১ আমাদের গল্প আমাদের ভুলে গেছে কবিতারা চলে গেছে সাময়িক নির্বাসনে! ২ এই যে পথ শেষ হয়েছে তোমার ঘরের দরজায়, আমি তো আর বিপথে যেতে পারি না! ৩ এখন রোজ সকালবেলায় দেরি করে উঠলেও সমস্যা নেই, আমি জানি তোমাদের বারান্দায় আর কখনও তুমি থাকবে না। ৪ প্রাপকের জায়গায় তোমার নাম, প্রেরকের জায়গায় আমার ঠিকানা! মাঝে [ বিস্তারিত ]