সকালবেলায় দেরি করে উঠলেও সমস্যা নেই,
আমি জানি তোমাদের বারান্দায় আর কখনও তুমি থাকবে না।
৪
প্রাপকের জায়গায় তোমার নাম,
প্রেরকের জায়গায় আমার ঠিকানা!
মাঝে তিন নটিক্যাল মাইল দূরত্ব;
প্রেমপত্র ছাড়া এটার কোন নাম নেই!
৫
সকাল যদিও গুটিগুটি পা’য়ে দুপুরে হানা দেয়,
তুমি কি সন্ধ্যের আগে বিকেল ধরতে পারবে?
৬
আমি ফিরছিলাম বিদ্যুৎহীন মুঠোফোন নিয়ে,
পান্থপথে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে স্কয়ার হসপিটাল।
সারা রাস্তা তোমাকে খুঁজেছি,
বরফশীতল বাতাস কেটে নিয়েছে নাক-মুখ!
সিগারেটের ফিল্টারে গিয়ে ঠেকেছে আগুন।
সকালে প্রথম সূর্যের সাথে সাথে শুনতে পেলাম-
“পৃথিবী এত সুন্দর কেন?”
কারণ আমাদের অতীত অনেক মধুর,
আমাদের স্মৃতি অনেক অনেক কান্নার!
৭
তোমার কলম কি আমার নাম লিখতে ভুলে গেছে?
নাকি তোমার মুঠোফোন ডুবে গেছে স্বচ্ছ জলে?
তুমি আমাকে ভুলতে পারোনি,মুছতে পারোনি জানি;
তবে কি আমি বিচ্ছিন্ন হয়েছি জীবিতদের থেকে?
৮
কায়ক্লেশে ভালোবেসে যাওয়া যায়,
আবেগকে ছুটি দেওয়া যায় ভরদুপুরে।
বইয়ের ভাজ থেকে আমাদের কষ্ট,
হঠাৎ প্রিয়জনের চিঠি হয়ে ঝরে পড়ে!
৯
যুগের তলানি থেকে আমাদের যুগান্তরের আগমন,
কেবল ব্যস্ত ঘূর্ণিঝড়ের ক্লান্ত পৃথিবী কাঁদায় আজ!
১০
আলো আসছে,
এই খবর পৌঁছে যাচ্ছে অন্ধকারে!
আমাদের কর্মে,
আজ কেবল ব্যর্থতার বসতভিটা!
১১
অনেক কান্নার পর আকাশ এখন চুপচাপ।কিছুই বলার নেই যেন।হলদে আলো ভাসিয়ে দিয়ে যাচ্ছে আমাদের শহরতলি;সে খবর কি কেউ রাখে?যদি কাব্য-কবিতায় পেট নাই ভরে তবে আজ একটু শূন্যতার চর্চা করা যাক।
একরাশ অর্থহীন প্রলাপের পর আমরা আবার কিছু বলতে চাই!
৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে,
আমার প্রাণ প্রিয় লেখকের নাম ও ছবি দেখে আপনার লেখা পড়লাম,
প্রলাপ হলেও বা সমস্যা কী?
লিখুন ও পড়ুন।
অনিকেত নন্দিনী
কাব্য কবিতায় পেট না ভরলেও মন কিন্তু ভরে।
সোনেলায় স্বাগতম। -{@
আমি যতদূর জানি বিখ্যাত কোনো লেখকের নামে নিজের নামকরণ করে লেখাটা ঠিক না। 🙂
শুন্য শুন্যালয়
একাদশী চন্দ্রীমা নিয়ে আপনার শূন্যতা চর্চা বেশ ভালো লাগলো। সবগুলোই ভালো।
স্বাগতম জানাই আপনাকে সোনেলায়। পড়ুন, লিখুন আবারো কিছু বলুন। শুভকামনা। -{@
জিসান শা ইকরাম
১১ টির মাঝে কোনটা যে কম ভালো লেগেছে তাই তো বুঝতে পারছি না।
স্বাগতম সোনেলায়।
ফ্রাঞ্জ কাফকা!! নাকি ফ্রাঞ্জ কাফকার ছায়া? ^:^ 🙂
ভোরের শিশির
একজন বিখ্যাত লেখকের নামে নিক দিয়ে লিখলে সেই বিখ্যাত ব্যক্তির নামকরণের জন্যেই আপনার লেখার প্রতি আলাদা আকর্ষণ তৈরি হতে পারে। আশা করছি অন্য কোন নিক নিয়ে নিজের ছায়াতেই নিজেই হাজিরা দিবেন।
ছোট্ট ছোট্ট করে বলা কথাগুলো বেশ লেগেছে।
স্বাগতম সোনেলায়। আপনার নিয়মিত উপস্থিতি আপনার পোস্টসহ সোনেলায় অন্যদের পোস্টেও আশা করছি।
শুভেচ্ছা। -{@
আবু খায়ের আনিছ
জিসান ভাই এর সাথে সহমত।
স্বাগতম সোনেলায়। নিয়মিত আপনাকে পাব সোনেলায় সেটাই আশা করছি। -{@
অপার্থিব
অণু কবিতাগুলো ভাল লেগেছে। লেখকের নিকের ব্যাপারে ভোরের শিশিরের মন্তব্যের সাথে একমত।
ছাইরাছ হেলাল
শীত নিদ্রায় দেলেন নাকি?
মুহাম্মদ আরিফ হোসেইন
মানুষ শুধু আনোনিমাস হতে চায়!!
বিখ্যাত ব্যক্তির নাম দিয়ে নিক খোলার যুক্তিকতা কি!!